উমার বাপের বাড়ি ফিরে যাওয়ার ফলে এখনো বাঙালির মন কিছুটা হলেও ভারাক্রান্ত হয়ে রয়েছে। আজ বাঙালির আরেক পুজো কালীপুজো তথা দীপাবলি। আর এই দীপাবলিতে কালীঘাট এবং দক্ষিণেশ্বর এ শ্যামা মাকে দেখার জন্য ভিড় একদম উপচে পড়ে প্রতিবছর। এই ভিড়ের কথা মাথায় রেখে এবার কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ কালী পুজোতে আনতে চলেছে বিশেষ মেট্রো।
কালী পূজা বা দীপাবলীর জন্য মেট্রো কর্তৃপক্ষ বিশেষ উদ্যোগ নিলো
এই নিয়ে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে যে, ‘যেহেতু বৃহস্পতিবার কালীপূজো বা দীপাবলি। আর এই কালী পূজাতে কলকাতা দক্ষিণেশ্বর এবং কালীঘাটে ভক্তদের ভিড় চোখে ধরার মতো। এদিকে আবার কলকাতা শহরের বুকে এমন অনেক বিখ্যাত কালীমন্দির রয়েছে যেখানে কালী পূজোতে চোখ ধাঁধিয়ে দেওয়ার মত ভিড় হয়, সেই সমস্ত বিখ্যাত কালী মন্দির গুলোকে দেখার জন্য অনেকেই ইতিমধ্যেই পরিকল্পনা নিয়ে ফেলেছে। যার ফলে মেট্রো রেলে ভিড় যে অধিক মাত্রায় হবে সে কথা বলাই বাহুল্য। তার জন্য ইতিমধ্যেই কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর এই দুটি মেলে আরো চার জোড়া মেট্রো বৃদ্ধি করার পরিকল্পনা নিয়েছে।
নিম গাছকে কালী হিসেবে পুজো করত ডাকাতেরা। সেই থেকে নাম তার ঝুপো কালী
কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে লাস্ট মেট্রো রেলের সময়সূচী
কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর এই দুই দিক থেকেই রাত্রি 9টা 40 মিনিট নাগাদ শেষ মেট্রো ছাড়তো, কিন্তু কালীপুজোর ভিড়ের কথা মাথায় রেখে ওই সমস্ত দিক থেকে আরও এই মেট্রোরেল বৃদ্ধি করা হয়েছে। কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ তরফ থেকে প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, কালীপুজোর দিন রাত্রি 9টা 40 মিনিট এর পর রাত্রি 11টা 20 মিনিটে মিনিটে পরবর্তী মেট্রো ছাড়তো। কিন্তু কালীপুজোর জন্য বিশেষ করে যে চার জোড়া মেট্রো দেওয়া হয়েছে, এগুলির সময়সূচী হবে – রাত্রি 10টা, 10টা 20 মিনিট, 10টা 40 মিনিট এবং 11টা (কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে), অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে এই স্পেশাল মেট্রো ছাড়বে রাত্রি 9টা 48 মিনিট, 10টা 8 মিনিট, 10টা 28 মিনিট এবং 10টা 48 মিনিটে । এই স্পেশাল মেট্রো দেওয়ার ফলে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ অব্দি অন্যান্য দিনে তুলনায় কম মেট্রো চলবে, বলে জানানো হয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে।
কালীপুজোর দিন শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মোট 90টি মেট্রো চলবে যেটা অন্যান্য দিন চলত 106টা । কিন্তু অবশ্যই কথা লক্ষ্য নিও যে প্রথম এবং শেষ মেট্রোর সময়সূচিতে কোনো রকম পরিবর্তন করা হয়নি। কিন্তু কলকাতা মেট্রোরেলের মুখ্য সচিব কৌশিক মিত্র সংবাদ মাধ্যম সূত্রে সবাইকে জানিয়ে দিয়েছেন যে, ‘মেট্রোরেলের মধ্যে কোনোভাবেই যে কোনো রকম দীপাবলীর আতশবাজি কিংবা অন্যান্য দাহ্য পদার্থ পোড়ানো যাবে না।’