Black mamba: এই সাপের এক ছোবলেই হয়ে যেতে পারেন ছবি। কোথায় থাকে এ বিষধর সাপটি জেনে রাখুন

Black mamba: আমরা ছোটবেলা থেকেই জেনে আসছি পৃথিবীর সব থেকে ভয়ানক সাফ হচ্ছে অ্যানাকোন্ডা সাপ। যেটি নাকি একবারে একটা সম্পূর্ণ বড় মানুষকে গিলে খেয়ে নিতে ...

Black mamba: এই সাপের এক ছোবলেই হয়ে যেতে পারেন ছবি । কোথায় থাকে এ বিষধর সাপটি জেনে রাখুন
Published On:

Black mamba: আমরা ছোটবেলা থেকেই জেনে আসছি পৃথিবীর সব থেকে ভয়ানক সাফ হচ্ছে অ্যানাকোন্ডা সাপ। যেটি নাকি একবারে একটা সম্পূর্ণ বড় মানুষকে গিলে খেয়ে নিতে পারে। আর সব থেকে বিষধর সাপের কথা বলতে গেলে, সবার আগেই মনে পড়বে, সেই ছোট্টবেলায় পড়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের “চাঁদের পাহাড়” উপন্যাসে উল্লেখিত ব্ল্যাক মাম্বা সাপের কথা। কিন্তু অনেকেই হয়তো জানেন না, এই ব্ল্যাক মাম্বা যে ব্যক্তিকে শুধুমাত্র একবার ছোবল মারে, সে না চাইতেও এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হতে পারে। আমরা এই প্রতিবেদনে এই ব্ল্যাক মাম্বা সম্পর্কিত আরো সম্পূর্ণ বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম।

বিশ্বের সবথেকে বিষধর সাপ “ব্ল্যাক মাম্বা” :

এখন বর্তমানে বিশ্বের সবথেকে বিষধর সাপ হলো “ব্ল্যাক মাম্বা” সাপ। যার একটা মাত্র ছোবল যে কাউকে মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা WHO এর রিপোর্ট অনুসারে, এখন বর্তমান বিশ্বে প্রতিবছর মোট প্রায় 54 লক্ষ মানুষ সাপের ছোবল খায়। আর প্রতিবছর মৃত্যু হয় সাপের দংশনের ফলে প্রায় দেড় লক্ষ মানুষের । প্রতিবছর যে লক্ষ মানুষের সাপের দংশনের ফলে মৃত্যু হয়, তার মধ্যে 20% মানুষ প্রাণ হারায় এই বিষধর ব্ল্যাক মাম্বা সাপের ছোবলে। এই বিষধর সাপটির মাত্র এক থেকে দু ফোটা বিষই যথেষ্ট একটা পূর্ণ বয়স্ক মানুষকে ইহলোকের মায়া ত্যাগ করাতে। আর এই বিষধর ব্ল্যাক মাম্বা সাপটি আফ্রিকার জঙ্গল ছাড়াও নামিবিয়া, জাম্বিয়া, জিম্বাবুয়ে, কেনিয়া, ইথিওপিয়া, সোয়াজিল্যান্ড, মোজাম্বিক, উগান্ডা এবং অ্যাঙ্গোলা দেশে দেখতে পাওয়া যায়।

পকেটে পয়সা না থাকা সত্ত্বেও কিভাবে শুরু হয়েছিল সুরজিৎ এর ভূমি ব্যান্ড

কিন্তু ভালো কথা এর মধ্যে এটা যে, এখনো পর্যন্ত আমাদের ভারতের মাটিতে এই বিষধর সাপটি দেখা মেলেনি। এই ব্ল্যাক ম্বার সাপের বৈশিষ্ট্য প্রথম ব্যাখ্যা করেছিলেন ব্রিটিশ প্রাণীবিদ অ্যালবার্ট জ্ঞানথার 1864 সালে । এই ব্ল্যাক মাম্বা সাপটার গায়ের রং হলো, হলদে বাদামী, ধূসর বা খাকি রংয়ের। এই সাপটি খুব বেশি আকারে বড় হয় না, মূলত তার এই সব থেকে শক্তিশালী হওয়ার কারণেই পৃথিবীতে সবার কাছে পরিচিত এই সাপটি। এখনো পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবথেকে দীর্ঘজীবী ব্ল্যাক মাম্বা সাপটি 14 বছর পর্যন্ত বেঁচেছিল। তবে গবেষকদের তথ্য অনুযায়ী একটা পূর্ণ বয়স্ক ব্ল্যাক মাম্বার গড় আয়ু 14 বছরে থেকেও বেশ অনেকটাই বেশি। তাহলে বুঝতে পারলেন তো, এই ব্ল্যাক মাম্বা সাপটি কতটা বিষধর। কিন্তু আপনার ভয়ের কোনো কারণ নেই, কেননা আমাদের এই ভারতের মাটিতে এই চাপের এখনো পর্যন্ত দেখা মেলেনি এবং ভবিষ্যতেও যে দেখা মিলবে না সেটা বলাই যায়।

Black mamba, others news

Leave a Comment