আমাদের বাঙালি হিন্দুদের কাছে যেমন দুর্গাপুজো, কালীপুজো, লক্ষ্মীপূজো ইত্যাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব এবং যার গুরুত্ব বিশেষ করে আমাদের বাঙালি হিন্দুদের জীবনে ওতো প্রথম ভাবে জড়িত রয়েছে। ঠিক তেমনি ঝাড়খন্ড, বিহার, উত্তর প্রদেশ সহ উত্তর ভারতের অসংখ্য রাজ্যের হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছে ছট পুজোর গুরুত্বও অপরিসীম। আর এই ছট পুজোতেই বলিউডে এমন কয়েকজন বিখ্যাত তারকা রয়েছেন যারা নিজেদের কাজের শত ব্যস্ততা সত্বেও প্রতিবছর সময়মতো ছট পুজোতে সামিল হয়ে থাকেন। তাহলে জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই, কে এনারা ? যারা নিজেদের কাজের এত প্রেসার থাকা সত্বেও প্রতিবছর ছট পুজোতে নিজেরা অংশগ্রহণ করেন। তাহলে এবার সেটাই আপনাদেরকে বিস্তারিত ভাবে জানালাম।
বলিউডের 6 তারকা, যারা প্রতিবছর সময় করে ছট পুজোতে শামিল হন :
রবি কিষান : বলিউডের এই তারকার জন্মসূত্রে বাড়ি বিহার রাজ্যের জৌনপুরে । যদিও কর্মসূত্রে তিনি এখন বর্তমানে মুম্বাইয়ের বাসিন্দা। কিন্তু নিজের কাজের শত ব্যস্ততা সত্বেও নিজেদের জন্মভিটের প্রাণের উৎসব ছট পুজোকে তিনি ভুলে যান নি। প্রতিবছর নির্দিষ্ট সময় করে স্থানীয় মানুষ, পরিবার এবং নিজের অনুরাগীদের সঙ্গে ছট পুজোর উৎসবে যুক্ত হন এই তারকা।
পঙ্কজ ত্রিপাঠী : বর্তমানে পঙ্কজ ত্রিপাঠী বলিউডের এমন একটা নাম, যার অভিনয়ই দক্ষতা দেখলে সত্যিই অবাক হয়ে যান সবাই। এই পঙ্কজ ত্রিপাঠী বিহারের গোপালগঞ্জের একটি ছোট্ট গ্রাম থেকে উঠে এসেছিলেন। আর সেই জন্মভিটের টানেই প্রতিবছর ছট পুজোতে তিনি পরিবারসহ আনন্দ উচ্ছ্বাস করেন।
মনোজ বাজপেয়ী : মনোজ বাজপেয়ি নামক মানুষটাও বিহার থেকে উঠে এসেছেন বলিউড ইন্ডাস্ট্রিতে। তিনি বিভিন্ন অনুষ্ঠানে তার অনুরাগীদের জানিয়েছেন, তার সেই ছোট্টবেলার গ্রামের বাড়িতে ছট পুজোতে কাটানো দিনগুলি। এখনো তিনি অবশ্যই সময় করে ছট পুজোতে যুক্ত হন ।
মোনালিসা : এই মোনালিসা চক্রবর্তী জন্মসূত্রে পশ্চিমবঙ্গের বাসিন্দা। আর এখন বর্তমানে বলিউডে অভিনয় করছেন রীতিমত। তিনিও শত কাজের মধ্যেও ছট পুজোতে নিজের পরিবারের সঙ্গে আনন্দ উপভোগ করেন।
শত্রুঘ্ন সিনহা : 80 এবং 90 দশকে বলিউডে রাজ করা এই প্রবীণ অভিনেতার জন্মভিটে হলো বিহারের পাটনা শহর। আর সেই জন্মভিটের প্রেমের কারণেই তিনি প্রতিবছর সব পরিবারে ছট পুজোতে যুক্ত হন আনন্দ উৎসব করতে।
গুরমিত চৌধুরী : গুরমিত চৌধুরী বলিউডের এখন অত্যন্ত জনপ্রিয় একটি মুখ। জন্মসূত্রে তিনি হলেন বিহার রাজ্যের ভাগলপুরের জয়রামপুর গ্রামের বাসিন্দা। মূলত তার ফলেই ছট পুজোতে রয়েছে তার এক অদ্ভুত টান। তার জন্যই প্রতিবছরের সময় করে তিনি ছট পুজো উদযাপন করেন