Free Internet : বিনা ইন্টারনেটে আপনারা অডিও-ভিডিও দেখতে পাবেন, টাটা নিয়ে আসছে এই নতুন ফোন

মোবাইল ডিজাইনের জন্য টাটা কোম্পানি হ্যাপি আমেরিকান কোম্পানির সঙ্গে যৌথভাবে কাজ করবে

Free Internet : বিনা ইন্টারনেটে আপনারা অডিও-ভিডিও দেখতে পাবেন, টাটা নিয়ে আসছে এই নতুন ফোন
Published On:

Free Internet : এখন বর্তমান দিনে স্মার্টফোন এমন একটা জিনিস হয়ে গেছে যে, সেটা এখন স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রী থেকে কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী, চাকরিজীবী থেকে বৃদ্ধ বৃদ্ধা, বাড়ির বউ থেকে মেয়ে প্রায় সবার কাছে এটা একটা নিত্য প্রয়োজনীয় জিনিস। কেননা স্মার্টফোন বর্তমান দুনিয়াকে একদম একটা ছোট্ট ডিভাইসের মধ্যে হাতের মুঠো এনে দিয়েছে। কিন্তু এই স্মার্ট ফোনও আবার ইন্টারনেট ছাড়া সম্পূর্ণ অচল। স্মার্ট ফোনে ভিডিও দেখাতে গিয়ে ওয়েবসাইটে গিয়ে কোনো আর্টিকেল পড়া, মেসেজ করা, বিভিন্ন রকম কাজ করা, অনলাইন গেম খেলা ইত্যাদি সমস্ত ক্ষেত্রেই ইন্টারনেট প্রয়োজন।

এখন বর্তমানে অনলাইনে ভিডিও দেখতে গিয়ে ভিডিওর quality এতটা ভালো হয়ে গেছে যে সেটা দেখতে প্রচুর ইন্টারনেটের খরচ হয়ে যায়। যার ফলে দিন এসেছে গিয়ে ওই মুঠো ইন্টারনেটে আর কাজ হয় না, আলাদা ইন্টারনেট ডেটার রিচার্জ। তবে এই সমস্ত সমস্যার সমাধান বার করে নিয়ে চলে এসেছে বিশ্বের বিখ্যাত কোম্পানি টাটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি।

মোবাইল ডিজাইনের জন্য টাটা কোম্পানি হ্যাপি আমেরিকান কোম্পানির সঙ্গে যৌথভাবে কাজ করবে

এই কোম্পানি বাজার একটি নতুন ফোন নিয়ে আসতে চলেছে যেটাতে বিনা ইন্টারনেটে আপনারা অডিও ভিডিও ইত্যাদি দেখতে পাবেন। এই মোবাইল তৈরির ডিজাইনের জন্য এবং সঠিকভাবে লঞ্চ করার কাজে টাটা কোম্পানি হ্যাপি আমেরিকান কোম্পানির সঙ্গে যৌথভাবে কাজ করা শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। মনে করা হচ্ছে নতুন এই ফোন ভারত সেমি কন্ডাক্টরের ক্ষেত্রে বড় পদক্ষেপ করতে চলেছে। এর পাশাপাশি এই কাজের সঙ্গে যৌথভাবে যুক্ত হয়েছে ভারতের যে সমস্ত কোম্পানিগুলি, সেগুলি হলো – ভারতের সাংখ্য ল্যাব , কানপুর আইআইটি থেকে তৈরি করা কোম্পানি Free Stream Technology ।

এর সঙ্গে আবার আমেরিকান কোম্পানি Cincare Ink ও যুক্ত হয়েছে এই কাজে। এই সমস্ত কোম্পানিগুলির যৌথভাবে কাজ করে চুক্তি অনুযায়ী যে ফোনগুলি তৈরি করবে সেগুলির মধ্যে থাকবে পৃথ্বী-3, ATC 3.0, চিপসেট। সেগুলি তৈরি করার মুখ্য দায়িত্বে থাকবে সাংখ্য ল্যাব। এই সাংখ্য ল্যাব হচ্ছে Tejas Network এর একটি সহযোগী প্রতিষ্ঠান। যার আসল নাম হলো Tata Sons । আমরা এখন যে ফোনগুলি ব্যবহার করছি সেগুলি মূলত 4G এবং 5G টেলিকমিউনিকেশনে ব্যবহৃত একাধিক ডিভাইস Tejas Network ই তৈরি করে থাকে। এর মধ্যে একটি সবথেকে বড় গুরুত্বপূর্ণ খবর হলো এই সমস্ত কিছু তৈরি হবে আমাদের দেশেই।

Internet, Mobile, TATA, Tech

Leave a Comment