Salary Increase: 6000 টাকা বেতন বাড়ল সরকারি কর্মীদের। ফলে পুজোর আগে বেশ খুশি

Salary Increase: আর মাত্র কয়েকটা দিন পরেই বাঙ্গালীদের সবথেকে বড় উৎসব দুর্গাপূজো। আর এই পুজোর আগেই রাজ্য সরকার সরকারি কর্মীদের জন্য বিরাট বড় সুখবর নিয়ে চলে আসলো। রাজ্যের এই সব সরকারি কর্মীদের মাসিক বেতন একধাক্কায় 6000 টাকা পর্যন্ত বাড়িয়ে দেওয়া হলো। কিন্তু অবশ্যই রাজ্যের সকল সরকারি কর্মীদের এখন বেতন বাড়ানো হয়নি ।

কোন কোন ক্ষেত্রে সরকারি কর্মীদের বেতন বাড়ানো হলো ? কেন বাড়ানো হলো?

রাজ্য সরকার পুজোর আগে শুধুমাত্র কন্যাশ্রী ও রুপশ্রী প্রকল্পের অধীনে থাকা সকল চুক্তিভিত্তিক রাজ্যের সরকারি কর্মীদের বেতন বাড়িয়েছে। রাজ্য সরকার এই নিয়ে একটি অফিসের বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে যে, কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পের অধীনে চুক্তিভিত্তিক যে সকল কর্মী আইটি ক্ষেত্রে কাজ করেন না, শুধুমাত্র সেই সকল কর্মীদেরই বেতন বাড়ানো হলো।

তারা যেই অফিসার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই অনুসারে, 2020 সালের 16 অক্টোবরে যে সকল কর্মীদের চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়েছিল কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের অধীনে তাদেরই এখানে বেতন বাড়ানো হলো। মূলত কন্যাশ্রী প্রকল্পের Accountand, Date Manager এবং Accountant cum Data Manager পদে থাকা কর্মীদের ও রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা Accountand এবং DEO পদে টাকা কর্মীদের এবার বেতন বাড়ানো হলো। এবার আমরা প্রতিটি পদে কি কি পরিমান বেতন বৃদ্ধি করল সেটা একটা টেবিল আকারে আপনাদের সামনে তুলে ধরলাম –

পদপূর্ববর্তী বেতন (টাকা)এখন বেতন (টাকা)
Accountant15 হাজার21 হাজার
Data Manager11 হাজার16 হাজার
ADM12 হাজার16 হাজার
DEO11 হাজার16 হাজার

এদিকে আবার জানানো হয়েছে যে সকল কর্মীরা 21 হাজার বেতনে কাজে ঢুকবেন, তাদের বার্ষিক Enhancement হবে 800 টাকা । 5 বছর চাকরি করার পর সেটা বাড়বে। 10 বছর চাকরি করা হয়ে গেলে সেই Enhancement এর পরিমাণ হবে 1000 টাকা ও 15 বছর পর 1200 টাকা।

Leave a Comment