Dearness Allowance: সরকারি নিয়ম অনুযায়ী প্রতিবছর কেন্দ্রীয় সরকারের কর্মীদের দুইবার মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়। সেই নিয়ম অনুসারেই কেন্দ্রীয় সরকার গত জুলাই মাস থেকে সমস্ত কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা 50% থেকে বাড়িয়ে 53% করেছে। সেই কারণেই এবার সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে এক নতুন জল্পনা কল্পনা শুরু হয়েছে।
তারা মনে করছে যে এবার হয়তো মূল যে বেতন তারা পায় তার সঙ্গেই মহার্ঘ ভাতা 53% জুড়ে দেওয়া হবে। এর আগে 2004 সাল মহার্ঘ ভাতার অংক 50% ছুঁতেই মূল বেতনের সঙ্গে সেটাই জুড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর এই কারণের বসেও মূলত সবাই মনে করছে আবারো সরকার ওই পথেই হাঁটতে চলেছে। কিন্তু ভারত সরকারের ষষ্ঠ বেতন কমিশনের নির্দেশ অনুসারে জানানো হয়েছে যে, মুল যে বেতন তারা পায় তার সঙ্গে 50 শতাংশের গণ্ডি টপকে গেলেও মূল বেতনের সঙ্গে মহার্ঘ ভাতা যুক্ত করা যাবে না কোনো মতেই।
84 দিনের JIO এর দুর্দান্ত প্ল্যান। কলিং এবং ইন্টারনেটের পাশাপাশি থাকছে OTT
কিন্তু এখন বর্তমানে কেন্দ্রের সমস্ত সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের অধীনে তাদের 53% হারে মহার্ঘ ভাতা পেয়ে থাকে। আর মূলত সেই কারণের জন্যই অনেকেই মনে করছেন যে, তারা যে মূল বেতন পেয়ে থাকে তার সঙ্গে মহার্ঘ ভাতা যুক্ত না হতেও পারে। কিন্তু সে চোখ দিয়ে সরকার কি সিদ্ধান্ত নেবে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। কবে কেন্দ্র সরকার এই নিয়ে আবার নতুন আপডেট দেয় সেটা এখন দেখার অপেক্ষা। আর অনুমান করা হচ্ছে যে, আগামী 2025 সালের মার্চ মার্চ নাগাদ কেন্দ্রীয় সরকার আবারো এই মহার্ঘ ভাতা বৃদ্ধির অফিসিয়াল ঘোষণা করতে পারি বলে অনুমান করা হচ্ছে। সম্ভবত আগামী দোলের আগেই এই সুখবরটা কেন্দ্রে সমস্ত সরকারি কর্মীরা পেয়ে যাবে। কিন্তু ঠিক কত শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধি করা হবে আবার ? সেই নিও কোন সঠিক তথ্য এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি। কিন্তু কেন্দ্রীয় সরকার কত শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধি করবে ? সেই দিকেই এখন সমস্ত কেন্দ্রীয় কর্মচারীরা চেয়ে আছে ? হয়তো আগামী মহার্ঘ পাতায় তাদের আবারো নতুনভাবে কপাল খুলতে পারে।