Bhoomi: বাংলা ক্লাসিক গানের ব্যান্ডের কথা উঠলে এখনও পর্যন্ত বাঙালির মনে সবার আগেই উঠে আসবে সুরজিৎ চট্টোপাধ্যায় এবং সৌমিত্র রায়ের তৈরি করা “ভূমি” ব্যান্ডের নাম। মাটির গন্ধ মেশানো ফোক স্টাইলের স্বরচিত গানে ৯০ এর দশকের ছেলেমেয়েদের কাছে এটি ছিল একটা মনের ও প্রাণের আবেগ । এখনো এই বাংলার অনেক কলেজ পড়ুয়ার মুখেই মাঝে মাঝেই শোনা যায়, “বারান্দায় রোদ্দুর, আরাম কেদারায় বসে দু পানা চাইরে” কিংবা “মন আমার এক ফালি চাঁদ” এর মত প্রাণবন্ত গানের সুর। কিন্তু কিভাবে এই ‘ভূমি’ ক্লাসিক ফোক গানের ব্যান্ড শুরু হয়েছিল ? নামই কেন এমন দেওয়া হয় এই ব্যান্ডের ? ইত্যাদি সমস্ত সমস্ত প্রশ্নের উত্তর এই ব্যান্ড গড়ে তোলার কিছু বছর পর সুরজিৎ চট্টোপাধ্যায় নিজেই এক ইন্টারভিউয়ে খোলাসা করেছিলেন।
4000 টাকা ধার করে মিউজিশিয়ান নিয়ে কম্পোজিশন তৈরি করেছিলেন সুরজিৎ
বিখ্যাত গায়ক সুরজিৎ চট্টোপাধ্যায় ভারতের এক অন্যতম বড় নিউজ চ্যানেল আজতক বাংলার একটা ইন্টারভিউ এ জানতে চাওয়া হয় কিভাবে ভূমি ব্যান্ডের শুরু হয়েছিল ? তখন তিনি জানান যে, “আমি যখন প্রথমে গান করতাম, তখন ব্যান্ড বলি আমার কাছে কোন কিছুই ছিল না। শুধুমাত্র হাতে একটা গিটার নিয়ে সোলো গান করতাম আমি। তারপর একদিন আমার দিদির কাছ থেকে 4000 টাকা ধার করে নিয়ে কয়েকজন মিউজিশিয়ান নিয়ে নিজের কম্পোজিশন তৈরি করেছিলাম, যার নাম দিয়েছিলাম আমি “দিশা”।
সুরজিৎ এন্ড ফ্রেন্ডস মিউজিক ব্যান্ড নিয়ে প্রথম যাত্রা শুরু হয় ভূমি ব্যান্ডের
অবশ্য আমাকে প্রথম মঞ্চে গাইবার সুযোগ করে দিয়েছিল ম্যাক্স মুলার ভবন। ম্যাক্স মুলার ভবন একটি মিউজিক ক্যাফে এর অনুষ্ঠানে আমাকে গাওয়ার সুযোগ করে দিয়েছিল । তখন যেহেতু আমার কাছে ব্যান্ড বলে কোনো কিছুই ছিল না, আমি তৎকালীন আরেক বাংলা ক্লাসিক ফোক গায়ক সৌমিত্র রায়ের কাছে অনুরোধ জানিয়েছিলাম, যে তিনি যেন আমার সঙ্গে নিজের ব্যান্ড নিয়ে একটা গান করার সুযোগ করে দেন। তখনই ওনার কাছ থেকে আমি চার পাঁচ জন মিউজিসিয়ান নিয়ে তৈরি করেছিলাম “সুরজিৎ অ্যান্ড ফ্রেন্ডস্” মিউজিক ব্যান্ড। আর তাদের ওই প্রথম পারফরম্যান্স দেখেই বিভিন্ন সংগীত অনুরাগী প্রেমী সহ অন্যান্যরা দাবি জানিয়েছিল তারা যেন এই গানের বিষয়টা ইয়ার্কির ছলে না নিয়ে সিরিয়াসলি নেয়। তারপরেই নতুন একটা ব্যান্ড তৈরি করার পরিকল্পনা করেছিলেন সুরজিৎ ও সৌমিত্র ।
বলিউডের নামকরা তারকা হয়েও এই 6 জন প্রতিবছর যুক্ত হন ছট পুজোতে
“ভূমি” ব্যান্ডের এমন নামের রহস্য :
এখন থেকে 25 বছর আগে 1999 সালের 24শে জুলাই কলকাতার জ্ঞানমঞ্চে প্রথম ব্যান্ড পারফর্মেন্স করে তারা । সেই অনুষ্ঠানে ছিলেন অপর্ণা সেন, অর্জুন চক্রবর্তী এর মত বিখ্যাত ব্যক্তিরা । সেই পারফরম্যান্স শেষ হওয়ার পরেই হাততালিতে ফেটে পড়ে গোটা মঞ্চ। এই প্রথম পারফরম্যান্সের পরেও কিন্তু ব্যান্ডের কোনো নাম ঠিক হয়নি তখনও পর্যন্ত। এই ব্যান্ডের ভূমি নামটা দিয়েছিলেন সুরজিৎ চট্টোপাধ্যায়ের স্ত্রী। যদিও তখন তাদের বিবাহ হয়নি। সুরজিৎ এর তৎকালীন হবু স্ত্রী কমলিনী বলেছিলেন যে, তারা যেহেতু মাটির গান গাইছে, তার জন্য তাদের ব্যান্ডের নাম “ভূমি” (Bhoomi) হলে কেমন হয়। আর এই নাম বলে মাত্রই ব্যান্ডের সকলে খুব সম্মানের সঙ্গে এটিকে আপন করে নিয়েছিল। আর তখন থেকেই শুরু হয় সুরজিৎ চট্টোপাধ্যায় এবং সৌমিত্র রায়ের নতুন ব্যান্ড “ভূমি”। কিন্তু সময় পাল্টেছে এখন। সুরজিৎ চট্টোপাধ্যায় এখন আর ব্যান্ডে নেই। তার বদলে ব্যান্ডে ঢুকেছি আরও নতুন নতুন নানা মুখ। কিন্তু সুরজিৎ চট্টোপাধ্যায়ের সেই কালজয়ী গানগুলি এখনো অমর হয়ে রয়েছে সকলের মনে। আর আগামী কয়েক প্রজন্ম পর্যন্ত এই গান সবার মনে গেঁথে থাকবে