Weather Update: আবারো দক্ষিণবঙ্গে হতে পারে 2 দিন দুর্যোগপূর্ণ বৃষ্টি। কোন কোন জেলায় পড়বে এর প্রভাব

Weather Update: নভেম্বর মাসের প্রথম দুই সপ্তাহ মোটামুটি পশ্চিমবঙ্গে বেশ ভালো শীত পড়বে এছাড়াও সকাল সন্ধ্যা থাকবে ভারী কুয়াশা।

Weather Update: আবারো দক্ষিণবঙ্গে হতে পারে 2 দিন দুর্যোগপূর্ণ বৃষ্টি। কোন কোন জেলায় পড়বে এর প্রভাব
Published On:

Weather Update: বাংলা সহ গোটা দেশ মাত্র কিছুদিন আগেই প্রবল বৃষ্টির হাত থেকে সবেমাত্র রক্ষা পেয়েছে। আর সেই প্রবল ভাপসা গরমের প্রকোপ ছাড়িয়ে এবার সবেমাত্র শীতের আমেজ আসতে লেগেছে বাংলাতে। আরে শীতের প্রকোপ হালকা হালকা পড়তে থাকা মাত্রই আবারও আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া খবর অনুযায়ী, দক্ষিবঙ্গে হতে চলেছে প্রবল বৃষ্টি। আর এই আবহাওয়ার এরকম হঠাৎই পরিবর্তন এর কারণে বিশেষ করে শিশু এবং বয়স্কদের হয়ে যাচ্ছে প্রায়োরিটি প্রবল সর্দি কাশি। দক্ষিণবঙ্গের মধ্যে কলকাতা শহরে হবে বিখ্যাতভাবে বৃষ্টি এই সপ্তাহের মধ্যেই।

নিম্নচাপের জেরে শীত আসতে পারছেনা পশ্চিমবঙ্গে

এছাড়া আবহাওয়া দপ্তর জানিয়েছে এখন নভেম্বর মাসের প্রথম দুই সপ্তাহ মোটামুটি পশ্চিমবঙ্গে বেশ ভালো শীত পড়বে এছাড়াও সকাল সন্ধ্যা থাকবে ভারী কুয়াশা। কিন্তু নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গ শীত আসতে পারছে না। দক্ষিণবঙ্গে এই সপ্তাহে বৃষ্টিপাত হবে মূলত হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বর্ধমান এবং বীরভূম জেলাতে। এ সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমবে অত্যন্ত তাড়াতাড়ি।

উত্তরাখণ্ডে বাস উল্টে গিয়ে মৃত্যু হল কয়েকটি শিশু সহ 20 জন ব্যক্তির

উত্তরের জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণবঙ্গে তো বৃষ্টি হচ্ছেই, এর পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কোচবিহার এবং কালিম্পং জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আর সামান্য ছিটেফোটা বৃষ্টি হতে পারে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায়। কলকাতা আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন এক ধাক্কায় প্রায় 4 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমতে চলেছে পশ্চিমবাংলায়। যার ফলে হঠাৎই সাধারণ মানুষ পৌঁছে চলেছে বেশ ঠান্ডার মুখে।

low pressure, the winter, Weather Forecast, Weather Update

Leave a Comment