কিছুদিন আগে থেকেই বিভিন্ন অনলাইন শপিং অ্যাপ গুলো গ্রাহকদের জন্য অজস্র অফারের সুযোগ এনে দিয়েছিল। জামাকাপড়, ইলেকট্রনিক্স, খাদ্য সামগ্রী ইত্যাদি সমস্থ কিসের ওপরেই চলছিল দারুন ছাড়। আর এদিকে আবার এ বছরই বাজারে লঞ্চ করেছে অ্যাপেল কোম্পানির Iphone 16 । সেটা লঞ্চ করার পর থেকেই বাজারে এসে এটাকে কেনার জন্য ভিড় করছে গ্রাহকরা।
Facebook, Instagram সহ সমস্ত সোশ্যাল মিডিয়াতেই যেন এখন আইকনের অ্যাডভেটাইজমেন্টের ছড়াছড়ি। আর বলে না শখের দাম লাখ টাকা। এরকমই এক ঘটনা চোখে পড়ল সম্প্রতি। একজন স্ক্র্যাপ ডিলার বিভিন্ন রকম ভাঙাচোরা বস্তু, চুল ছেরা, আবর্জনা ইত্যাদি কুড়িয়ে সেগুলিকে বেচে আইফোন কিনেছে । এর আসল ঘটনাটি কি চলুন জেনে নেওয়া যাক।
সম্প্রতি এক মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম তার এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছিল। সেই পোস্টে দেখা যাচ্ছে যে এক অতি দরিদ্র, অত্যন্ত সাদামাটা বলতে গেলে হীরা খোঁড়া জামাকাপড় পড়ে এক ব্যাক্তি হাতে সাদা রঙের আইফোন নিয়ে একটি ভিডিও করেছে। ওই ভিডিওতে ব্যক্তিটি বলেছে যে, আমি বিভিন্ন রকম ভাঙাচোরা জিনিস, চুল ছেরা, আবর্জনা ইত্যাদি বিক্রি করে এটাকে কিনেছি। মুখে চওড়া হাসি নিয়ে তিনি সবাইকে এই আইফোনটি দেখাচ্ছেন ভিডিওতে।
ওই ভিডিওর ক্যাপশনে লেখা ছিল – “বাবার অমূল্য উপহার : বোর্ড পরীক্ষায় ফলাফলের জন্য ছেলেকে 1.8 লক্ষ টাকার iphone উপহার করলেন ভাঙাচোরা এর জিনিসপত্র বিক্রেতা বাবা”। সন্তানের প্রতি বাবার এই ভালোবাসা দেখে নেটিজেনদের অনেকেই বেশ আপ্লুত হয়েছেন। এর ফলেই মূলত এই ভিডিওতে প্রচুর পরিমাণে রিএকশন করেছে। কমেন্ট বক্সে পড়েছে বিভিন্ন ধরনের মন্তব্য। এই ভিডিওতে বলেছেন যে, সন্তানের প্রতি ভালবাসা থাকলে এমনটাই ঘটে। আবারো কেউ কেউ এটাও লিখেছেন যে, বাবা-মা এভাবেই সন্তানদের চিরকাল ভালোবাসেন। সন্তানদের মুখে হাসি দেখতে সমস্ত কিছুই করতে পারেন পিতা-মাতারা। আবারো একজন লিখেছেন, বিশ্বের সেরা বাবা ইনি, খুব মন ভাল করা ভিডিও এটা।