RG KAR: আর জি কর মামলা এবার বাংলা ছাড়িয়ে রাজ্যের বাইরে যেতে চলেছে ! কিন্তু কেনো ?

RG KAR: গত সোমবার সেই 3 মাস আগের আরজিকর মেডিক্যাল কলেজের মহিলা চিকিৎসকের খুন এবং ধর্ষণ মামলায় শিয়ালদা কোর্ট চার্জ গঠন করা হয়েছে। আর সেদিনই ...

RG KAR: আর জি কর মামলা এবার বাংলা ছাড়িয়ে রাজ্যের বাইরে যেতে চলেছে ! কিন্তু কেনো ?
Published On:

RG KAR: গত সোমবার সেই 3 মাস আগের আরজিকর মেডিক্যাল কলেজের মহিলা চিকিৎসকের খুন এবং ধর্ষণ মামলায় শিয়ালদা কোর্ট চার্জ গঠন করা হয়েছে। আর সেদিনই শিয়ালদা আদালত কোর্ট থেকে বেরিয়ে চমকে দেওয়ার মতো নতুন তথ্য সামনে নিয়ে চলে এলেন এই ঘটনায় মূল ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। ওকে যখন আদালত থেকে বার করে নিয়ে পুলিশের পিজন মেনে তোলা হয়, তখন সেখান থেকে ও চিৎকার করে সবাইকে জানাই যে, “আমি কিছু করিনি ! ডিপার্টমেন্ট আমাকে জোর করে সব দিক থেকে ভয় দেখিয়ে ফাঁসিয়েছে। আর এই ঘটনা শোনা মাত্রই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, আরজিকর এর মামলা রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার জন্য। আর তিনি কেন এই কথা বলেছেন, সে নিয়েও বিভিন্ন যুক্তি রেখে দিয়েছেন ইতিমধ্যেই।

আর জি কর মামলার কেস রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার জন্য শুভেন্দু যুক্তি :

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরজিকর মামলার কে রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার জন্যে আবেদন করেছেন। ঠিক কেন তিনি একথা বলেছেন সেই নিয়ে আবার তিনি জানিয়েছেন যে, “আর জি কর ঘটনায় অভয়ার কেসটা যে সমস্ত আইনজীবীরা বর্তমানে লড়ছেন, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা দয়া করে এই কাজটা পশ্চিমবাংলার বাইরে নিয়ে যান। তাহলেই হয়তো আসল সত্যটা উন্মোচন হতে পারে। আর আসল সত্য উন্মোচন হলে এবং সঠিক দোষীরা উপযুক্ত শাস্তি পেলে অভয়ার পরিবারসহ সবাই অত্যন্ত খুশি ও শান্তি পাবে। এছাড়াও আমাদের ডাক্তার-বোন অভয়ার আত্মা শান্তি পাবে। এছাড়াও পশ্চিমবঙ্গ সহ রাজ্যের বাইরের ও অন্যান্য দেশেরও যে সমস্ত মানুষ অভয়ার বিচার চাইছিলেন তারাও কিছুটা হলেও শান্তি পাবেন। আমার একান্ত অনুরোধ দেশের শীর্ষ আদালত যেন আমার এই কথাটা একবার হলেও ভেবে দেখেন।

বলিউডের নামকরা তারকা হয়েও এই 6 জন প্রতিবছর যুক্ত হন ছট পুজোতে

আরজি কর কেস নিয়ে শুভেন্দু অধিকারী আরো উক্তি দেন

ঠিক কেন আমি এ কথা বলছি, সেটাও যুক্তি সহ করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমাদের এই দুর্নীতিগ্রস্ত গুন্ডা রাজ্য সরকারের শাসনকালে পশ্চিমবঙ্গের ব্যাংক ফ্রডের কারণে যে সমস্ত ব্যক্তিরা অভিযুক্ত হিসেবে গ্রেফতার হয়েছিলেন, যাকে ED ধরেছিল। তাদেরকে শুধুমাত্র 15 মাস SSKM উডবার্ন ওয়ার্ডে কাটাতে হয়েছিল। আর সেখানে তারা ওই 15 মাস খুব আরামের মধ্য দিয়েই কাটিয়েছিল। এছাড়াও কালীঘাটের কাকুর ছবিটা আপনারা দেখে নিয়েছেন ইতিমধ্যেই, সেই ছবিতে দেখা যাচ্ছে উনি বাড়ির জামা কাপড় পরেই টিভি দেখছেন, চা খাচ্ছেন, বাড়িতে আরাম করছেন। এছাড়াও দেখেছেন তৃণমূলের কয়েকজন বড় বড় নেতাদের সব দুর্লভ কর্মকাণ্ড। যেমন ধরুন বীরভূমের অনুব্রত মণ্ডল তথা কেষ্ট মন্ডল এর রিপোর্ট কিভাবে ম্যানুফ্যাকচার করা হয়েছে। এছাড়া প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আরো যে সমস্ত তার চ্যালারা রয়েছে, তারা এখনো পর্যন্ত জেলের মধ্যে বসে যখন যা খেতে চাই, যা পড়তে চাই, সেগুলো সমস্তটাই পৌঁছে দেয় তাদের কাছে জেল কর্তৃপক্ষ ।

তাহলে একবার ভেবে দেখুন আমাদের এই বর্তমান দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার ঠিক কতটা নিচে নেমে এরকম কার্যকলাপ করতে পারে। এদিকে আবার জেল সুপার, ডাক্তার, পুলিশ, জেলার সবাই মিলেমিশে এখন দুর্নীতি চালিয়ে যাচ্ছে। সুতরাং আমার কথার মাধ্যমে আমি এটাই বোঝাতে চাইছি যে, এই দুর্নীতি পরায়ণ রাজ্যের কোনো ভাবেই আমাদের অভয়া বোনের সঠিক বিচার হতে পারে না। আর এছাড়াও ধৃত সন্দীপ রায় যে প্রশ্ন ইতিমধ্যে তুলে দিয়েছে সবার সামনে। তার উত্তরও আমাদের এর রাজ্যে কেস থাকাকালীন পাওয়া সম্ভব নয়। ভিন রাজ্যে গেলেই সে প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে।

CBI, High Court, RG Kar, Supreme Court, Suvendu Adhikari

Leave a Comment