Mukesh Khanna: নয় এর দশকের সমস্ত প্রজন্মের বাচ্চাদের কাছে “শক্তিমান” হল তাদের শৈশবের দেখা সবথেকে জনপ্রিয় একটি টিভি শো । আর এই শক্তিমান চরিত্রটাকে যিনি সমস্ত মানুষের কাছে বিশেষত বাচ্চাদের কাছে জনপ্রিয় করে তুলেছিলেন, তিনি আর কেউই নন তিনি হলেন জনপ্রিয় অভিনেতা “মুকেশ খান্না”।
তখন তো এখনকার মতো সবার কাছে , যার ফলে এন্টারটেইনমেন্টের একমাত্র উপায় ছিল টিভি কিংবা রেডিও। আর রেডিওতে যেহেতু শুধুমাত্র যেহেতু আওয়াজ শোনা যেত, তার যেন বাচ্চারা খুব একটা এদিকে পছন্দ করত না। টিভিতেই তারা বেশি আনন্দিত হতো। আর তখনকার দিনে প্রতি রবিবার দুপুর 12টা মানেই সবাই মিলে একজোট হয়ে ‘শক্তিমান’ দেখতে বসা । কোনটা দিনে এই শক্তিমান টিভি শো এর এতটাই জনপ্রিয়তা ছিল যে, তখন শক্তিমান যে পোশাক পড়তো সেই পোষাক বিক্রি হতো বাজারে। কিন্তু বেশ অনেকদিন আগেই সেইও বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল মিডিয়ায় খবর চলে যাচ্ছিল যে, আবার নাকি পর্দা ফিরতে চলেছে 90 দশকের নস্টালজিক বাচ্চাদের পছন্দের টিভি শো “টিভি শো” । কেননা কিছুদিন আগেই অভিনেতা মুকেশ খান্নার সোশ্যাল মিডিয়ায় এমনটাই ইঙ্গিত দিয়েছেন। আর যে খবরটা ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়তে এই সৃষ্টি হয়েছে চরম উন্মাদনা।
মুকেশ খান্না তার ভক্তদের জানিয়েছে যে আর মাত্র কিছুদিনের মধ্যেই তিনি শক্তিমান রূপে টিভিতে আবার কাম ব্যাক করবেন। আর এখন আবার প্রকাশে চলে এসেছে শক্তিমানের টিজার এবং পোস্টার। আর যেটা সামনে আসা মাত্রই সকল দর্শক চরম আগ্রহে অপেক্ষা করছে যে তারা কবে আবার তাদের পছন্দের মুকেশ খান্না অভিনীত শক্তিমান কে দেখতে পাবে।
শক্তিমান ফিরছে সেটা ইঙ্গিতে বোঝালেন অভিনেতা মুকেশ খান্না :
কিংবদন্তি অভিনেতা মুকেশ খান্না তার instagram এ প্রোফাইলে একটি ছবি ও একটি পুরনো ভিডিও শেয়ার করে তার ক্যাপশনে লিখে দিয়েছেন যে “শক্তিমান ফিরছে। তার ফিরে আসার সময় হয়েছে। আমাদের প্রথম ভারতীয় সুপার টিচার ও সুপার হিরো। অন্ধকার এবং খারাপ সময়ের প্রভাব শিশুদের ওপর ভীষণভাবে পড়ছে। যার ফলেই আবারো শক্তিমান ফিরতে চলেছে। কিন্তু এবারই শক্তিমান ঠিক চেয়ে বেশ অন্যরকম একটা বার্তা নিয়ে। আজকের প্রজন্মের জন্য শক্তিমান কে ভীষণই প্রয়োজন। আমরা উনাকে করজোড়ে স্বাগত জানাচ্ছি যেন সেটা যতটা শীঘ্র সম্ভব আনা সম্ভব হয়।
কিছুদিন আগে যখন ইউটিউবে শক্তিমানের টিজার প্রকাশিত হয়েছিল। সেখানে দেখা গেছে অভিনেতা মুকেশ খান্না শক্তিমান রূপে একটি কুলে উড়ে বেড়াচ্ছেন এবং অনেক স্বাধীনতা সংগ্রামীদের ছবির সামনে দাঁড়িয়ে গান গাইছেন। আর এটা দেখামাত্রই নয় দশকের সমস্ত প্রজন্মের ছেলেদের কাছে মনে পড়ে গেছে সেই ছোটবেলার মন মুগ্ধকর স্মৃতি। এতদিন পর শক্তিমান যেত ফিরছে, এটা যে আসার পর দর্শকদের মনে চিরকালের জন্য বাসা বাঁধবে সে কথা বলাই বাহুল্য।
এই “শক্তিমান” টিভি শো টি প্রথম দূরদর্শনে প্রচারিত হয়েছিল 1997 সালে । তখন প্রতি রবিবার দুপুর 12টা থেকে দেখানো হতো এটি। পরে অবশ্য রাত্রি 9টা থেকে রিপিট টেলিকাস্ট করা হয়েছিল। দীর্ঘ 8 বছর ধরে চলা এই জনপ্রিয় শো টির প্রায় সাড়ে চারশোটি এপিসোড রয়েছে। ৯০ এর দশকে শক্তিমান ভারতের প্রথম সুপার হিরো হিসেবে রহস্যময় এবং অলৌকিক শক্তি নিয়ে এসেছিল সমস্ত মানুষের মনে। বিশ্বে সমস্ত শিব শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য বেছে নেওয়া হয়েছিল তাকে। আর অভিনেতা মুকেশ খান্নার মনোমুগ্ধকর অভিনয়ে তখনকার দিনে শক্তিমান সবার মনে এক অদ্ভুতভাবে জায়গা করে নিয়েছিল। কিন্তু আমরা কেহ সমস্ত ভারতবাসী অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি কবে এই শক্তিমান আবারো পর্দায় ফিরবে।