কেন্দ্রের বিপক্ষে গিয়ে বুলডোজার অ্যাকশনের উপর নিষেধাজ্ঞা জারি করে দিল সুপ্রিম কোর্ট। আর ভাঙ্গা যাবে  না বাড়ি ঘর

মাঝেমধ্যেই সরকারি বিভিন্ন রকম কাজে কথায় কথায় চালানো হয়ে থাকে বুলডোজার। কিন্তু এবারে ভারতের সবথেকে বড় বিচারের মন্দির তথা সুপ্রিম কোর্ট কথায় কথায় বুলডোজার চালানোর ওপর নিষেধাজ্ঞা জারি করল।

মঙ্গলবার, 17ই সেপ্টেম্বর সুপ্রিমকোর্ট বুলডোজার চালানোর ওপর 1লা অক্টোবর পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে। এই নির্দেশনামায় সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে, এর পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত কোনো রকম বুলডোজার চালানো যাবে না। সুপ্রিম কোর্টের স্পষ্ট বক্তব্য, আমরা স্পষ্ট করে দিতে চাই যেন এই আদেশের রাস্তা, ফুটপাত, রেল লাইনের অবৈধ দখলকে অন্তর্ভুক্ত করা হয়নি।

এদিকে আদালতে এই নির্দেশ নিয়ে প্রশ্ন তুলেছে কেন্দ্র সরকার আবার। সলিসিটর জেনারেল তুষার মেহতা এ প্রসঙ্গে বলেছেন যে, সাংবিধানিক সংস্থাগুলির আদিভাবে কখনোই বাধা থাকতে পারে না। এই কথার উত্তরে পাল্টা বিচারপতি B. R. গাভাই এবং বিচারপতি K. V. বিশ্বনাথনের বেঞ্চ বলেছে, দু সপ্তাহ শুধুমাত্র বুলডোজার চালানো বন্ধ থাকলে কোন কিছু ভেঙে পড়বে না। আপনারা থেমে যান। এর পরবর্তী শুনানি হবে অক্টোবরের ১লা তারিখ একথা জানিয়ে দিয়েছে আদালত। সুপ্রিম কোর্টে অনুমতি ছাড়া এই সময়কালের মধ্যে কোন রকম বুলডোজার চালানো যাবে না। আদালতের এই আদেশটি মূলত ব্যক্তিগত সম্পত্তির ওপর পদক্ষেপ সম্পর্কে।

দেখা গেছে বেশ কয়েকটি রাজ্য ফৌজদারি মামলায় অভিযুক্তদের সম্পত্তি নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ করার ফলে একগুচ্ছ শুনানি চলছিল দেশের শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে, পরবর্তী তারিখ পর্যন্ত এই আদালতে অনুমতি ছাড়া কোন কিছু ভাঙা যাবেনা। তবে জনসাধারণের রাস্তা, ফুটপাত, রেললাইন সংলগ্ন বা প্রকাশক স্থানীয় অনুমোদিত নির্মাণের ক্ষেত্রে এরকম আদেশ প্রযোজ্য হবে না।

বুলডোজার অ্যাকসনকে মহামান্বিত করার বিষয়ে প্রশ্ন তুলেছে। আদালতে তরফ থেকে জানানো হয়েছে, এটা বন্ধ করা উচিত। পরবর্তী শুনানি পর্যন্ত বুলডোজার বন্ধ করার ওপরে অফিশিয়াল গাইডলাইনও জারি করা হবে। এর আগে 2022 সালে নোটিশ দেওয়া হয়েছিল এই বুলডোজার বন্ধ করার ওপরে।

এই পদক্ষেপ কি আইনি নেওয়া হয়েছিল? সলিসিটর জেনারেল তুষার মেহতা এপ্রসঙ্গে বলেছেন, এখনো পর্যন্ত যে বুলডোজার ব্যবস্থা নেওয়া হয়েছে এটা আইন মেনেই নেওয়া হয়েছে, কোনো রকম বেআইনি কাজ এখানে করা হয়নি। এর আগে বৃহস্পতিবার শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে, ফৌজদারি মামলায় জড়িত থাকার অভিযোগ আইনগতভাবে নির্মিত বাড়ি ভাঙার কারণ নয়। আইনের শাসন শাসিত দেশে কর্তৃপক্ষের বাড়ি ভাঙার হুমকি উপেক্ষা করা যায় না বলে জানানো হয়েছে।

Leave a Comment