Aadhaar Card: হাতে মাত্র সময় আছে একদিন! এই কাজগুলি না করলে পয়সা দিয়ে করতে হবে আধার কার্ডের এই কাজ

Aadhaar Card: এখন বর্তমানে প্রতিটা ভারতীয়র সব থেকে জরুরি পরিচয়পত্র হল তার আধার কার্ড। আজ ট্রেনের টিকিট বুকিং থেকে প্লেনের টিকিট বুকিং, মোবাইল কিনা থেকে ...

Aadhaar Card: এই কাজগুলি না করলে পয়সা দিয়ে করতে হবে আধার কার্ডের এই কাজ
Published On:

Aadhaar Card: এখন বর্তমানে প্রতিটা ভারতীয়র সব থেকে জরুরি পরিচয়পত্র হল তার আধার কার্ড। আজ ট্রেনের টিকিট বুকিং থেকে প্লেনের টিকিট বুকিং, মোবাইল কিনা থেকে যে কোনো রকম জিনিস কেনা, স্কুলে বা কলেজে অ্যাডমিশন নেওয়া সমস্ত জায়গাতেই আমাদের আইডি চাওয়া হলে সবার আগে আমাদের মাথায় আছে নিজের আধার কার্ডের কথাটা।

আমাদের সমস্ত রকম ব্যক্তিগত তথ্য ও আধার কার্ডের মধ্যে এখন বর্তমানে দিয়ে দেওয়া হয়েছে একটি Quick Response (QR) কোড এর মধ্যে। তার জন্যে আমাদের নিজেদের আধার কার্ডের তথ্য যদি কোনো রকম দুষ্কৃতিদের হাতে পড়ে যায় তাহলে তারা আমাদের সেই সমস্ত তথ্য নিয়ে নানারকম খারাপ কাজ করতে পারে।

সুতরাং আমাদের নিজের আধার কার্ডের তথ্য সুরক্ষিত রাখাটা আমাদের একান্তই জরুরী। মূলত তার জন্যেই ভারতীয় আধার সংস্থা অর্থাৎ UIDAI নানা রকম আপডেট করার পরামর্শ দেয় নিজের আধার কার্ডকে। আধার কার্ড আপডেটের জন্য UIDAI বিনামূল্যে নানা রকম সুবিধা ও দিয়েছে গ্রাহকদের।

UIDAI বিনামূল্যে গ্রাহকদের আধার কার্ড আপডেটের সময়সীমা বাড়িয়েছিল আগামী 14 সেপ্টেম্বর,পর্যন্ত। অর্থাৎ সেই হিসেবে আর হাতে মাত্র সময় রয়েছে 1 দিন। তার মধ্যে আধার কার্ড আপডেট না করালে আপডেট করানোর জন্য পরবর্তীকালে আপনাকে চার্জ দিতে হতে পারে।

শেষ মুহূর্তে আধার কার্ড আপডেট করার পদ্ধতি :-

1.প্রথমে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট (www.uidai.gov.in) ভিজিট করতে হবে।

2.সেখানে আধার নম্বর এবং OTP এর মাধ্যমে লগইন করে নিতে হবে।

3.তারপর Aadhar Update অপশনে ক্লিক করতে হবে।

4. তারপর আধার কার্ডের কি আপডেট করতে চান সেটা নির্বাচন করতে হবে।

5. দিয়ে Terms and Condition একসেপ্ট করে পরের পেজে যেতে হবে।

6. তারপর যাবতীয় প্রয়োজনীয় নথি সহ সমস্ত রকম তথ্য ঠিকঠাক ভাবে ফিলাপ করে দিতে হবে।

7. হয়ে যাওয়ার পর সাবমিট করে দিলেই আপনার সামনে একটি 14 সংখ্যার SRN ভেসে উঠবে। সেটা কি সংগ্রহ করে রেখে দিতে হবে।

8. পরবর্তীকালে সেটা দিয়ে ওই আপডেটের স্ট্যাটাস চেক করা যাবে।

Aadhaar Card

Leave a Comment