কতদিনের সম্পূর্ণ হবে আরজিকর মেডিক্যালের নারী সুরক্ষার কাজ ? ডেডলাইন দিয়ে দিল রাজ্য ।

আর জি কর মেডিকেল কলেজে গত 9 আগস্ট রাত্রি ঘটে যাওয়া সেই নৃশংস ঘটনার প্রতিবাদে চিকিৎসকদের 10 দফার মধ্যে অন্যতম ছিল Central Referral System । ...

কতদিনের সম্পূর্ণ হবে আরজিকর মেডিক্যালের নারী সুরক্ষার কাজ ? ডেডলাইন দিয়ে দিল রাজ্য ।
Published On:

আর জি কর মেডিকেল কলেজে গত 9 আগস্ট রাত্রি ঘটে যাওয়া সেই নৃশংস ঘটনার প্রতিবাদে চিকিৎসকদের 10 দফার মধ্যে অন্যতম ছিল Central Referral System ।

আরজিকর প্রসঙ্গে মুখ্য সচিব কি বললেন

কিন্তু এই নতুন নিয়মই প্রচুর অসুবিধা হচ্ছে, যেটা নিয়ে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিব প্রশ্ন তুলেছেন। গত শুক্রবার রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবং পূর্ত দপ্তরের সঙ্গে জরুরি বৈঠকে সমস্ত তথ্য বিস্তারিতভাবে জানতে চেয়েছেন রাজ্যের মুখ্যসচিব। ওই বৈঠকে মুখ্য সচিব রাজ্যের স্বাস্থ্য সচিব কে জানতে চেয়েছেন যে, ‘বেশ কিছু পরামর্শ আমাদের কাছে এসেছে এবং সেই পরামর্শের উপর ভিত্তি করেই এই নতুন নিয়মে আরো সংস্কার প্রয়োজন। যুদ্ধকালীন ভিত্তিতে কাজ করতে হবে আপনাদের এবার থেকে। এছাড়াও সর্বোচ্চ আদালত কেউও আমাদের জবাব দিতে হবে। প্রয়োজনে আপনাদের লোকসংখ্যা বাড়িয়ে নিন’।

আরও পড়ুন: বাংলাদেশে ট্রলারসহ ধৃত ৪৮ জন ভারতীয় মৎস্যজীবী

নবান্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, মুখ্য সচিব দায়িত্বপ্রাপ্ত সমস্ত সংস্থাগুলিকে এমনটাই করা বার্তা দিয়েছেন। আগামী 25 অক্টোবর তারিখের মধ্যে আরজিকর বাদে কলকাতার বাকি সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে সমস্ত কাজ শেষ ও কার্যকর হওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে যাবে। CCTV, ওয়াশরুম, রেস্টরুম, অতিরিক্ত লাইট আপাতত এই চারটি কাজ ধার্য করা তারিখের মধ্যেই শেষ করতে হবে সমস্ত মেডিক্যাল কলেজের। অন্যদিকে আবার আরজিকর মেডিক্যালের কাজ 31 অক্টোবরের মধ্যেই শেষ হবে। আজ মুখ্য সচিব – রাষ্ট্রপতি বৈঠকে এমনটা সিদ্ধান্ত দিয়েছেন।

CBI, RG Kar, West Bengal

Leave a Comment