দীপাবলি ও ভাইফোঁটা তে কতদিন বন্ধ থাকছে ব্যাংক । দেখে নিন তালিকা

মাত্র কিছুদিন আগেই উমা বাপের বাড়ি গেলো । যার ফলে বাঙালির মন কিছুটা হলেও ভারাক্রান্ত হয়ে রয়েছে । কিন্তু উমা বলের বাড়ি চলে গেলেও এবার শ্যামার আসার পালা, বাপের বাড়ি ও তার 2 দিন পরেই হবে ভাইফোটা। তারপর আসবেন হেমন্ত ঋতুতে জগদ্ধাত্রী । অতএব বাংলার বুকে এখনো উৎসবের রেশ লেগেই রয়েছে।

কালীপুজোর আগেই 26 অক্টোবর মাসের চতুর্থ শনিবার এবং 27 অক্টোবর রবিবারের কারণে বন্ধ থাকছে দেশের সমস্ত ব্যাংক। কিন্তু কিছু ব্যাংকের ছুটি থাকে দেশের জাতীয় ছুটি কমিশনের অধীনে, আবার কিছু ছুটি থাকে রাজ্যের অধীনে। কিন্তু অবশ্যই ওই সমস্ত দিনেও বন্ধ থাকছে না ব্যাংকের সমস্ত ইন্টারনেট ব্যাংকিং পরিষেবা, অনলাইন ব্যাংকিং, UPI পরিষেবা ও মোবাইল ব্যাংকিং পরিষেবা । তাহলে এবার দেখে নিন কালীপুজো থেকে ছট পুজো অবধি কতদিন বন্ধ থাকছে ব্যাংক , তার একটি সম্পূর্ণ তালিকা ।

আর মাত্র কয়েকটা দিন পরেই হবে কালীপুজো বা দীপাবলি । আর এটি হলো দেশের সমস্ত বৃহত্তম উৎসবগুলির মধ্যে অন্যতম । এটিকে সরকারি ছুটি হিসেবেও গণ্য করা হয় । তারজন্যই ওই দিন দেশের অন্যান্য সমস্ত সরকারি অফিসের পাশাপাশি ব্যাঙ্কেও ছুটি থাকবে।

Icon of the Year অ্যাওয়ার্ড পেলেন ইশা আম্বানি

কোন কোন জায়গায় এবং কতদিন বন্ধ থাকছে ব্যাংক

এরপর 31 অক্টোবর দীপাবলি , কালীপূজা ও সরদার বল্লভ ভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে ব্যাংক ছুটি থাকছে ত্রিপুরা, উত্তরাখণ্ড, সিকিম, মনিপুর, মহারাষ্ট্র, মেঘালয়, জম্মু ও কাশ্মীর ছাড়া দেশের সমস্ত রাজ্যে ব্যাংক ছুটি থাকছে । তারপরে 1লা নভেম্বর দীপাবলি অমাবস্যা / লক্ষী পুজন / দীপাবলি / অন্নকূট / কন্নড় উৎসব ত্রিপুরা, কর্ণাটক, উত্তরাখণ্ড, সিকিম, মনিপুর, জম্মু-কাশ্মীর, মহারাষ্ট্র এবং মেঘালয় থাকছে ব্যাংক বন্ধ। 2রা নভেম্বর দীপাবলি / গোবর্ধন পূজা / বিক্রম সামবন্ত নববর্ষের দিন উপলক্ষে গুজরাট, কর্ণাটক, রাজস্থান, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, সিকিম ও উত্তরাখণ্ডে সমস্ত ব্যাংক বন্ধ থাকবে। এসবের পরে 7 নভেম্বর ছট পুজো (সন্ধ্যা অর্ঘ্য) উপলক্ষে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খন্ড রাজ্যে থাকবে ব্যাংক বন্ধ। 8 নভেম্বর ছট পুজো (প্রভাত অর্ঘ্য), ভাঙ্গালা উৎসব উপলক্ষে বিহার, ঝাড়খন্ড এবং মেঘালয়ে বন্ধ থাকবে ব্যাংক। এছাড়াও দীপাবলীর আগে 26 অক্টোবর, মাসির চতুর্থ শনিবার এবং 27 অক্টোবর রবিবার থাকার কারণে মনে থাকছে দেশের সমস্ত ব্যাংক।

Leave a Comment