GST: কেন্দ্রীয় সরকার এবার জীবন বীমা ও স্বাস্থ্যবীমা GST তুলে দেওয়ার পথে আরো একধাপ এগিয়ে চলল। সূত্রে খবর অনুযায়ী জানা গিয়েছে যে, এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রী গোষ্ঠী বা GOM । যেটা তৈরি করেছেন স্বয়ং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
উল্লেখ্য বিষয় যে, লোকসভা ভোটের পর বাংলার মুখ্যমন্ত্রী পদে তৃতীয়বারের জন্য পুননির্বাচিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য বীমার ওপরে GST প্রত্যাহার করার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন। আর সেই চিঠি পাঠানোর কয়েক মাসের মধ্যেই এই পদক্ষেপকে কার্যকর করার পথে কেন্দ্রীয় সরকার একধাপ এগোলো।
মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ও জীবন বীমার উপর থেকে GST তুলে নেওয়ার আবেদন জানিয়েছে
এখনো পর্যন্ত শুধুমাত্র আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য বীমা ও জীবন বীমার উপর থেকে GST তুলে নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন, যেটা নিয়ে ইতিমধ্যেই তুমুল বিতর্ক শুরু হয়েছে শীর্ষ মহলে। মন্ত্রীগোষ্ঠীর সদস্যরা প্রবীণ নাগরিক ছাড়া অন্যান্য গ্রাহকদের ক্ষেত্রে 5 লক্ষ টাকা কভারেজের স্বাস্থ্য বীমা GST মুকুব করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে 5 লক্ষ টাকার বেশি কভারেজের স্বাস্থ্যবিমায় সরকারকে 18% GST দিতে হতো। অন্যদিকে আবার বর্তমানে জীবন বীমার টার্ম পলিসি ও পারিবারিক ফ্লোটার পলিস এর ক্ষেত্রে 18% GST দিতে হয়। এটাও কমিয়া না বা মুকুব করার ব্যাপারে বৈঠকে আলোচনা করেছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: ভারতে বাড়ছে পোশাক থেকে ওষুধ দাম সমস্ত কিছুই
এই প্রসঙ্গে বিহারের উপমুখ্যমন্ত্রী কি বললেন
এই মন্ত্রী নেতৃত্বে রয়েছে বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। তিনি বলেছেন, GOM এর প্রতিটি সদস্য সাধারণ জনতাকে স্বস্তি দিতে চাই। আমরা প্রবীণ নাগরিকদের ওপর বেশি করে নজর রাখছি। চূড়ান্ত রিপোর্ট GST কাউন্সিল এর কাছে জমা করা হবে। তারপর কাউন্সিল সিদ্ধান্ত নেবে। জীবন ও স্বাস্থ্যবীময় জি এস টি কমানোর দাবি দীর্ঘদিন ধরেই উঠেছে। এই পরিস্থিতিতে চলতি বছরের সেপ্টেম্বরে 13 সদস্যের GOM তৈরি করা হয়েছে ইতিমধ্যেই। সূত্রের খবর অনুযায়ী, অক্টোবরের শেষে রিপোর্ট জমা করবে এই মন্ত্রিসভা।