Varanasi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার বারাণসীতে দেশের সবথেকে চওড়া রেল সড়ক যুগ্ম সেতুর শিলান্যাস করতে চলেছেন।

রবিবার উত্তরপ্রদেশের বারানসিতে ভারতের দীর্ঘতম প্রশস্ত রেল সড়ক যুগ্ম সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চলেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

Varanasi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার বারাণসীতে দেশের সবথেকে চওড়া রেল সড়ক যুগ্ম সেতুর শিলান্যাস করতে চলেছেন।
Published On:

Varanasi: আগামী রবিবার অর্থাৎ 20 অক্টোবর উত্তরপ্রদেশের বারানসিতে ভারতের দীর্ঘতম প্রশস্ত রেল সড়ক যুগ্ম সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চলেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ঐদিনই আবার মোদীজি উত্তরপ্রদেশের জন্য 1300 কোটি টাকার 23টি প্রকল্পের শিলান্যাসও করবেন বলে জানানো হয়েছে।

ডবল ডেকার বাসের উদ্বোধন করবেন যোগী আদিত্যনাথ

মূলত তার ফলেই ওই এলাকার মানুষদের জন্য মোদিজীর সম্পর্কে ঘিরে তীব্র উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে ইতিমধ্যেই। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে যে, যোগী আদিত্যনাথ এর উত্তর প্রদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘Signature Double Dekar Bridge’ এর শিলান্যাস করবেন।

কি উদ্দেশ্যে নতুন সেতুর উদ্বোধন হবে

এই রেল সড়ক পথের যুগ্ম সেতুটি বারানসী এবং চণ্ডালী জেলার গঙ্গার উপরে দুই তীরের মধ্যে সংযোগ স্থাপন করবে। এটি হবে ভারতবর্ষের সবচেয়ে প্রশস্ত রেল সড়ক যুগ্ম সেতু। যার উপরে রয়েছে একদম 6 লেনের প্রশস্ত রাস্তা। এই সপ্তাহের শুরুতে, কেন্দ্রীয় মন্ত্রিসভা গঙ্গার ওপর প্রচেষ্টা সেতুর অনুমোদন দিয়েছে। এই প্রকল্পটির জন্য আনুমানিক আয় হিসাব করা হয়েছে প্রায় 2642 কোটি টাকা। যেটা তৈরি করতে সময় লাগবে প্রায় 4 বছর। আত্মনির্ভর ভারত নির্মাণে এই প্রকল্পকে উৎসর্গ করা হয়েছে বলে জানা গিয়ে। এতে পরিবহন ব্যবস্থার আর্থিক প্রগতির গতিকে আরো ত্বরান্বিত করা হবে বলেও আশা দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এছাড়াও এই প্রকল্পের ফলে দেশের প্রায় 10 লক্ষ্য মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান হবে।

আরও পড়ুন: দিল্লি ক্যাপিটালসে দাদার হাতে এলো বড় দায়িত্ব

কেন্দ্রীয় সরকারের এই নতুন প্রকল্প সম্বন্ধে কি বললেন মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ?

কেন্দ্রীয় সরকারের এই নতুন প্রকল্পের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই দীর্ঘতম প্রশস্ত সেতুর ব্যাখ্যা দিয়ে বলেছেন, বর্তমানে যে সেতু রয়েছে সেটা হল মালভিয়া সেতু, যার বয়স হয়ে গিয়েছে, এখন প্রায় 137 বছর। সেতুর মধ্যে এক জোড়া রেলপথ এবং ২ লেন বিশিষ্ট সড়ক পথ যুগ্মভাবে রয়েছে। তবে ক্ষমতার চেয়ে দেড়গুণ ভার বহন করছে এই অতি পুরনো সেতুটি। তাকে সংস্কার করা হবে। এই নতুন রোড এবং রেল যুগ্ম সেতুতে মোট 4টি রেললাইনে এবং একটি 6 লেন বিশিষ্ট জাতীয় সড়ক থাকবে। প্রধানমন্ত্রী মোদীজি নেতৃত্বে অভূতপূর্ব এই সেতুর সংযোগে গঙ্গার দুই পাড়ের মানুষের যাতায়াত বেশ অনেকটাই সুগম হবে বলে আশা রাখছি।”

india, Narendra Modi, varanasi, Yogi Adityanath

Leave a Comment