Ayushman Bharat: সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সুবিধা দেওয়ার জন্য কেন্দ্র সরকার চালু করেছিল আয়ুষ্মান ভারত যোজনা প্রকল্প। যার মাধ্যমে বাৎসর 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার পরিষেবা পেতো সাধারণ জনতা। গত বুধবার অর্থাৎ 11 সেপ্টেম্বর তারিখে এই প্রকল্পের একটি বড় পরিবর্তন করা হয়েছে। যেটা মূলত প্রভাবিত করতে পারে দেশের সমস্ত Senior Citizen দের সমাজকে।
কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গত 11 সেপ্টেম্বর 2024, বুধবার মন্ত্রিসভার এক বৈঠকে আয়ুষ্মান ভারত যোজনায় কটা বড় পরিবর্তনগুলি সম্পর্কে তথ্য বিস্তারিত ভাবে জানিয়েছেন। তিনি বলেছেন যে এখন থেকে 70 বয়সের বেশি বয়সী ভারতীয় প্রবীণ নাগরিকদেরও এই আয়ুষ্মান ভারত যোজনা অন্তর্ভুক্ত কার্ডের নাম নথিভুক্ত করা হবে। এই নতুন উদ্যোগের ফলে দেশের প্রায় 4.5 কোটি পরিবারের 6 কোটি প্রবীণ নাগরিক বিনামূল্যে 5 লক্ষ টাকার চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন।
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই প্রকল্পের অধীনে যোগ্য সুবিধাভোগীদের জন্য নতুন আলাদা কার্ড দেওয়া হবে বলে জানানো হয়েছে। প্রবীণ নাগরিকেরা যদি বর্তমানে কেন্দ্রীয় সরকারের অন্য কোন স্বার্থ প্রকল্পের আওতায়ও থাকেন তাহলেও তারা এই প্রকল্পের অধীনে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার X অর্থাৎ আগে যেটা Twitter ছিল সেই হ্যান্ডেলের মাধ্যমে এই তথ্য জনগণকে জানিয়েছেন।
এখন কয়েকটি প্রশ্ন সবার মনে ঘুরপাক খাবে অবশ্যই। সেগুলি হল একটি পরিবারের কতজন এই প্রকল্পের কার্ড পেতে পারে? এই প্রকল্পে কারা যোগ্য বলে বিবেচিত হবে? আপনি কিভাবে জানবেন আপনি এই প্রকল্পের যোগ্য কিনা? কিভাবে আয়ুষ্মান ভারত যোজনার কার্ড পাবেন? ইত্যাদি। সেই সমস্ত প্রশ্নের উত্তর আমরা এই প্রতিবেদনে দেওয়ার চেষ্টা করলাম।
• একটি পরিবারের কতজন আয়ুষ্মান কার্ড পেতে পারে?
পরিবারের কত জন এই কার্ড পাবে তার কোনো নির্দিষ্ট সীমা বলে দেওয়া হয়নি। সেই হিসেবে একটি পরিবারের প্রত্যেকটি ব্যক্তি এই কার্ড পেয়ে যাবে।
• এই প্রকল্পের জন্য যোগ্য প্রার্থী কারা?
এই প্রকল্পে আবেদন করার জন্য প্রার্থীকে গ্রামীণ এলাকায় বসবাসকারী হতে হবে। তপশিলি জাতি বা উপজাতি থেকে প্রতিবন্ধী ব্যক্তি এবং অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক বা দৈনিক মজুর শ্রমিক ইত্যাদি সমস্ত ব্যাকটেরায় এই প্রকল্পের অধীনে নিজের নাম নথিভুক্ত করতে পারে।
• কিভাবে আপনি জানবেন আপনি এই প্রকল্পের জন্য যোগ্য কিনা?
1.এই প্রকল্পের জন্য নিজের আপনি যোগ্য কিনা সেটা জানার জন্য সবার আগে আপনাকে চলে যেতে হবে www.pmjay.gov.in ওয়েবসাইটে।
2. সেখানে গিয়ে ‘আমি কি যোগ্য’ লেখাতে ক্লিক করুন।
3. সেখানে নিজের মোবাইল নম্বর ও OTP সাবমিট করুন।
4. তারপর নিজের রাজ্য নির্বাচন করুন এবং আপনার মোবাইল নম্বর ও রেশন কার্ড নাম্বার লিখুন।
5. সেটা লেখার পর সাবমিট করে দিলেই আপনার যাবতীয় যোগ্যতা বিবরণ স্ক্রিনে দেখতে পাবেন।
• কিভাবে আয়ুষ্মান ভারত যোজনার কার্ড পাবেন আপনি?
প্রথমে 14555 টোল ফ্রি নম্বরে কল করে নিজের যোগ্যতা যাচাই করে নিন। তারপর নিজের পরিচয় পত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, আবাসিক শংসাপত্র, রেশন কার্ড, মোবাইল নম্বর ইত্যাদি নিয়ে আপনার নিকটবর্তী CSC সেন্টারে চলে যান। সেখানেই আপনাকে পরবর্তী সমস্ত তথ্য দিয়ে দেওয়া হবে।