PM Kisan: ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রীর উদ্যোগে চালু হওয়া প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা দেশে কৃষকদের আর্থিক সহদার জন্য এক বিশেষ ভূমিকা পালন করে আসছে এখন। যেটি আরম্ভ হয়েছিল এখন থেকে 5 বছর আগে অর্থাৎ 2019 সালে। যার মাধ্যমে প্রতিবছর এই প্রকল্পে নথিভুক্ত কৃষকদের 6000 টাকা প্রদান করা হয়।
এখন বর্তমানে এই কিষান সম্মান নিধির 18তম কিস্তির টাকা খুব শীঘ্রই দিতে লাগবে কেন্দ্র সরকার। আপনি যদি এই টাকা পেতে চান তাহলে অবশ্যই নিচে উল্লেখিত কাজগুলি যতটা শীঘ্র সম্ভব করে ফেলুন। না হলে এই কিস্তির টাকা হয়তো আপনি না পেতেও পারেন।
কিষান সম্মান নিধির 18তম কিস্তির টাকা পাওয়ার জন্য কি কি করণীয় রয়েছে :-
প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধির 18তম কিস্তির টাকা পাওয়ার জন্য যতটা শীঘ্র সম্ভব এই তিনটি কাজ করে ফেলুন। সে কাজগুলি হল –
1.E-KYC সম্পূর্ণ করা – কৃষকদের কিষান সম্মান নিধির পরবর্তী অর্থাৎ 18তম কিস্তির টাকা পাওয়ার জন্য অবশ্যই E-KYC সম্পূর্ণ করতে হবে। এটা করার জন্য কৃষকরা তাদের নিকটবর্তী যেকোনো CSC সেন্টারে গিয়ে আধার কার্ড এবং আঙুলের ছাপের মাধ্যমে করাতে পারে
2. জমির যাচাই করুন – এই প্রকল্পের অধীনে পরবর্তী কিস্তির টাকা পেতে চাইলে অবশ্যই কৃষকদের জমির যাচাই করাতে হবে । সেটা যদি না করায় পৃথক তাহলে কেন্দ্র সরকারের নির্দেশিকা অনুযায়ী প্রকল্পের টাকা পাবে না।
3. আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট লিংক করানো – কৃষকদের PM কিষাণ সম্মান নিধির পরবর্তী টাকা পেতে হলে অবশ্যই তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ বা লিংক থাকতে হবে। সেটা যদি না থাকে তাহলে কৃষকদের পরবর্তীতে কিস্তির টাকা পেতে নানা রকম সমস্যার সম্মুখীন হতে পারে।