হবে স্মার্ট প্রযুক্তির ব্যবহার ! এবার দেশের জনগণনায় আসতে চলেছে নতুন মোড়

আমাদের দেশের নিয়ম অনুযায়ী প্রতি 10 বছর অন্তর আদমশুমারির মাধ্যমে দেশে জনগণনা করা হয়। শেষবারের মতো জনগণনা হয়েছিল দেশে 2011 সালে। কিন্তু এবার আদমশুমারিতে আসতে ...

হবে স্মার্ট প্রযুক্তির ব্যবহার ! এবার দেশের জনগণনায় আসতে চলেছে নতুন মোড়
Published On:

আমাদের দেশের নিয়ম অনুযায়ী প্রতি 10 বছর অন্তর আদমশুমারির মাধ্যমে দেশে জনগণনা করা হয়। শেষবারের মতো জনগণনা হয়েছিল দেশে 2011 সালে। কিন্তু এবার আদমশুমারিতে আসতে চলেছে এক নতুন মোড়। এবারের জনগণনা হবে ডিজিটাল মাধ্যমকে কাজে লাগিয়ে কেন্দ্র সরকারের নির্দেশানুসারী। সেই নিয়েই গত সোমবার নাগাদ বৈঠকে নতুন আলোচনা শুরু করা হয়েছে। যদি কোনরকম বাধা বিপত্তি না আসে সুতরাং সবকিছু ঠিকঠাক থাকলেই সামনে বছর অর্থাৎ 2025 সালে আবারো দেশে জনগণনা হবে ।

2011 সালের পর 2021 সালে পরবর্তী জনগণনা হওয়ার কথা ছিল কিন্তু করোনা মহামারীর কারণে সে বছর ওটা সম্ভব হয়ে উঠতে পারেনি। যার ফলে সবার মনেই একটা প্রশ্ন ছিল আবার জনগণনা কবে হতে পারে ? 2025 সালে যদি জনগণনা সম্পন্ন হয় তাহলে তারপরের বছর অর্থাৎ 2026 সালে জনগণের সমস্ত তথ্য প্রকাশ করা হবে সরকারের তরফ থেকে।

প্রধানমন্ত্রীর হাত ধরেই হবে এবার ডিজিটাল জনগণনা

অনেকেই গত সোমবারের বৈঠকে দাবি তুলেছেন যে, এ বারের জনগণনায় প্রক্রিয়াগত অনেক রকম পরিবর্তন করা হতে পারে, যেটা মূলত জনগননার প্রক্রিয়াকে আরো স্বচ্ছ করে তুলবে। গোপন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনগণনায় স্বচ্ছতা বজায়ের জন্যই ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করার পরিকল্পনা করেছেন। শুধু জনগণনায় নয় নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হয়ে আসার পর থেকে শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্য ক্ষেত্র, অর্থনৈতিক ক্ষেত্র ইত্যাদি বিভিন্ন জায়গায় ডিজিটাল মাধ্যমের ব্যবহার অত্যাধিক হারে বেড়েছে। যেটা এর আগে কোনো প্রধানমন্ত্রী করে যেতে পারেনি। মূলত তার জন্যেই অনুমান করা হচ্ছে এবারের আদমশুমারিতে প্রধানমন্ত্রীর হাত ধরে আধুনিকতার ছোঁয়া লাগতে পারে।

এবারের দিপাবলীতে অযোধ্যার সরযূ নদীর তীরে জ্বালানো হলো 25 লক্ষের বেশি প্রদীপ

গত সোমবারের বৈঠকে জানানো হয়েছে 2026 সালের মধ্যেই দেশে জনগণনা সম্পন্ন করতে হবেই। কেননা তারপরে রয়েছে লোকসভা নির্বাচনের জন্য সমস্ত লোকসভা গুলিতে পরিকাঠামগত কাজ আবারও শুরু হবে। কেননা 2029 সালে হবে পরবর্তী লোকসভা নির্বাচন। আর তার আগেই পরিকাঠামগত কাজকে সম্পন্ন করে ফেলতে চাইছে সরকার। The Times of India সংবাদ মাধ্যম জানিয়েছে, আসন্ন আদমশুমারিতে আধুনিকতার ছোঁয়া অবশ্যই লাগবে তা নিয়ে কোনো রকম প্রশ্ন নেই। কেননা মোদীজি দিন দিন যেভাবে দেশকে ডিজিটাল করে নিয়ে যাচ্ছে! তার ফলেই এমন বলা সম্ভব হচ্ছে।

শুধু এটাই নয়, গৃহ তালিকা এবং জনগণনা উভয় ক্ষেত্রেই উত্তর দাতা স্ব গননা করার অনুমতি পাবেন বলে জানানো হয়েছে। পরবর্তী আদমশুমারির জন্য সরকারের তরফ থেকে একটি নির্দিষ্ট সরকারি পোর্টালে চালু করার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সেই পোর্টালেই সরকারের তরফ থেকে সমস্ত আদমশুমারি তথ্য দিয়ে দেওয়া হবে, যেটা সাধারণ জনগণ চাইলেই খুব সহজেই নিজের হাতে থাকা ওই স্মার্ট ফোনটার মাধ্যমে দেখে নিতে পারেন। এছাড়াও এবারে জনগণনাতে ধর্মীয় উপসম্প্রদায় গুলিকেও বিশেষ করে চিহ্নিতকরণ করা হবে।

অর্থাৎ পশ্চিমবঙ্গের মতুয়া সম্প্রদায় অথবা কর্ণাটকের লিঙ্গেয়েত সম্প্রদায়ের মতো অসংরক্ষিত শ্রেণীর মানুষদেরও এবারের জনগণনায় চিহ্নিতকরণ করা হবে। কিন্তু আসন্ন জনগণনা তে কি জাতিগত কোনো রকম সমীক্ষা হবে ? সেই নিয়ে প্রশ্ন উঠেছে। কেননা অতীতে দেশের একাধিক বিরোধী রাজনৈতিক দল জাতিগত সমীক্ষার দাবি তুলেছে আদমশুমারির সময়। শুধু তাই নয় NDA নেতা নেতীশ কুমার ও জাতিগত সমীক্ষার উপরে বিশেষ জোর দিয়েছেন। যদিও এব্যাপারে কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত কোনো রকম সিদ্ধান্তে উপনীত হয়নি। তবে সরকার সূত্রে যতদূর খবর পাওয়া যাচ্ছে, এ বারের আদমশুমারি তে জাতিগত সমীক্ষা না হওয়ার সম্ভাবনাটাই বেশি। তবে সাধারণ, তফসিলি জাতি এবং জনজাতির ভিত্তিতে তথ্য সমীক্ষায় জায়গা পেতে পারে বলেও জানা গিয়েছে। যেহেতু এখনো পর্যন্ত জনগণনার সরকারের তরফ থেকে সঠিক তথ্য প্রকাশ হয়নি, সুতরাং সঠিক কি হবে সেটা এখনো পর্যন্ত বলা সম্ভব হচ্ছে না। পরবর্তী যেকোনো রকম আপডেট আমরা পেলে আমরা আপনাদেরকে সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের পোর্টালের মাধ্যমে।

census, india, Narendra Modi, Tech

Leave a Comment