JIO: বর্তমান ভারতের বাজারে যে সমস্ত টেলিকম সংস্থা বর্তমানে নিজেদের ব্যবসা চালাচ্ছে, তাদের মধ্যে জিও হল উন্নতম একটি। আর এই রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের জন্য প্রতিমুহূর্তেই বিভিন্ন ধরনের রিচার্জ প্ল্যান নিয়ে আসে । এই সমস্ত রিচার্জ প্ল্যান গুলি হয় আবার বিভিন্ন সময়ের, যেমন ধরুন 28 দিন, 56 দিন, 84 দিন কিংবা 365 দিন। 84 দিনের রিচার্জে যেহেতু মাসিক রিচার্জের থেকে কিছুটা কম খরচা পরে, তার জন্য এই প্ল্যানটা বেশ গ্রাহকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে।
আমরা এই প্রতিবেদনে এই 84 দিনের প্ল্যান সমন্ধে একটা বিস্তারিত তথ্য জানাবো আপনাদেরকে। যেই রিচার্জ প্ল্যানটা আপনি ব্যবহার করলে পেয়ে যাবেন একদম 84 দিনের জন্য আনলিমিটেড কলিং, এসএমএস এবং হাই স্পিড ইন্টারনেট। আর এই প্ল্যানে থাকছে অতিরিক্ত আরেকটি সুবিধা, সেটি হল এই প্ল্যানের সঙ্গে আপনারা পেয়ে যাবেন বেশ কতগুলি OTT অ্যাপ এর সাবস্ক্রিপশন।
জিওর 84 দিনের 1029 টাকার প্ল্যান :
বর্তমান ভারতীয় বাজারে রাজ করা সবথেকে বড় টেলিকম সংস্থা রিলায়েন্স জিওর 1029 টাকার প্ল্যান যদি আপনি রিচার্জ করেন, তাহলে আপনি পাচ্ছেন একদম 84 দিনের জন্য আনলিমিটেড কলিং। প্রতিদিন 100 টা করে SMS, 2GB করে মোবাইল ডেটা, সাথে আনলিমিটেড 5G ইন্টারনেট। আর এই প্ল্যান এর সঙ্গে আপনারা পেয়ে যাবেন Jio Cinema, Jio Cloud & Jio TV এর বিনামূল্যে সাবস্ক্রিপশন । সুতরাং আপনারা যদি এক রিচার্জ এর মধ্যে আনলিমিটেড কলিং, এসএমএস, ডেটা এবং ওটিটি সাবস্ক্রিপশন পেতে চান, তাহলে এই রিচার্জ প্ল্যানটি অবশ্যই আপনার জন্য একটা সঠিক সিদ্ধান্ত হতে পারে। আর এই রিচার্জ প্ল্যানটি যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি প্রতিমাসে রিচার্জের ঝামেলা থেকে মুক্তি পেয়ে যাবেন।