Ratan Tata: গত অক্টোবরের 9 প্রয়াত হয়েছেন কিংবদন্তি শিল্পপতি মাননীয় রতন নাভাল টাটা মহাশয়। আর এখনো পর্যন্ত আমাদের সবাই শোকস্তব্ধ হয়ে রয়েছে। কেননা তিনি ছিলেন ভারতবর্ষের একজন সত্যিকারের শিল্পপতি এবং ভারতবর্ষের একজন সত্যিকারের রত্ন। এবার সেই কিংবদন্তি শিল্পপতি রতন নাভাল টাটার বিশেষ পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে।
গত মঙ্গলবার কলাব করল টাটা গ্রুপের দুই চমৎকার ভিস্তরা এবং এয়ার ইন্ডিয়া। কিন্তু ঠিক কেন হঠাৎ এরা দুজনে একত্রিত হল সেই বিষয়টা আমরা আপনাদেরকে জানাবো এবং এর সঙ্গে এটাও জানাবো রতন টাটার সেই স্বপ্ন যেটা এখন বাস্তবায়িত হতে চলেছে আর কিছুদিনের মধ্যেই।
রতন টাটার বাস্তবায়িত হতে চলা স্বপ্ন :
2022 সালে জানুয়ারিতে টাটা গ্রুপ দায়িত্ব নিয়েছিল ভারতের এয়ার ইন্ডিয়া সংস্থার। আর তারা এই সংস্থার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে একদম মাত্র কয়েক দিনের ব্যবধানের মধ্যেই বদলে গিয়েছিল পুরো টাটা গ্রুপের ইন্টারফেস। প্রচুর উন্নতি হয়েছিল টাটা গ্রুপের হাত ধরে এয়ার ইন্ডিয়ার। শুধু এটাই নয় সেই সময়ে বিমান কোম্পানি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সাথে সংযুক্তিকরণ ঘটেছিল এয়ার এশিয়া ইন্ডিয়া এর।
আর এবারে শিল্পপতি রতন টাটার পরিকল্পনাতেই সংযুক্তি করন ঘটলো এয়ার ইন্ডিয়া এবং ভিস্তারার। এখন থেকে 10 বছর আগে অর্থাৎ 2014 সালে তৈরি হয়েছিল টাটা ভিস্তারা সংস্থা। এদিকে 2022 এ কেন্দ্রের ডাকা নিলামে ওই গ্রুপ কিনে নেয় এয়ার ইন্ডিয়া কে। আর তারপরেই সংযুক্তি করেন ঘটে এই দুই বিশ্ব বিখ্যাত সংস্থার।
ভারতীয় রেল বদল করলো টিকিট বাতিলের নিয়ম। রিফান্ডে কত টাকা পেতে পারেন এবার
এদিকে আবার এই সংযুক্তিকরণ প্রক্রিয়ার মধ্যেই শুরু হয়েছে উভয় সংস্থার কর্মীদের বেতন এবং কাজের প্রক্রিয়ার সমতা আনার পদক্ষেপ। কিন্তু এসব কাজের মধ্যেও সমস্যা তৈরি হয়েছিল পাইলটদের বয়স ইত্যাদি সংক্রান্ত বিষয় নিয়ে। এবার এই দুটি সংস্থার সংযুক্তিকরণ ঘটে গেলে তাদের নাম থাকবে কিন্তু এয়ার ইন্ডিয়া।
আবার আরেকটা বিষয় হলো ভিস্তারায় সমস্ত বিমানের নম্বর থাকবে 4 অংকের এবং যে নাম্বারগুলি শুরু হবে 2 থেকে। আর এই নতুন নিয়ম লাভ করার উদ্দেশ্যে গত মঙ্গলবার একটি প্রেস কনফারেন্স করা হয়েছে এয়ার ইন্ডিয়ার তরফ থেকে। সেই কনফারেন্সটি বলা হয়েছে যে, টাটা গ্রুপের এই দুই সংস্থার সংযুক্তিকরণের ফলে যে নতুন সংস্থা গঠিত হবে সেই সংস্থা বিদেশি বিমানবন্দরে মোট 5600 এর বেশি সাপ্তাহিক উড়ানের পরিচালনা করবে।এর পাশাপাশি 90টিরও বেশি বিমান অভ্যন্তরীণ উড়ান পরিচালনা করবে।
এছাড়াও সেই কনফারেন্সে জানানো হয়েছে আপাতত শুধুমাত্র 208টি বিমান থাকবে এই সংস্থার ব্যবহারের জন্য। এবার দেখার অপেক্ষায় এই নতুন উদ্যোগ কতটা বাস্তবায়িত হচ্ছে। আর এই বাস্তবায়ন হলে টাটা গ্রুপের প্রাক্তন CEO রতন নাভাল টাটা এর আত্মা শান্তি পাবে। তিনি ছিলেন ভারতবর্ষের একজন সত্যিকারের রতন, যিনি সুখে দুঃখে সব সময় ভারতবর্ষের সাধারণ জনগণের পাশে থেকে। তিনি টাটা গ্রুপের উচ্চ পদে থাকাকালীন কোম্পানির মোট আয়ের 66% দেশের উন্নয়নের জন্য সরকারের কাছে দান করে দিতেন।