Politics: মুখ্যমন্ত্রীকে হার মানতে হল সততার কাছে – শিলিগুড়িতে কংগ্রেসের মিছিল থেকে কটাক্ষ  অধীর  চৌধুরীর

Politics: রাজ্য স্বাস্থ্য ভবনের জুনিয়র ডাক্তারদের ধর্না মন্চে মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়ে বিকট কটাক্ষ করলেন রাজ্য কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি কটাক্ষের মধ্যে দিয়ে বলেছেন ...

Politics: মুখ্যমন্ত্রীকে হার মানতে হল সততার কাছে - শিলিগুড়িতে কংগ্রেসের মিছিল থেকে কটাক্ষ  অধীর  চৌধুরীর
Published On:

Politics: রাজ্য স্বাস্থ্য ভবনের জুনিয়র ডাক্তারদের ধর্না মন্চে মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়ে বিকট কটাক্ষ করলেন রাজ্য কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি কটাক্ষের মধ্যে দিয়ে বলেছেন যে, সততার কাছে মুখ্যমন্ত্রীকে ও হার মানতে হয়। এটা চিরন্তন সত্য।

Politics:

কলকাতার আরজিকর মেডিকেল কলেজ এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ‘উত্তরবঙ্গ লবি’ র বিরোধীরা গত শনিবার দুপুরে শিলিগুড়িতে মিছিলের আয়োজন করে রাজ্যের কংগ্রেস রাজনৈতিক দল। এই মিছিল শুরু হয়েছিল শিলিগুড়ির বাঘাযতীন পার্ক ময়দান থেকে এবং সেটা শেষ হয় এয়ারভিউ মোড়ে।

কংগ্রেসের ওই ধরনা মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সেই মিছিলে উপস্থিত থেকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করেছেন অধীর বাবু। মূলত জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চে মুখ্যমন্ত্রী গিয়েছেন বলে তাকে কটাক্ষ করেছেন অধীর। এর পাশাপাশি রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার যে নির্দেশ মুখ্যমন্ত্রী দিয়েছিলেন, তা নিয়েও তাকে দোষারোপ করতে ছাড়েননি রাজ্য কংগ্রেস সভাপতি।

তিনি বলেছেন, ‘মুখ্যমন্ত্রীর কাছে আমরা একদম প্রথম দিন থেকে শুধুমাত্র একটাই দাবি করেছিলাম যে, যারা আন্দোলন করছেন তারা আপনার সন্তানসম। তাদের খুব দুঃখ বুঝতে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে আপনার উচিত ওদের সঙ্গে সরাসরি কথা বলা। কিন্তু মুখ্যমন্ত্রী সেটা না করে ছল কৌশলের আশ্রয় নিয়েছিলেন। শেষমেষ ডাক্তারদের দৃঢ়তা সততার কাছে আজ হার মানতে হলো বাংলার মুখ্যমন্ত্রীকে। আজ মুখ্যমন্ত্রী ভয় পেয়ে বাংলার মানুষের ক্ষোভ দেখে তাদের কাছে আত্মসমর্পণ করতে গেছেন।’

এছাড়াও অধীর আরো বলেছেন যে, সমস্যা হলে কয়লা যেমন ঘসলে পরিষ্কার হয় না, ঠিক তেমনি মুখ্যমন্ত্রীর চালাকির আশ্রয় নিয়ে মিষ্টি কথা বললে চিড়ে ভিজবে না। ছাত্র-ছাত্রীদের 5টি দাবির কথা সবাই জানে। তার একটি কথাও আপনি বলেননি যে পূরণ করবেন মুখ্যমন্ত্রীকে বার্তা অধীরের। আজ বিনীত গোয়েলের ওপর এত দুর্বলতা কিসের জন্য ? ক্ষত যখন ক্যান্সারে পরিণত হয়েছে সেখানে আপনি বার্নল লাগাতে চাইছেন ? এই ধরনের রাজনীতি আপনাকে শোভা পায় না। আপনার চালাকি আমরা বুঝি। মহৎ কাজ করার ঢং করেছেন আপনি। কোনো রকম ছল, বল বা কৌশল না করে বরং তাদের সঙ্গে বসে সমস্যা সমাধানের চেষ্টা করুন। এই আন্দোলনে মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতা প্রমাণিত হয়েছে। অন্যদিকে রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার নিয়েও দ্বিমত রয়েছে তার।

অধীর জানিয়েছেন যে, রোগী কল্যাণ সমিতি ভেঙে দিয়ে এর ওপর অধ্যক্ষদের মাথা করা হবে। সমিতির গুরুত্বপূর্ণ পদগুলিতে নেওয়া হবে তৃণমূল ঘনিষ্ঠদের। সন্দীপ ঘোষের মত মানুষদের ক্ষমতার আসনে বসানো হবে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন অধীর রঞ্জন চৌধুরী । তবে অবশ্য একথা ভবিষ্যতে সত্য হবে না সেটা বলাই বাহুল্য।

যদি এটা সত্যি হয়ে যায়, তাহলে আশা করা যাচ্ছে আগামী কিছু বছরের মধ্যে পশ্চিমবঙ্গের অবস্থা দেশের অন্যান্য রাজ্যের থেকে এত তলানিতে গিয়ে ঠেকবে যে সেখান থেকে রাজ্যের পুনরাবৃত্তি করা প্রায় অসম্ভব হয়ে যাওয়া দাঁড়াবে। এখন শুধুমাত্র অপেক্ষার পালা, যাতে অধীর চৌধুরীর এই কথাটা সত্যি না হয়ে দাঁড়ায়।

Mamata Banerjee, Politics, West Bengal

Leave a Comment