IRCTC New Rules 2024: ভারতীয় রেল বদল করলো টিকিট বাতিলের নিয়ম। রিফান্ডে কত টাকা পেতে পারেন এবার !

IRCTC New Rules 2024: ভারতীয় রেল হল পৃথিবীর সবথেকে যাত্রীপূর্ণ রেল ব্যবস্থা। যেখানে প্রতিদিন লক্ষাধিক মানুষ যাতায়াত করে। আর যেহেতু অল্প খরচে অনায়াসে বিভিন্ন জায়গাতে ...

IRCTC New Rules 2024: ভারতীয় রেল বদল করলো টিকিট বাতিলের নিয়ম। রিফান্ডে কত টাকা পেতে পারেন এবার !
Published On:

IRCTC New Rules 2024: ভারতীয় রেল হল পৃথিবীর সবথেকে যাত্রীপূর্ণ রেল ব্যবস্থা। যেখানে প্রতিদিন লক্ষাধিক মানুষ যাতায়াত করে। আর যেহেতু অল্প খরচে অনায়াসে বিভিন্ন জায়গাতে যেতে পাওয়া যায়, তারপরে গরিব থেকে বড়লোক সবার কাছেই রেল ব্যবস্থা হল অত্যন্ত ভরসার একটি যোগাযোগ ব্যবস্থা।

আর যদি দূরপাল্লা কোন যাত্রা করতে হয় তাহলে বেশিরভাগ যাত্রী রিজার্ভেশন টিকিট করে যাওয়াটাই পছন্দ করেন। কেননা জেনারেল সিটে বসতে পাওয়া যাবে কিনা, সে ভরসা এখন আর ভারতীয় রেলে পাওয়া যায় না। কারণ দেশের জনসংখ্যাটা এখন অত্যন্ত বেশি।

রিজার্ভেশন টিকিট করার সময় অনেক ক্ষেত্রে দেখা গেছে যাত্রীরা ভারতীয় রেলের উপর প্রচন্ড রাগারাগি করে, কেননা বহুদিন ধরে অপেক্ষা করার পরও যাত্রীরা কনফার্ম রিজার্ভেশন টিকিট পাইনা। যার ফলে বিভিন্ন সময় বাতিল করতে হয় তাদের টিকিট।

আর টিকিট বাতিলের জন্য ভারতীয় রেল নিয়ে এলো এবার নতুন নিয়ম। সুতরাং আপনি যদি রেলের একজন প্রতিদিনের যাত্রী হয়ে থাকেন কিংবা রেলে আগামী দিনে দূরপাল্লার কোনো যাত্রা করবেন বলে ভাবছেন। তাহলে অবশ্যই আমাদের আজকের এ প্রতিবেদনটি দেখে নিন। না হলে কোন কারণে যদি টিকিট বাতিল করতে হয় তাহলে রিফান্ডের বিষয়টা আপনার অজানাই থেকে যাবে।

নতুন বছরেই সরকারি কর্মীদের বাড়তে চলেছে DA

IRCTC টিকিট বাতিলের নয়া নিয়ম :

ভারতীয় রেল এবার রিজার্ভেশন এর টিকিট ক্যানসেল করার ওপরে যে রিফান্ড টাকা পাওয়া যায়, তার উপরে লাগু করল নতুন এক নিয়ম। সে নিয়মানুসারে আপনি যদি কনফার্ম টিকিট থাকে এবং ট্রেন ছাড়ার 48 ঘন্টা আগে টিকিট বাতিল করে দেন, তাহলে আপনাকে বাতিল করার দরুন কিছু টাকা দিতে হবে ভারতীয় রেলকে। আর সেই পরিমানটা নির্ভর করবে আপনার টিকিটের ক্লাসের ওপর। এবার তাহলে সে বিষয়টা একটু দেখে নিন –

টিকিটের ক্লাস রিফান্ড টাকার পরিমাণ

এসি ফার্স্ট/এক্সিকিউটিভ ক্লাস 240 টাকা (+GST)
প্রথম শ্রেণি এসি 2 টায়ার 200 টাকা (+GST)
স্লিপার ক্লাস 200 টাকা (+GST)
দ্বিতীয় শ্রেণি 60 টাকা (+GST)

বিশেষ কিছু নিয়ম :

01. RAC টিকিট যদি আপনি কেটে থাকেন তাহলে সেটা বাতিল করলে কোনো টাকা ফেরত পাওয়া যাবে না।

02. ট্রেন ছাড়ার 12 থেকে 14 ঘন্টা আগে টিকিট কেটে ফেললে AC ক্লাসে 50% ভাড়া ও তার সাথে জিএসটি দিতে হবে।

03. ট্রেন ছাড়ার 4 ঘন্টা আগে টিকিট বাতিল করলে কোনো টাকা ফেরত পাওয়া যাবে না।

Ashwini Vaishnaw, india, indian railway, IRCTC

Leave a Comment