KKR: IPL 2025 এর এতগুলো দিন বাকি থাকতেই, প্রতিটি আইপিএল দল নিজেদের দলে অনেক পরিবর্তন করছে। সেই পরিবর্তনের ধারায় অব্যাহত রাখছে এবারকার চ্যাম্পিয়ন আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স। এবছর কলকাতা নাইট রাইডার্স এর মেন্টর হিসেবে সেখানে ছিলেন ভারতীয় প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। কিন্তু গৌতম গম্ভীর যেহেতু এখন ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হিসেবে নিযুক্ত হয়ে গেছেন, তার জন্য কলকাতা নাইট রাইডার্স গৌতম গম্ভীর এর রিপ্লেসমেন্ট খুঁজে পেয়ে গেছেন। গৌতম গম্ভীরের বদলে সামনে বছর আইপিএল মরশুমে কলকাতায় নাইট রাইডার্স এর মেন্টর হিসেবে থাকছেন ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ প্রাক্তন ক্রিকেটার ডোয়েন ব্রাভো ।
KKR এর নতুন মেন্টর ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ডোয়েন ব্রাভো :
এই ডোয়েন ব্রাভো এবছর IPL মরশুমে CSK এর অংশ ছিলেন । বেশ কয়েক বছর ধরে এই IPL দলের হয়ে খেলছেন । কিন্তু এবছর তিনি CSK তে ছিলেন Bowling Coach হিসেবে। তিনি আবার চেন্নাই সুপার কিংস এর কিং মহেন্দ্র সিং ধোনির অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। কিন্তু এবার তিনি ওই দল থেকে আলাদা হয়ে গেলেন। এদিকে আবার ব্রাভো CPL এ ত্রিনবাগো নাইট রাইডার্স এর হয়ে খেলছেন। কিন্তু এবারে তিনি কলকাতা নাইট রাইডার্স IPL দলে as a Mentor হিসেবে যোগ দিলেন।
IPL এর নতুন সফর শুরু করার প্রসঙ্গে তিনি জানান যে, “আমি গত 10 বছর ধরে CPL এ ত্রিনবাগো নাইট রাইডার্স দলের অংশ ছিলাম। বিভিন্ন লিগে ওই ধরনের সঙ্গে যুক্ত হয়ে অন্য দলের বিরুদ্ধে খেলেছি। তারা যেভাবে কাজ করে তাদের প্রতি আমি অত্যন্ত শ্রদ্ধা জানাই। মালিকদের আবেগ, ম্যানেজমেন্টের পেশাদারিত্ব এবং পরিবারের মতো পরিবেশ একটি বিশেষ স্থান তৈরি করে। এটি আমার কাছে উপযুক্ত প্ল্যাটফর্ম। কারণ আমি খেলা থেকে পরবর্তী প্রজন্মের খেলোয়াড়দের মেন্টেরিং এবং কোচিং এ নিজেদের রূপান্তরিত করেছি।”
একটি বিশেষ দিক লক্ষণীয় ব্রাভোর বিষয়ে যে, তার ক্রিকেট ক্যারিয়ার ছিল দীর্ঘ 21 বছরের। তিনি ওই সময়ের মধ্যেই মোট 582টি T20 ফরমেটে ক্রিকেট খেলেছেন। সেখানে তিনি মোট 631টি উইকেট এবং 6960টি রান করেছেন। ওই ফরমেট এর সবথেকে বেশি উইকেট নিয়ে বোলার তিনি। ব্রাভো 11 বার এক ইনিংসে 4টি উইকেট এবং T20 ক্রিকেটে 2 বার 5টি উইকেট নিয়েছেন। সুতরাং পরের আইপিএল মরসুম থেকে ব্রাভো তার সমস্ত ক্রিকেট জীবনের অভিজ্ঞতা মেন্টাল হিসেবে কলকাতা নাইট রাইডার্স এর সমস্ত খেলোয়াড়দের সঙ্গে ভাগ করে নেবেন।