Sunita Williams: সম্প্রতি মহাকাশ থেকে সুনিতা উইলিয়ামসের একটি ছবি নাসাতে এসে পৌঁছেছে। সেখানে দেখা যাচ্ছে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনিতা উইলিয়ামসের অদ্ভুতভাবে ঘটছে স্বাস্থ্যের অবনতি। দেখা যাচ্ছে একদম হু হু করে ওজন কমে যাচ্ছে ওনার, কিন্তু ঠিক কি কারনে কমছে তার ওজন ? তার কোন সঠিক উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আর সুনিতার এই অদ্ভুতভাবে ওজন কমে যাওয়ার ফলে মূলত এক চরমতম দুশ্চিন্তার কবলে পড়েছে আমেরিকান মহাকাশ গবেষণা কেন্দ্র তথা NASA । যে ছবি তাদের কাছে এসেছিল সেটা ইতোমধ্যে এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।
হু হু করে ওজন কমছে সুনিতা উইলিয়ামসের
ওই ছবিতে দেখা যাচ্ছে যে, মহাকাশচারী উইলমোর এর সঙ্গে গল্প করছেন সুনিতা উইলিয়ামস এবং উইলমোর রান্না করছেন। সূত্রের খবর অনুযায়ী সুনিতা উইলিয়ামসের গত কয়েক মাসে বেশ কয়েক কিলোগ্রাম ওজন কমে গেছে। নাসার এক বিজ্ঞানী নিউজ মাধ্যমে জানিয়েছে, সুনিতার যে ছবি আমরা পেয়েছিলাম সেটা দেখে সবাই আমরা একদম আঁতকে উঠেছি। তার স্বাস্থ্যের অবনতি আমাদেরকে মূলত প্রচন্ড দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। ওই বিজ্ঞানী জানিয়েছে যখন ওনারা দুজনে মহাকাশে পাড়ি দিয়েছিল তখন সুনিতার ওজন ছিল 140 কেজি । এখানে একটা কথা হচ্ছে যে দীর্ঘদিন ধরে মহাকাশযানে ডায়েট মেইন্টেইন করার ফলে তাদের খাবারে যথেষ্ট ক্যালরির অভাব ঘটেছে। ওখানে যে সমস্ত ডাক্তাররা রয়েছে তারা জানিয়েছে ওদের শুধুমাত্র উপযুক্ত ক্যালরিযুক্ত খাবার খেলেই স্বাস্থ্যের পুনরাবৃত্তি ঘটতে পারে। আর সুনিতা এই মহাকাশযানে রয়েছে সেখানে আর শুধুমাত্র 4 মাসের উপযুক্ত খাবার আছে ।
![](https://bongbarta.com/wp-content/uploads/2024/11/Sunita-Williams.webp)
আগামী ফেব্রুয়ারি মাস নাগাদ পৃথিবীতে ফিরতে পারে সুনিতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোর
এদিকে আবার গত জুন মাস নাগাদ ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার তথা আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র তে গিয়েছিলেন সুনিতা এবং উইলমোর। তারা মূলত গিয়েছিলেন নাসার বোয়িং ক্রু ফ্লাইট টেস্টের অংশ হিসেবে। আর সেখানে যাওয়াটাই মূলত ওদের জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে এখন। তারা যখন ফিরে আসা চেষ্টা করে তখন দেখা যায় তাদের মহাকাশযানটিতে বেশ একটা গুরুতর গোলযোগ দেখা দিয়েছে। যার ফলে গত 150 দিন ধরে সেখানেই আটকে রয়েছেন তারা। পৃথিবীতে ফেরা হচ্ছে না ওদের এখন আর। নাসার তরফ থেকে জানানো হয়েছে আগামী বছর ফেবরুয়ারী মাস নাগাদ সুনিতা এবং উইলমোর পৃথিবীতে ফিরতে পারে। কিন্তু এখনো পর্যন্ত যেহেতু ওদের মহাকাশযান ঠিক হয়নি এবং এখন বর্তমানে সুনিতারও স্বাস্থ্যের বেশ অনেকটাই অবনতি হয়েছে । তার ফলে পৃথিবীতে ওনারা দুজনে সুস্থ ভাবে ফিরতে পারবেন কিনা, সেই নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।