NDA: ‘এবার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ঝাড়খণ্ডের সরকার গড়তে চলেছে NDA’ – এমনটাই সাংবাদিক সম্মেলনে মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঝি। তিনি ওখানে আরো বললেন যে, ‘ইন্ডিজোট যখন জোড়ের বাঁধন মজবুত করতেই ব্যস্ত, তখন বিজেপি জয়ের জন্য ঝাঁপিয়ে পড়ছে। তারা প্রচারও শুরু করে দিয়েছে’।
সংখ্যাগরিষ্ঠতা নিয়েই NDA সরকার করা হবে
এছাড়াও সংবাদ মাধ্যম সাক্ষাৎকার দিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী তথা হিন্দুস্থান আওয়াম মোর্চা এর নেতা বলেন যে, ‘সংখ্যাগরিষ্ঠতা নিয়েই NDA সরকার করা হবে, ঝাড়খন্ডে এবার। আমাদের NDA তে সবকিছুই একটি স্লাবে হয়ে যায়। অথচ INDI জোটে এখনো আলোচনা চলছে এই বিষয়ে। প্রথমেই যদি তারা এটা শুরু করে দেয়, তাহলে তার অর্থ হল – তারা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে’ । এই মন্তব্যের উত্তর দিয়ে ওখানকার বিজেপি নেত্রী সীতা সোরেন আবার মন্তব্য করেছেন। তিনি বলেছেন ‘মূলত পরিবর্তন আনার জন্যই ঝাড়খণ্ডের সরকার গড়বে বিজেপি। কেননা দল আমার ওপরে ভরসা রেখেছে, জামতাড়া আসনে প্রার্থীও করছে। এছাড়াও সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমি বিজয়ী হতে কঠোর পরিশ্রম অবশ্যই করবো। ঝাড়খণ্ডের সমস্ত রাজ্যবাসী অবশ্যই বিজেপি সরকারকেই পছন্দ করবেন’ এটা আমি আশা রাখছি।
আরও পড়ুন: LAC তে টহল দেওয়ার বিষয়ে ভারত ও চীনের মধ্যে নতুন চুক্তি হয়েছে
বিজেপি নেত্রী সীতা সোরেন আবার মন্তব্য করেছেন
এছাড়াও ওই বিজেপি নেত্রী আরো বলেছেন যে, ‘রাজ্যের এখন বর্তমান সরকার শুধুমাত্র দুর্নীতি আর অপরাধ ছাড়া কোনো ভালো কৃতিত্বে এদের নাম নেই। রাজ্যের সব বড় বড় প্রধান শহরে দিনের আলো চলছে অপরাধ মূলক কাজকর্ম এই রাজ্য সরকারের রাজত্বে। আমাদের সরকার রাজ্যের ক্ষমতায় আসবে এবং আসার পরেই আসবে রাজ্যে বিরাট বড় পরিবর্তন। ‘ তিনি আরো বলেছেন, ‘প্রথমে তারা যুবকদের ব্যবহার করেছিল। এখন তারা ‘মাইয়া সম্মান যোজনা’র মাধ্যমে মহিলাদের ভোলাতে চাইছে। আগামী ডিসেম্বর মাস থেকে এই সমস্ত প্রকল্প বন্ধ হয়ে যাবে। রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে শুধুমাত্র 3 মাছের টাকা জমা হবে।’
আবার এই বর্তমান বিজেপি নেতা সীতা সোরেন হলেন ঝাড়খন্ড মুক্তি মোর্চার প্রাক্তন বিধায়ক। তিনি আবার হেমন্ত সোরেনের প্রয়াত দাদার স্ত্রী। ঝাড়খন্ড মুক্তি মোর্চা ছেড়ে দিয়ে তিনি গত 19 মার্চ বিজেপিতে যোগদান সীতা সোরেন। এদিকে আবার গত লোকসভা নির্বাচনে দুমকায় প্রার্থীও ছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে তিনি জিততে পারেননি। এবার পদ্ম শিবির ওনাকেই জামতাড়াই প্রার্থী করতে চলেছে। এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো, শনিবারই পদ্ম শিবির ঝাড়খন্ডে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে। যেখানে নাম রয়েছে 66 জন প্রার্থীর। যার মধ্যে আবার নাম দেখা গেছে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন এবং বাবুলাল মারান্ডির। এখন মূল কথা হলো যে, বিজেপি কি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ঝাড়খণ্ডের সরকার গড়তে পারবে ? নাকি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার ঝাড়খন্ডে গড়তে চলেছে NDA, সেটাই দেখার অপেক্ষা !