Train Accident: আবারো ঘটলো রেল দুর্ঘটনা। আগরতলায় লাইনচুত্য হয়ে গেল লোকমান্য তিলক এক্সপ্রেস

Train Accident: দেশে ঘটে গেল আবারও এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। দুর্ঘটনায় রেললাইন থেকে ছিটকে পড়ে গেল ট্রেন। গত বৃহস্পতিবার ত্রিপুরার রাজধানী আগরতলার দিকে এগোচ্ছিল। তারপরে আগরতলা ঢোকার আগেই লুমর্ডিং ডিভিশনের ডিবালং স্টেশনের কাছেই লাইনচ্যুত হয়ে গেল লোকমান্য তিলক এক্সপ্রেস।

এই দুর্ঘটনার ফলে ওই ট্রেনের 8টি বগি লাইন থেকে ছিটকে পড়ে গেল বাইরে। কিন্তু এসবের মধ্যে একটা ভালো খবর হলো এখনো পর্যন্ত মৃত্যুর কোন রকম খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার দুপুর 3টে 55 মিনিট নাগাদ আগরতলায় ঘটনাটি ঘটেছে। কি কারনে আবারো এই ঘটনাটি ঘটলো সেটা এখনো পর্যন্ত ধোঁয়াশায় রয়েছে, কোনো স্পষ্ট কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না এখনো পর্যন্ত। তবে ঘটনাস্থলে ইতিমধ্যেই পুলিশ ও উদ্ধারকারী দল শহর ট্রেন পৌঁছেছে। সেখানেই রয়েছেন রেলের সমস্ত উচ্চ পদস্থ কর্মকর্তারা।

আরও পড়ুন: Forbes এর তালিকায় নাম উঠলো কিরণ দত্ত তথা বং গাই এর

লুমডিং বদরপুর লাইনে এসব ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে আপাতত এই দুর্ঘটনার কারণে। রেলের তরফ থেকেই দুর্ঘটনার ফলে জারি করা দেওয়া হয়েছে হেলপ্লাইন। এর আগে হাতে গোনা মাত্র কয়েকটা দিন আগে ঘটে গেছিল আর একটা ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। দ্বারভাঙ্গা এক্সপ্রেস এবং একটি মাল গাড়ির মধ্যে ঘটেছিল এই ঘটনা। তামিলনাড়ু রাজ্যের গুম্মিদিপুন্ডির কাছে কাভারাপেট্টাইতে গত 10 অক্টোবরে এই ঘটনাটি ঘটেছিল। আর তারও মাত্র কিছুদিন আগেই আমাদের এই পশ্চিমবাংলার বুকে ঘটে গেছিল আর এক ভয়াবহ রেল দুর্ঘটনা। সেখানেও প্রাণ হারিয়েছে বহু মানুষ। আমরা ভারতীয় রেল বিভাগের কাছে করজোড়ে আবেদন করছি যেন আপনারা এই রেল দুর্ঘটনা নিয়ন্ত্রণের জন্য সঠিক পরিকল্পনা নেন। কেননা দিন দিন যেভাবে এই রেল দুর্ঘটনা বাড়ছে, কিছুদিন পর হয়তো মানুষ ট্রেনে করে কোথাও যেতে ভয় পাবে।

তামিলনাড়ু ট্রেন দুর্ঘটনায় দেওয়া হেল্পলাইন নম্বর :

03674363123 এবং 03647263126

Leave a Comment