Border Gavaskar: নিউজিল্যান্ডের কাছে হারের পর টিম ইন্ডিয়া পড়েছে চরম সমালোচনার মুখে

Border Gavaskar: সম্প্রতি গত 3রা নভেম্বর শেষ হয়েছে ভারত বনাম নিউজিল্যান্ডের তিন ম্যাচের টেস্ট ক্রিকেট ম্যাচ সিরিজ। যেখানে ভারত নিউজিল্যান্ড এর কাছে অত্যন্ত খারাপ ভাবে ...

Border Gavaskar: নিউজিল্যান্ডের কাছে হারের পর টিম ইন্ডিয়া পড়েছে চরম সমালোচনার মুখে
Published On:

Border Gavaskar: সম্প্রতি গত 3রা নভেম্বর শেষ হয়েছে ভারত বনাম নিউজিল্যান্ডের তিন ম্যাচের টেস্ট ক্রিকেট ম্যাচ সিরিজ। যেখানে ভারত নিউজিল্যান্ড এর কাছে অত্যন্ত খারাপ ভাবে 3-0 তে হেরে গেছে। আর এই হারের পরেই ক্যাপ্টেন রোহিত শর্মা সহ গোটা ভারতীয় ক্রিকেট দল তীব্র সমালোচনার মুখে পড়েছে। এই সমালোচনায় অংশ নিয়েছেন প্রাক্তন বহু ক্রিকেটার সহ অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা। আর এই তালিকায় এখন নতুন নাম জুড়ে গিয়েছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার এর।

বর্ডার গাভাস্কারের টেস্ট ক্রিকেট ম্যাচে সুনীল গাভাস্কার নিষ্ঠুর মন্তব্য করেছেন

কেননা চলতি নভেম্বর মাসেই ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে হবে বর্ডার গাভাস্কারের 5 ম্যাচের টেস্ট ক্রিকেট ম্যাচ সিরিজ। যার মধ্যে অন্ততপক্ষে 4টি ম্যাচ ভারতকে জিততেই হবে, তবেই ক্যাপ্টেন রোহিত শর্মার টিম ইন্ডিয়া, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনালে উঠতে পারবে। এই নিয়ে ভারতীয় প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কার অত্যন্ত নিষ্ঠুরভাবে মন্তব্য করে বলেছেন যে, এখন টিম ইন্ডিয়ার পক্ষে WTC এর ফাইনালে যাওয়া কার্যত অসম্ভব হয়ে পড়েছে। কেননা ভারত এই টেস্ট ক্রিকেট ম্যাচে কোনোভাবেই অস্ট্রেলিয়াকে হারাতে পারবে না । আর সেটা যদি কোনো মতে হয়ে যায় তাহলে সবথেকে বেশি আমিই অবাক হব। কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি অনুযায়ী অস্ট্রেলিয়াকে 4-1 কিংবা 4-0 তে হারানো প্রায় অসম্ভব। আমি মনে করি এখন টিম ইন্ডিয়াকে ওই সিরিজের প্রতিটি ম্যাচ অনুযায়ী ধীরে ধীরে এগোনো উচিত। কেননা এই টেস্ট ম্যাচ সিরিজটা দেশের মাটিতে হবে না। বিদেশের ওই কঠিন পিচে অস্ট্রেলিয়ার মত বাঘা টিমের প্লেয়ারদের হারিয়ে টেস্ট ম্যাচ জেতাটা বেশ অনেকটাই কঠিন। আর ভারত যদি সেটা না করে বিদেশের মাটিতে তাহলে টিম ইন্ডিয়ার বিদেশের মাটিতে মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা হবে।

