United States of America: আমেরিকার নির্বাচনে বাংলা ব্যালট পেপার। তাহলে কি ওখানে ভোট হবে না ! জেনে নিন

United States of America: বর্তমান বিশ্বে সব থেকে বড় অর্থনৈতিক রাষ্ট্র হল United States of America অথবা আমেরিকা যুক্তরাষ্ট্র। আর সেই দেশের রাষ্ট্রপতি নির্বাচনের ভোট বলে কথা, সেখানে নির্বাচনী কাজ যে অত্যন্ত জোড়গদমে হবে সে কথা বলাই বাহুল্য।

আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বর্তমান ভাই প্রেসিডেন্ট কমলা হ্যারিস, 2024 সালের রাষ্ট্রপতি নির্বাচনের লড়াইয়ে এনারা দুজনেই প্রধান প্রতিদ্বন্দী একে অপরের। কিন্তু এই প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে এখন বিশাল দক্ষযজ্ঞে রয়েছে বাংলার উজ্জ্বল উপস্থিতি। এবারের আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে একমাত্র এশিয়ান ভাষা হিসেবে মার্কিন ব্যালেট বক্সের পেপারে জায়গা করে নিয়েছে আমাদের মাতৃভাষা বাংলা।

আগামী ৫ ই নভেম্বর হবে আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচন

আগামী 5 নভেম্বর ওদেশের রাষ্ট্রপতি নির্বাচন। এই নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বিতায় লড়াই হবে যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ডেমোক্র্যাট পার্টি এবং প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান প্রেসিডেন্ট পার্টির মধ্যে। কিন্তু এই ভোট দান পর্ব শুরু হওয়ার দিন চার আগে থেকেই ওখানে আলি ভোট পদ্ধতি শুরু হয়ে গিয়েছে। মূলত নির্বাচনের দিন বেশি ভিড়ের কারণে কোনো রকম ঝামেলার যাতে সৃষ্টি না হয় তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ভোটগ্রহণ এর আগেই এই ব্যবস্থা চালিয়ে করেছে।

অবৈধভাবে প্রবেশ করার জন্য 1,100 জন ভারতীয়কে গ্রেফতার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার

নিউইয়র্কে প্রায় ১০ লক্ষের বেশি বাংলাভাষী মানুষরা বসবাস করেন

2020 সালের হিসেব অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান একটি শহর নিউইয়র্কে প্রায় 10 লক্ষ্যের ও বেশি বাংলাভাষী মানুষের বসবাস রয়েছে, যার মধ্যে অধিকাংশ বাংলাভাষী মানুষরাই হল বাংলাদেশের আর সামান্য কিছু হলো আমাদের ভারতের। নিউইয়র্কের ব্রুকলিন, কুইনস্ এবং ব্রঙ্কস এলাকাতেই এই সমস্ত বাংলাভাষী মানুষদের বসবাস রয়েছে যুক্তরাষ্ট্রে। আবার ব্রুকলিং এলাকায় যে সমস্ত বাংলাভাষী মানুষেরা বসবাস করে সে এলাকাটাকে অনেকেই মিনি বাংলাদেশ নামে ডেকে থাকে। আর এই সমস্ত এত বেশি সংখ্যক বাংলাভাষী মানুষদের কথা মাথায় রেখেই আমেরিকার সরকার বাংলা ব্যালট পেপার প্রক্রিয়া করে।

আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য কমপক্ষে ১৪ বছরের স্থায়ী বাসিন্দা হতে হবে

কিন্তু আমাদের ভারতের মতো আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তথা রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতিটা কিন্তু এতটা সহজ নয়। ওদেশের রাষ্ট্রপতি নির্বাচনের লড়াই নামতে হলে ওই ব্যক্তিকে কমপক্ষে 14 বছরের বেশি আমেরিকার স্থায়ী বাসিন্দা হতে হবে ও বয়স হতে হবে কমপক্ষে 35 বছর। মূলত ইলেক্টোরাল কলেজ সিস্টেম এর মাধ্যমে এখানে রাষ্ট্রপতি নির্বাচন করা হয়। মোট 538 জন ব্যক্তির ইলেকট্ররেড ভোট দিয়ে নীরবচিত হয় প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট । সেক্ষেত্রে ম্যাজিক ফিগার হলেও 270। অর্থাৎ মুদ্দা কথা এটাই যে নির্বাচনের লড়াইয়ে নামা প্রার্থীকে কমপক্ষে 270টি আসনে ভোট পেতে হবে জয়ের  জন্য।

Leave a Comment