Nepal: নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃত্যু মিছিল। মৃত্যুর সংখ্যা 112 তে পৌঁছালো

Nepal: এবছর বৃষ্টি যেন ছেড়ে যেতে চাইছেনা । এখনো বিভিন্ন জায়গায় বৃষ্টি প্রচুর পরিমাণে হয়েই চলছে । যার ফলে আমাদের এই বাংলা সহ দেশ ও ...

Nepal: নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃত্যু মিছিল। মৃত্যুর সংখ্যা 112 তে পৌঁছালো
Published On:

Nepal: এবছর বৃষ্টি যেন ছেড়ে যেতে চাইছেনা । এখনো বিভিন্ন জায়গায় বৃষ্টি প্রচুর পরিমাণে হয়েই চলছে । যার ফলে আমাদের এই বাংলা সহ দেশ ও বিদেশের বহু জায়গায় প্রবল বন্যা ও ভূমি ধস হচ্ছে। যাতে ক্ষতিগ্রস্ত হয়ে মারা যাচ্ছে প্রচুর মানুষ। নেপালে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসের ফলে ওখানে প্রায় 112 জনেরও বেশি সংখ্যক মানুষ মারা গিয়েছে । নেপাল সরকারের তরফ থেকে এই তথ্য জানা গিয়েছে।

গত রবিবার নেপালের রাজধানী কাঠমান্ডুর বেশ কিছু নিচু এলাকা প্রবল বন্যার ফলে প্লাবিত হয়ে যায়। ওখানে উপস্থিত সশস্ত্র পুলিশবাহিনী এবং নেপাল অফিসিয়াল পুলিশের তথ্য অনুযায়ী, গত 24 ঘন্টায় বন্যা, ভূমিধস এবং প্লাবনের কারণে ওখানে মৃতের সংখ্যা পৌঁছে গেছে প্রায় 112 জনেরও বেশি।

তবে এদিকে আবার গত শনিবার নেপাল সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দপ্তরের তথ্য অনুযায়ী বলা হয়েছে যে, এখনো পর্যন্ত 99 জনের মৃত্যু, 68 জন নিখোঁজ এবং 100 জন আহত হওয়ার সঠিক তথ্য আমরা পেয়েছি। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে কাভারেপালচোকাতে মোট 34 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। আবার ললিতপুরে 20 জন, ধাদিংয়ে 15 জন, সিন্ধুপালচোকা তে 4 জন, দোলাকায় 3 জন এবং কাঠমান্ডুতে 12 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। 5 জনের প্রাণহানি হয়েছে পঞ্চধর এবং ভক্তপুরে। এছাড়াও ধানকুটা, সলুখুম্বু, রামছাপ, মহত্তরি এবং সুনসারি প্রভৃতি জেলাতেও বেশ কিছু সংখ্যক মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে সবথেকে বেশি বৃষ্টি হয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে, সেখানে গত 24 ঘন্টায় 240 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। শনিবার সকাল পর্যন্ত এই বৃষ্টি বাদে তথ্য জানিয়েছে নেপালের আবহাওয়া দপ্তর।

Landslide, Nepal, The Flood

Leave a Comment