গরু পাচার মামলার জেরে ১০ লক্ষ টাকার বন্ডে সই করে জামিন পেলেন অনুব্রত মণ্ডল

অনুব্রত মণ্ডল : এখন থেকে প্রায় 2 বছর আগে 2022 সালের 11 আগস্ট গরু পাচার মামলার জেরে বীরভূমের তৃণমূলের অন্যতম একটি নেতা অনুব্রত মণ্ডল কে গ্রেফতার ...

গরু পাচার মামলার জেরে ১০ লক্ষ টাকার বন্ডে সই করে জামিন পেলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল
Published On:

অনুব্রত মণ্ডল : এখন থেকে প্রায় 2 বছর আগে 2022 সালের 11 আগস্ট গরু পাচার মামলার জেরে বীরভূমের তৃণমূলের অন্যতম একটি নেতা অনুব্রত মণ্ডল কে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তথা CBI । তারপরে 2023 সালে ওই একই মামলাতেই গ্রেপ্তার করা হয় অনুব্রতর মেয়েকেও। তারপর থেকে তিহাড় জেনে রাখা হয়েছিল এই দুর্নীতিবাজ বাবা ও মেয়েকে। তাদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল।

এরপর শুক্রবার 20 সেপ্টেম্বর তারিখে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে গরু পাচার মামলায় অভিযুক্ত তৃণমূল নেতা অনুব্রতকে 10 লক্ষ টাকার বন্ডে তার জামিন মনজুর করা হয়। এর আগে অবশ্য CBI এর মামলাতে জামিন পেয়েছে অনুব্রত তথা কেষ্ট মন্ডল। তবে এবার ED এর মামলাতে ও তার জামিন মঞ্জুর করা হয়েছে।

এবার অনুব্রত নাকি তিহাড় জেল থেকে জামিনে মুক্তি পেতে চলেছে বলে খবর সংবাদ মাধ্যম সূত্রে। হলে এ বছর পুজোর আগেই বীরভূমে ফিরছেন এই কেষ্ট মন্ডল। এর কিছুদিন আগে তার মেয়ে সুকন্যা মণ্ডল কেউ জামিন করা হয়েছে। CBI এখন থেকে প্রায় 2 বছর আগে বীরভূমের নিচুপট্টি এলাকায় অনুব্রত ওর নিজস্ব বাড়ি থেকে তাকে গ্রেফতার করে নেয় CBI । গ্রেফতারের পর তাকে প্রথমে রাখা হয়েছিল আসানসোল সংশোধনাগারে। তারপরই তাকে নিয়ে যাওয়া হয়েছিল তিহাড় জেলে। তারপর থেকেই সেখানেই তার বাসস্থান গড়ে উঠেছিল। ওই একই মামলায় একই বছরেই নভেম্বর মাস নাগাদ ED সমেত গ্রেপ্তার করে অনুব্রতকে।

এরপর পরবর্তীকালে বারবার তিনিও আদালতের কাছে জামিন চেয়েছেন। তার আইনজীবী আদালতে জানিয়েছিল যে, গরু পাচার মামলায় অন্যান্য অভিযুক্তরা ছাড়া পেলেও তার মক্কেল কে কেন এখনো পর্যন্ত আটকে রাখা হয়েছে। এর প্রতিবাদে CBI এর তরফ থেকে অনুব্রত জামিনের বিরোধিতা করা হয় বারবার। তারা জানাই এই মামলায় অনুব্রতই হলো মূল অভিযুক্ত তথা সমস্ত জিনিসের মাথা। তিনি জামিন যদি পেয়ে যান তাহলে সমস্ত তথ্য প্রমাণ নষ্ট করে দেবেন, কোন চাপতেই অভিযুক্তরা ঠিকঠাক পাবে না। এই যুক্তি দেখিয়েই CBI বারবার অনুব্রত জামিন খারিজ করে।

কিন্তু অবশেষে অনেক প্রচেষ্টার পর CBI & ED দুজনের হাত থেকে আপাতত জামিন পেলেন কেষ্ট মন্ডল। এর আগে তিনি বীরভূমের জেলা তৃণমূলের সভাপতি পদে ছিলেন। যখন তাকে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে কোনরকম পদক্ষেপ করেনি তার নিজস্ব দল তৃণমূল। অনুব্রত ফেডার আশায় দিন গুণ ছিল তার সমস্ত ভক্তরা।

দিল্লি হাইকোর্ট থেকে যেদিন অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডল কে জামিন করা হয়, তখন একটা আশার আলো দেখেছিলে অনুব্রত মণ্ডলের অনুগামীরা। কিন্তু হয়তো সেটা তখন বাস্তবায়িত হয়নি। কিন্তু এখন শুক্রবার অনুব্রত মণ্ডলে জামিনের কথা শুনে সরাসরি হাসিতে উন্মুখ হয়ে রয়েছেন তৃণমূল সহ সমস্ত তৃণমূল নেতা ও কর্মীরা।

Anubrata Mondal, CBI, Politics, West Bengal

Leave a Comment