Debraj Roy: বাংলা টলিউড ইন্ডাস্ট্রিতে আবারো হলেও এক খ্যাতনামা অভিনেতার জীবনবসান। গত বৃহস্পতিবার অর্থাৎ 17 অক্টোবর সন্ধ্যার দিকে কলকাতা সল্টলেক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা দেবরাজ রায়। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল শুধুমাত্র 69 বছর।
ভারতীয় সংবাদ মাধ্যম থেকে পাওয়া খবর অনুযায়ী, এই খ্যাতনামা অভিনেতা সত্যজিৎ রায় থেকে শুরু করে তরুণ মজুমদার, মৃণাল সেন ইত্যাদি বিখ্যাত বিখ্যাত সিনেমা পরিচালকদের সঙ্গে কাজ করেছেন। মাত্র কয়েকটা দিন আগেই উমা আবার বাপের বাড়ি ফিরেছে, যার রেশ এখনো রাজ্যবাসীর মনে গেঁথে রয়েছে। এমনই এক পরিস্থিতির মধ্যে টলিউড ইন্ডাস্ট্রির তারকাদের মনে শোকের ছায়া নামিয়ে দিয়ে চলে গেলেন এই কিংবদন্তি অভিনেতা। জানা গেছে দীর্ঘদিন ধরেই কিডনি জনিত নানা রকম সমস্যায় ভুগছিলেন তিনি। যার জন্য সল্টলেকে হসপিটালে চিকিৎসাধীনও ছিলেন। গত 18 অক্টোবর এই অভিনেতার শবদেহ তার বাসভবনে নিয়ে আসা হবে হসপিটাল থেকে। তারপর সেখানেই সম্পূর্ণ হবে তার শেষকৃত্য।
আরও পড়ুন: Forbes এর তালিকায় নাম উঠলো বাংলা ইউটিউবারের
সত্যজিৎ রায়ের হাত ধরেই বাংলা সিনেমায় অভিষেক ঘটে দেবরাজের
এখন থেকে প্রায় 64 বছর আগে অর্থাৎ 1970 সাল নাগাদ বাংলার অন্য আরেক কিংবদন্তি ছবি নির্মাতা সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ সিনেমায় অভিষেক ঘটে দেবরাজের। কিন্তু অবশ্যই সেই সিনেমায় অভিনয় করার জন্য তিনি বিশেষ কোনো খ্যাতি লাভ করতে পারেননি। তারপরে আর এক বিখ্যাত বাংলার ছবি নির্মাতা মৃণাল সেনের ‘কলকাতা 71’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি চারিদিকে খ্যাতি লাভ করেন। তারপর থেকেই তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একে একে তরুণ মজুমদার, বিভূতি লাহা, তপন সিংহ সহ আরো প্রচুর গুনাগুনী পরিচালকদের সঙ্গে তিনি কাজ করেছেন। দেবরাজ রায় শুধুমাত্র যে অভিনেতা ছিলেন এটা নয়, এর পাশাপাশি তিনি দূরদর্শনের সংবাদ উপস্থাপক হিসেবেও কাজ করেছেন কিছুদিন। এছাড়াও তার চুরিআলা কোনটি অনেক নাটকও শোনা গেছে। কিন্তু বেশ দীর্ঘদিন ধরেই তিনি সিনেমা জগত থেকে দূরে ছিলেন, কেননা তার শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না। আরে অসুস্থতার কারণেই এত কম বয়সে তিনি আমাদের সকলকে ছেড়ে ইহলোক থেকে পরলোক গমন করলেন।