Green Line Metro: অবশেষে চালু হচ্ছে হাওড়া থেকে সল্টলেক মেট্রো। মেট্রো কর্তারা দিলেন বড় আপডেট

Green Line Metro: রাজ্যের East – West মেট্রো প্রকল্পের অধীনে বউবাজার অংশে কাজ শেষ করা এবং তারপরে Esplaned – Sealdah তার সঙ্গে জুড়ে দেওয়ার বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হল। আদৌ এই কাজ সম্পূর্ণ হবে কিনা , সেই বিষয় নিয়ে ইতিমধ্যেই সঞ্চয় তৈরি হয় কলকাতা মেট্রো জেনারেল ম্যানেজার উদয় রেড্ডির বক্তব্যে।

গত শুক্রবার নাগাদ মেট্রো ভবনে সাংবাদ কলকাতা মেট্রো কর্তারা স্পষ্ট করে জানিয়ে দিলেন যে, পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে রয়েছে এখন। মূলত এই জটিল পরিস্থিতির কারণেই এই প্রকল্প কবে চালু হবে? সেই নিয়ে কোনো নির্দিষ্ট সময় দেওয়া সম্ভব নয়। আমরা ইতিমধ্যেই শিয়ালদা থেকে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন জুড়ে দেওয়ার কাজ অত্যন্ত সাবধানতার সঙ্গে সম্পূর্ণ করেছি। পরিস্থিতি সম্পন্ন নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে এখন। কিন্তু বারংবার যেভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, তাতে কবে এই প্রকল্পের কাজ শেষ হবে তার কোন নির্দিষ্ট সময় সীমা আমরা সঠিকভাবেই বলতে পারছি না।

আরও পড়ুন: আরজিকর কাণ্ডে বিচার চায় ব্যারাকপুর কমিশনারের হোমগার্ডের চাকরি নিয়ে টানাটানি

মেট্রো প্রকল্পের কাজ কবে শুরু হবে, কি বলছে মেট্রো আধিকারিকরা

কলকাতা মেট্রো আধিকারিকরা জানিয়েছেন বউবাজারে মেট্রো প্রকল্পের কাজ তিন চারবার বিপর্যয়ের মুখে পড়েছে। কিন্তু ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় এই প্রকল্পের কাজ অনেকটা শেষ হয়েছে।কিন্তু তারপরেও ইঞ্জিনিয়ারদের মাটির নিচের বেশ অনেকটা কাজ করতে অসুবিধা হচ্ছে। মূলত সেই কারণেই এই প্রকল্পের কাজ কবে শেষ হবে, সেটা সঠিক ভাবে বলা যাচ্ছে না। তারফলে স্বাভাবিক ভাবেই জেনারেল ম্যানেজার এর এই বক্তব্যে সংশ্লিষ্ট প্রকল্প অথৈ জলে চলে যাওয়ার সম্ভবনা বাড়ছে বলে মনে করা হচ্ছে ।

এ বছরের শুরুতেই কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার জানিয়েছিলেন যে, 2025 চালের শুরুতে বউবাজার এলাকার ভূগর্ভের কাজ শেষ হয়ে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত জুড়ে দেওয়া হবে। কিন্তু এখন পরিস্থিতি এমন এক জায়গায় পৌঁছে গেছে যে সেটা কবে সম্পন্ন হবে এখন সঠিক সেটা বললা সম্ভব হচ্ছে না।

1 thought on “Green Line Metro: অবশেষে চালু হচ্ছে হাওড়া থেকে সল্টলেক মেট্রো। মেট্রো কর্তারা দিলেন বড় আপডেট”

Leave a Comment