Nirmala Sitharaman: এবার বর্তমান ভারতবর্ষের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বিরুদ্ধে উঠে এলো তোলাবাজির অভিযোগ। অভিযোগের জেরে FIR দায়ের করা হলো। FIR করার নির্দেশ দিয়েছে বেঙ্গালুরুর একটি আদালত। অর্থমন্ত্রীর নির্মলা সীতারামন নাকি,সুপ্রিম কোর্টের তরফে নির্বাচনী বন্ডকে অসংবিধানিক ঘোষণা করেছেন, পরবর্তীতে সেই নির্বাচনী বন্ডের মাধ্যমেই জোর জবরদস্তি করে চাঁদা সমেত আদায় করেছেন অর্থমন্ত্রী নির্মলাদেবী।
দেশের খোদ অর্থমন্ত্রীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ওঠায় ইতিমধ্যেই গোটা দেশে শোরগোল পড়ে দেশে। জানিয়ে রাখা ভালো যে, জনাধিকার সংগ্রাম সংস্থার আদর্শ আইয়ার নির্মলা সীতারমণ এবং অন্যদের বিরুদ্ধে ব্যক্তিগত ভাবে তোলাবাজির অভিযোগ আনেন। মূল অভিযোগ হলো, এর নির্বাচনী বন্ডের মাধ্যমে রীতিমতো জোর জুলুম করে বিরাট পরিমাণে চাঁদা আদায় করা হয়েছে। এর মধ্যে আবার PCR দায়ের করেছিলেন আদর্শ আইয়ার। বেঙ্গালুরু তে অবস্থিত এক কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিরুদ্ধে FIR দায়ের এর নির্দেশ দিয়েছে আবার। আদালত নির্দেশ দিয়েছে আবার এই অভিযোগ টাকে আরও খতিয়ে দেখার জন্য।
এর মধ্যে একটা বিশেষ কথা জানিয়ে রাখা ভালো যে, এবছরই এপ্রিল মাস নাগাদ তোলাবাজির অভিযোগ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সহ আরও বেশ কয়েক জনের বিরুদ্ধে আনা হয়েছে।এই লিস্টে নাম রয়েছে একাধিক বড় বড় প্রভাবশালী ব্যক্তির নাম। অভিযোগ হলো এই যে, 2019 এবং 2022 সালে এক ব্যবসায়ীর সংস্থা থেকে জোর করে মোটা তোলা হয়। শুধু এটাই নয় এক বড় ওষুধ সংস্থাকেও নির্বাচনী বন্ডের মাধ্যমে মোটা টাকা চাঁদা দিতে রীতিমতো বাধ্য করা হয়েছে আবার।
অভিযোগকারীরা আবার দাবি করেছে যে, এভাবে কোনো রাজনৈতিক ক্ষমতার জোরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা Enforcement Directorate এবং Income Tax দফতরকে কাজে লাগিয়ে জুলুম করে টাকা তোলা হচ্ছে নিজেদের কোষাগার ভরতে। অর্থমন্ত্রী ও অন্যান্য সকলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তোলেন।
2018 সালে কেন্দ্রীয় সরকার নির্বাচনী বন্ড চালু করেছিল । তখন লোকসভা নির্বাচনের আগে এই বন্ড নিয়ে তুমুল বিতর্ক বেঁধেছিল। এর পরে ফেব্রুয়ারি মাস লাগাদ দেশের সর্বোচ্চ আদালত আবার ওই নির্বাচনী বন্ড বাতিল করে দেয় এবং সুপ্রিম কোর্ট এটিকে আবার অসাংবিধানিক বলেও অভিযোগ করা হয়। এই নিয়ে ভারতীয় স্টেট ব্যাংক যে তালিকা প্রকাশ করেছে, সেই হিসেবে দেখা গেছে যে, 6061 কোটি টাকা BJP, 1610 কোটি টাকা TMC এবং 1422 কোটি টাকা INC চাঁদা পেয়েছে।