Suvendu Adhikari: হাইকোর্ট অনুমতি দিল উলুবেরিয়াতে আয়োজিত শুভেন্দু অধিকারীর সভা করার। কিন্তু বেঁধে দেওয়া হলো একাধিক শর্ত।

শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট থেকে সভা করার অনুমতি পেলেন শুভেন্দু অধিকারী। সোমবার অর্থাৎ 21 অক্টোবর কলকাতার তরুণ সংঘ ক্লাবের মাঠে হবে এই সভা।

Published On:

Suvendu Adhikari: শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট থেকে সভা করার অনুমতি পেলেন শুভেন্দু অধিকারী। সোমবার অর্থাৎ 21 অক্টোবর কলকাতার তরুণ সংঘ ক্লাবের মাঠে হবে এই সভা।

উলুবেড়িয়ার তরুণ সংঘ ক্লাবে শুভেন্দু অধিকারীর সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি

শুভেন্দু অধিকারী কে তরুণ সংঘ ক্লাবের মাঠে সভা করার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিভাস পট্টনায়েক। কিন্তু অনুমতি দিলেও এর পেছনে বেঁধে দেওয়া হয়েছে প্রচুর শর্ত। উলুবেরিয়ায় সবার জন্য পুলিশ অনুমতি দিচ্ছে না, তার জন্যই অভিযোগ কলকাতা হাইকোর্টের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার শুনানি চলাকালীন শুভেন্দু অধিকারীর আইনজীবী হাইকোর্টে বলেন যে, নেতাজি ক্লাব প্রথমে এই জনসভা করার অনুমতি দিয়েছিল। কিন্তু পরে চাপের মুখে পড়িয়ে সেটা তারা প্রত্যাহার করে নেয়। তারপরেই অনুমতি চাওয়া হয় তরুণ সংঘ ক্লাবের কাছ থেকে।

আরও পড়ুন: কত দিনে সম্পূর্ণ হবে আজকের মেডিকেলে নারী সুরক্ষার কাজ

শুভেন্দু অধিকারী জনসভা করতে পুলিশের অনুমতি চেয়েছিলেন

এই জনসভা করার জন্য পুলিশের কাছেও অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু পুলিশ জানিয়েছিল যে ওই মাঠটি তরুণ সংঘ ক্লাবের নয়। PWD এর মাঠ ওটা। এর আগে রাজাপুর থানার অধীনে ওই মাঠেই সবার অনুমতি দিয়েছিল হাইকোর্ট। কিন্তু কেন প্রশ্ন উঠছে ? এই কেস নিয়ে রাজ্যের তরফে দেওয়া আইনজীবী স্বপন বন্দ্যোপাধ্যায় বলেছেন যে, যে কারো সভা করার অধিকার অবশ্যই রয়েছে। কিন্তু ওই ক্লাবের কোন অধিকার নেই অনুমতি দেওয়ার এই সভার জন্য। কেননা NH 16 রয়েছে এই ক্লাবের পাশেই। মামলাকারী নিরাপত্তা ও ট্রাফিকের অসুবিধাও হবে। দুপক্ষের বক্তব্য শোনার পর সবার জন্য অনুমতি শেষমেষ দেয় কলকাতা হাইকোর্ট।

অনুমতি দিলেও একাধিক শর্ত দিয়েছে হাইকোর্ট

কিন্তু অনুমতির দিলেও একাধিক শর্ত দিয়েছেন এই সভা করার পেছনে হাইকোর্ট। বিচারপতি ও বিভাস পট্টনায়ক এই সভা করার অনুমতি দেওয়ার সময় জানিয়েছেন যে, আগামী 21 অক্টোবর দুপুর 2টো থেকে 6টার মধ্যে এই সভা শেষ করতে হবে শুভেন্দু অধিকারী কে। তবে জনসভার জন্য যেন পার্কিং ও রাস্তায় কোনো প্রভাব না পড়ে সেদিকেও নজর রাখতে হবে তাদেরকেই। আবার ওই জনসভায় 2 হাজার এর বেশি লোকের জমায়েত হওয়া চলবে না। এর পরবর্তীতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি করেন সেটাই দেখার অপেক্ষা।

BJP, High Court, Kolkata Police, Suvendu Adhikari

Leave a Comment