Durga Puja: CP এর কড়া নির্দেশ – পুজোর মধ্যেও পাঁচ ছয় জনের বেশি জমায়েত করা যাবে না। মামলা কলকাতা হাইকোর্টে

Durga Puja: আর মাত্র কয়েকটা দিন পর এই বাঙালিদের সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। কলকাতা শহর রাজ্যের সমস্ত ক্লাবগুলিতে পুজোর জন্যেই সমস্ত কাজ একদম জোর কদমে ...

Durga Puja: CP এর কড়া নির্দেশ - পুজোর মধ্যেও পাঁচ ছয় জনের বেশি জমায়েত করা যাবে না। মামলা কলকাতা হাইকোর্টে
Published On:

Durga Puja: আর মাত্র কয়েকটা দিন পর এই বাঙালিদের সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। কলকাতা শহর রাজ্যের সমস্ত ক্লাবগুলিতে পুজোর জন্যেই সমস্ত কাজ একদম জোর কদমে চলছে। এরই মধ্যে গত বুধবার নতুন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানালেন যে, আগামী 2 মাস অর্থাৎ 25 সেপ্টেম্বর থেকে 23 নভেম্বর পর্যন্ত কলকাতা শহর এবং দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে কোথাও 5-6 জনের বেশি জমায়েত করা যাবে না।

দুর্গাপূজায় কোন কোন এলাকায় বেশি জমায়েত করা যাবে না

এর মধ্যে মূলত বউবাজার, হেয়ার স্ট্রিট থানা এবং ধর্মতলা এলাকার মধ্যে কে সি দাস ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউসের দিকের এলাকায় 5-6 জনের বেশি লোকের কোনো মতেই জমায়েত করা যাবে না, কলকাতা পুলিশের কড়া নির্দেশ ।কেন এই হঠাৎ এরকম সিদ্ধান্ত নেওয়া হলো কলকাতা পুলিশের তরফ থেকে, এই নিয়ে পুলিশ কমিশনার জানিয়েছে যে – আগামী কয়েক সপ্তাহের মধ্যে কলকাতা শহরে বিভিন্ন জায়গায় হিংসাত্মক নানারকম ঘটনাবলী ঘটতে পারে।

আরও পড়ুন: দুর্গাপূজোকে কেন্দ্র করে রাজ্য সরকারকে পুরো ধুয়ে দিল হাইকোর্ট

কলকাতা পুলিশের হঠাৎ এমন সিদ্ধান্তের ফলে বিরোধী দলের তরফ থেকে কলকাতা হাইকোর্টে পাল্টা মামলা দায়ের করা হয়। এছাড়াও এই সময়ের মধ্যে ওইসব এলাকায় কোন জনসভা ও করা যাবে না বলে জানানো হয়েছে পুলিশের তরফ থেকে। ভারতীয় ন্যায় সঙ্গীতার 163 ধারা মেনে এই নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ । কলকাতা হাইকোর্টে যে মামলা করা হয়েছে, তার মধ্যে একটি মামলা হল – আরজিকর কাণ্ডে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের তরফে। আর অন্য মামলাটি হল সিপিএম যুব সংগঠনের তরফে।

আন্দোলনে মামলাকারীরা প্রশ্ন তুলেছেন যে, আর মাত্র কয়েকটা দিন পরেই দুর্গাপুজো এই আবহের মধ্যে কিভাবে পুলিশ এমন বিজ্ঞপ্তি জারি করতে পারে? যে সমস্ত এলাকায় এরকম করা বাধা নিষেধ জারি করা হয়েছে সেই সমস্ত এলাকায় বেশ অনেকগুলিই দুর্গাপূজা হয়। তাহলে কি এবার মানুষেরা দুর্গা পুজোতে ঘরের মধ্যে বসে থাকবে, বাইরে বেরোবে না ? প্রশ্ন উঠছে। আগামীকাল আবারও এই মামলার শুনানি রয়েছে।

Durga Puja, High Court, Kolkata Police, Sec 144

Leave a Comment