Bank Holidays: আপনারা যারা ভাবছেন আগামী সপ্তাহে ব্যাংকে কোনো জরুরী কাজ করতে যাবেন। তাদের জন্য আমরা আগে থেকেই সতর্কবার্তা জারি করে দিলাম। কেননা আগামী সপ্তাহে মোট 4 দিন ব্যাংক বন্ধ থাকছে। এর আগে দুর্গাপূজার জন্য গত মাসে বেশ অনেক দিন ব্যাংকের সমস্ত কার্যকলাপ ইত্যাদি বন্ধ ছিল। দীপাবলি তথা কালীপুজো সবেমাত্র শেষ হয়েছে আর সামনে রয়েছে ছট পুজো, কার্তিক পুজো ইত্যাদি আরো অনেক কিছু। আর এই ছট পুজোর কারণেই দেশের একাধিক জায়গায় আনুষ্ঠানিকভাবে ব্যাংকের সমস্ত কাজ বন্ধ থাকবে। ঠিক কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকছে তার একটি ছোট্ট তালিকা আমরা এখানে দিয়ে রাখলাম।
আগামী সপ্তাহে কোন কোন দিন বন্ধ থাকছে ব্যাংক ?
তারিখ | ব্যাংক বন্ধের কারণ |
7 এবং 8 নভেম্বর | ছট পূজা |
9 নভেম্বর | মাসের দ্বিতীয় শনিবার |
10 নভেম্বর | রবিবার |
15 নভেম্বর | গুরু নানক জয়ন্তী ও কার্তিক পূর্ণিমা |
18 নভেম্বর | কনকদাস জয়ন্তী উৎসব কর্ণাটক রাজ্যে |
23 নভেম্বর | সেং কুটস্নেম উৎসব মেঘালয় রাজ্যে |
ছট পূজার কারণেই দেশের কোন কোন জায়গায় ব্যাংক বন্ধ থাকছে ?
বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, বিহার এবং দিল্লিতে আগামী 7ই নভেম্বর ছট পুজার কারণে আনুষ্ঠানিকভাবে ব্যাংক বন্ধ থাকছে। এছাড়াও দেশের সবথেকে বড় শীর্ষস্থানীয় ব্যাংক তথা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) সহ আরো সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাংকগুলি বন্ধ থাকে প্রতি মাসে দ্বিতীয় ও চতুর্থ শনিবার । এছাড়াও মাসে 4 দিন রবিবার হওয়ার কারণে আনুষ্ঠানিক ছুটি তো থাকছেই ব্যাংক। ওপরের যে সমস্ত ছুটির তালিকা উল্লেখ করা হলো ব্যাংকের, ঐদিন দেশের সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাংকের অফলাইন কার্যকলাপ বন্ধ থাকলেও অনলাইন সমস্ত রকম লেনদেন ও ATM এর ব্যবহার করা যাবে।