এর আগে ভারতকে লাস্ট ম্যাচে শেষবার হারিয়েছিল 2014-15 এর মরশুমে। আর তারপর গত দশ বছরে ভারতের কাছে বর্ডার গাবাস্কার ট্রফির প্রতিটি সিরিজে অস্ট্রেলিয়া ভারতের কাছে 2-1 ব্যবধানে হেরেছে। সুতরাং সেই পরিসংখ্যান অনুযায়ী, বর্ডার গাভাস্কার ট্রফিতে একটু এগিয়েই শুরু করার কথা টিম ইন্ডিয়ার। কিন্তু হঠাৎই নিউজিল্যান্ডের কাছে এই চরম হারের পর মুহূর্তের মধ্যে গোটা বিষয়টায় পাল্টে গিয়েছে। যার ফলে টিম ইন্ডিয়া কিছুটা হলেও নড়বড় হয়ে গিয়েছে।

এই প্রসঙ্গে সুনীল গাভাস্কার কি বললেন

সানি অর্থাৎ সুনীল গাভাস্কার এর দাবি, টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনালে কথা ভেবে ভারতের উচিত সিরিজ জয়ের দিকে মন দেওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে। কিন্তু এই সিঁড়ির জয় দিকে ভারতীয় দল মরিয়া যতই হোক না কেনো, এই সিরিজের জয়টা কিন্তু মোটেও কোনো মতেই সহজ হবে না। এই নিয়ে আবার অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেট কিপার ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট বলেছেন, যদি একটা সিরিজ হারের প্রভাব পরবর্তী সিরিজে পড়ে তাহলে ভারত নিউজিল্যান্ড এর কাছে যে সিরিজটা হেরেছে তার প্রভাব অবশ্যই ভারত বনাম অস্ট্রেলিয়ার সিরিজে পড়বে। এখন বর্তমানে ভারতীয় দলের প্লেয়াররা রয়েছে কঠিন সমালোচনার মুখে, যার ফলে তাদেরকে সহজে হারানো যাবে বলে দাবীও করেছেন গিলক্রিস্ট।

এছাড়াও তিনি আরও একটা কথা বলেছেন যে, ভারত শেষবারের মতো কবে নিজেদের ঘরের মাঠে এমন বিপর্যয়ের মুখে পড়েছিল সে কথা মনে করতে পারছেন না তিনি। তার জন্য অনেক আগে থেকেই এবার ভারতীয় দল অস্ট্রেলিয়ায় প্লেয়ার পাঠাতে শুরু করেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের যে দল খেলবে সেখানে আবার তরুণ কয়েকজন প্লেয়ারের নামও নথিভুক্ত হয়েছে। তার মধ্যে হল অভিমুন্য ঈশ্বরন, প্রসিদ্ধ কৃষ্ণ, নিতিশ কুমার রেড্ডি, ধ্রুব জুরেল ইত্যাদি। যেহেতু পায়ের চোট এখনো পর্যন্ত মোহাম্মদ সামির সেরে উঠেনি তার জন্য তিনি এই দলে জায়গা পাননি।

মোহাম্মদ শামী নাকি আর লাল বল খেলবেন না

এমনকি গুজব উঠেছে যে, 229 টি উইকেট শিকার করা এই স্পিড মোহাম্মদ শামী নাকি আর লাল বল খেলবেন না। মূলত সাদা বলের ম্যাচে তিনি এবার মনোনিবেশ করতে চলেছেন। এই ভারত বনাম অস্ট্রেলিয়া বর্ডার গাবাস্কার ট্রফিতে শুধুমাত্র দলই নয়, প্রধান গৌতম গম্ভীরেরও এটা অগ্নিপরীক্ষা হতে চলেছে। দলের মধ্যে কানাঘুষো, বর্তমান পরিস্থিতিতে এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হয়ে উঠতে পারেন খলনায়ক। গৌতম গম্ভীরের ভারতীয় দলে প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর, মোট 3টি টেস্ট ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া। এগুলি হল বাংলাদেশ, শ্রীলংকা এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে।

Border Gavaskar, Cricket, Rohit Sharma, Sports, Sunil Gavaskar

Leave a Comment