Bangladesh: বাংলাদেশের ট্রলারসহ ধৃত 48 জন ভারতীয় মৎস্যজীবী। বেহাত হল লক্ষাধিক টাকার মাছ

সমুদ্রে ইলিশ ধরতে গিয়েই বিপদের হাতে ভারতীয় মৎস্যজীবীরা। আটক করল বাংলাদেশি পুলিশ।

Bangladesh: বাংলাদেশের ট্রলারসহ ধৃত 48 জন ভারতীয় মৎস্যজীবী। বেহাত হল লক্ষাধিক টাকার মাছ
Published On:

সমুদ্রে ইলিশ ধরতে গিয়েই বিপদের হাতে ভারতীয় মৎস্যজীবীরা। আটক করল বাংলাদেশি পুলিশ। বাংলাদেশের পুলিশদের অভিযোগ যে, এই 48জন মৎস্যজীবী বঙ্গোপসাগরের ইলিশ মাছ ধরতে গিয়ে ভারতবর্ষের সীমানা পেরিয়ে গিয়ে বাংলাদেশের সীমানায় প্রবেশ করেছিল। তারপরেই ওখানে বাংলাদেশের নিরাপত্তারক্ষীদের নজরে পড়ে যান তারা। ওই 48 জন মৎস্যজীবীকে আটক করে বাংলাদেশের কোস্টগার্ড এবং নৌ বাহিনী।

হাসিনার সরকারের পর এবার পদচ্যুত হবেন বাংলাদেশ ইউনুস সরকারও

ভারতীয় মৎস্যজীবীদের উপর কি অভিযোগ আনলো বাংলাদেশ পুলিশ

তারপরই বাংলাদেশের বিখ্যাত সংবাদ মাধ্যম ‘প্রথম আলো’ তে প্রকাশিত খবর অনুযায়ী আটক করা মৎস্যজীবীদের বিরুদ্ধে গত শুক্রবার বাগেরহাটের মংলা থানায় মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশী পুলিশরা এই ঘটনা তদন্ত করতে গিয়ে জানিয়েছেন যে, ইলিশ সংরক্ষণের জন্য বাংলাদেশের মাছ ধরার আপাতত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যেটা চলবে আগামী 22 দিন পর্যন্ত। এর মধ্যেই বাংলাদেশের জলসীমায় অতিক্রম করে সেখানে মাছ ধরেছিলেন এই কয়েকজন মৎস্যজীবী। মূলত তার ফলেই বাংলাদেশের নিরাপত্তারক্ষীরা এই ট্রলার গুলিকে তাড়া করে এবং তিনটি ট্রলার সহ 48 জন মৎস্যজীবীকে গ্রেপ্তার করে।

বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে যে, ওই আটক করার ট্রলারটিতে মোট 2,700 কেজি সামুদ্রিক মাছ মজুত করা ছিল, যার দাম বাংলাদেশী টাকায় 2 লক্ষ্য 30 হাজার মত। পুলিশ ওই মৎস্যজীবীদের গত শুক্রবার আদালতে পাঠায় গ্রেফতার করে।

Bangladesh, fisherman

Leave a Comment