Petroleum: এখন বর্তমানে বাইক থেকে মোটরগাড়ি, বাস থেকে লরি প্রায় সমস্ত যানবাহন চালানোর জন্যেই পেট্রোল বা ডিজেল ব্যবহার হচ্ছে।
এদিকে আবার এই পেট্রোল-ডিজেলের দাম দিনে দিনে ক্রমাগত এমন মাথাচাড়া দিয়ে উঠছে যে সাধারণ জনগণের পক্ষে সেটা কেনা বেশ কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাচ্ছে। এমনই এক পরিস্থিতিতে দেশে পেট্রোল-ডিজেলের দাম কমানোর ছোট্ট একটা ইঙ্গিত পাওয়া গেছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।
কেননা আন্তর্জাতিক বাজারে অপরিচিত তেলের দাম বেশ অনেকটাই কমে গেছে যার ফলে দেশজুড়ে পেট্রোল ডিজেলের দাম কমবে বলে আশা করা হচ্ছে। বিশ্ববাজারে গত 9 মাসে সব থেকে বেশি দাম কমেছে ক্রুড অয়েলের। কিন্তু ঘরোয়া বাজারে এই দাম কমার সুবিধা। এখনো মূল্য পরিবর্তনে দেখা যায়নি, তেল কোম্পানিগুলির এর ফলে লাভ দিনে দিনে বেড়েই চলে।
এই লাভে প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার পেট্রোল ও ডিজেলের দাম কমানোর দিকে মনোযোগী হয়েছে বলে সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে।
এখন বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রেড ক্রুড অয়েলের দাম 70 ডলারেরও নিচে নেমে গেছে এবং এর পাশাপাশি ব্রেন্ট কক্রুড এর দাম গিয়ে দাঁড়িয়েছে 72.75 ডলারে। ওপেক প্লাসের উৎপাদন কমানোর সিদ্ধান্ত আগামী অক্টোবর থেকে কার্যকর হতে পারে বলে জানা যাচ্ছে। যে আন্তর্জাতিক তেলের দাম বাড়িয়ে দিতে পারে। অন্যদিকে আবার, লিবিয়ায় তেল বাজার যা তো হওয়া এবং ওপেক প্লাস বহির্ভূত দেশগুলির উৎপাদন বাড়ানোর ইঙ্গিত দিয়েছে।
কতটা দাম কমতে পারে পেট্রোল ডিজেলের ?
2023 সাল নাগাদ এর আগে পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে 2 টাকা করে কমানো হয়েছিল। কিন্তু এবারে এই পরিমাণটা আরেকটু বাড়িয়ে প্রতিলিটারে 5 থেকে 6 টাকা করে দাম কমানোর সম্ভাবনা দেখা যাচ্ছে। আসন্ন মহারাষ্ট্র হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রেক্ষিতে সরকারের এই পদক্ষেপ বিরোধীদের পক্ষ থেকে সমালোচিত হচ্ছে।