রাতারাত হঠাৎই পাল্টে গেল UPI লেনদেনের সমস্ত নিয়ম। কোনো ক্ষতি হবে না তো এতে

UPI: আমাদের এই দেশে এখন অনলাইন পেমেন্টের সব থেকে বড় এবং জনপ্রিয় মাধ্যম হল Unified Payment Interface বা UPI । এখন কিছু বছরে এই অনলাইন ...

রাতারাত হঠাৎই পাল্টে গেল UPI লেনদেনের সমস্ত নিয়ম। কোনো ক্ষতি হবে না তো এতে
Published On:

UPI: আমাদের এই দেশে এখন অনলাইন পেমেন্টের সব থেকে বড় এবং জনপ্রিয় মাধ্যম হল Unified Payment Interface বা UPI । এখন কিছু বছরে এই অনলাইন পেমেন্টের ব্যাপারটা প্রচুর পরিমাণে বিকশিত হয়েছে। যেমন ধরুন কোনো ছোট চায়ের দোকান হোক কিংবা বিরাট বড় শপিং মল, অথবা মুদির দোকান হোক কিংবা খাবারের দোকান। ছোট থেকে বড় প্রায় সমস্ত ধরনের ব্যবসার ক্ষেত্রে এখন UPI লেনদেনের মাধ্যমটা অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে আমাদের এই ভারতবর্ষে। কেননা এইভাবে খুব সহজেই নিজের হাতে থাকা ওই স্মার্টফোনটার মাধ্যমে PhonePe, Gpay কিংবা Paytm ইত্যাদি UPI অ্যাপ এর দ্বারা টাকা ট্রান্সফার করা সম্ভব হয়।

এগুলি ছাড়াও এখন বাজারে আরও অনেক ধরনের ইউপিআই অ্যাপ চলে এসেছে। এই ইউপিআই ট্রানজাকশন এর সমস্ত নিয়মটি পরিচালিত হয় ভারতবর্ষের জাতীয় পেমেন্ট সংস্থা তথা National Payments Corporation of India অর্থাৎ NPCI দ্বারা পরিচালিত হয়। কিন্তু এই পেমেন্টের মাধ্যমে সাধারণ মানুষের যত সুবিধা হয়েছে তার পাশাপাশি বিভিন্ন রকম দুষ্কৃতি মূলক কাজেরও পরিমান বেশ অনেকটাই বেড়ে গিয়েছে। এই সমস্ত সমস্যার সমাধান করার জন্য NPCI বিভিন্ন সময়ে এই লেনদেনের নিয়মের উপরে প্রচুর আপডেট প্রকাশ করে থাকে। ঠিক এরকমই আবারও একটা নতুন আপডেট প্রকাশিত হয়েছে UPI লেনদেনের ব্যাপারে NPCI এর তরফ থেকে। তাহলে দেরি না করে ঝটপট দেখে নিন এই নতুন আপডেট টা।

দেশের জনগণনায় আসতে চলেছে স্মার্ট প্রযুক্তির ব্যবহার

UPI লেনদেনের নতুন নিয়মাবলী :

আমরা যে সমস্ত ইউপিআই অ্যাপ ব্যবহার করি, যেমন ধরুন Google Pay, Phonepe, Paytm, BHIM, Amazon Pay ইত্যাদি অ্যাপ গুলিতে এখন নতুন একটি ফিচারস যুক্ত করা হয়েছে, সেটি হল UPI Lite পরিষেবা। যার মাধ্যমে কোনো রকম পিন ছাড়াই খুব সহজেই সর্বোচ্চ 500 টাকা পর্যন্ত পেমেন্ট করা যেত। কিন্তু NPCI UPI Lite এর উপরে যে নতুন নিয়ম তৈরি করেছে, তার ফলে এবার থেকে আপনি 500 টাকার বদলে 1000 টাকা পর্যন্ত কোনো রকম পিন ছাড়াই পেমেন্ট করতে পারবেন। এর পাশাপাশি UPI Lite এর ওয়ালেটে আগে শুধুমাত্র 2000 টাকা পর্যন্ত লোড করে রাখা যেত, কিন্তু এখন সেই নিয়ম টারও বৃদ্ধি হয়ে এবার 5000 টাকা পর্যন্ত ওয়ালেটে লোড করে রাখা যাবে।

এছাড়াও এর মধ্যে সব থেকে মজাদার একটি ফিচারস হল, দ্বিতীয়বার সম্প্রতি নতুন করে আপডেট করা হয়েছে , যার মাধ্যমে এবার থেকে UPI Lite ওয়ালেটের ব্যালেন্স একটি নির্দিষ্ট সীমার নিচে চলে গেলে অটোমেটিক সেটা পূরণ হয়ে যাবে। আপনাকে আলাদা ভাবে টাকা লোড করার ঝামেলা আর পোহাতে হবে না। অবশ্য বং বার্তা কর্তৃপক্ষ এই নিয়মটাকে মোটেও সঠিক বলে মনে করছে না, কেননা এর ফলে হয়তো সাধারণ মানুষের কিছুটা হলেও সমস্যা সম্মুখীন হতে হতে পারে। কেননা এখনো দেশে অনেক মানুষ রয়েছে যারা এই UPI লেনদেনের ব্যাপারে খুব বেশি অবগত নয়।

Tech, upi, UPI Lite

Leave a Comment