Kolkata Police: গত 17ই সেপ্টেম্বর কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে পদ থেকে সরানো হয়েছে। কেননা আরজিকার কাণ্ডের প্রতিবাদে নেমে জুনিয়র ডাক্তাররা যেভাবে এই পুলিশ কমিশনের বিরুদ্ধে খোপে ফেটে পড়েছিলেন এবং নানা রকম ধর্না মিছিল ইত্যাদি করছিলেন মূলত তার হলেই খোদ মুখ্যমন্ত্রীকে নিজে থেকেই এই পুলিশ কমিশনারকে পদ থেকে সরাতে হয়েছে।
পদ থেকে সরেও পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অস্বস্তি কাটলো না কিন্তু। কেননা তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা এখনো পর্যন্ত স্থগিত রয়েছে। বিনীত গোয়েলের এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ CBI এর কাছে আদালত জানতে চাই, সেই মোতাবেক আদালতে রিপোর্টও জমা দেয় CBI ।
CBI এর তরফ থেকে হাইকোর্টের প্রধান বিচারপতি T. S. শিবজ্ঞানমের কাছে ঐদিন একটা রিপোর্ট জমা দেওয়া হয়। ওখানে মামলাকারীর হয়ে আইনজীবী মহেশ জেটমালানি বিনীত গোয়েলের বিরুদ্ধে অভিযোগ আনেন। আইনজীবী মহেশ ওই অভিযোগে উল্লেখ করে বলেছেন যে বিনীত গোয়েল নাকি নিজেই নির্যাতিতার নাম সবার সামনে বলেছেন। বিনীত এর বিরুদ্ধে FIR করার নির্দেশ দেওয়া হোক বলে আর্জি জানিয়েছেন তিনি। সুপ্রিম কোর্ট এই মামলা পাঠানোর দাবিও জানানো হয়েছে ইতিমধ্যেই।
আইনজীবী প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে, বিনীত গোয়েল নিজে পুলিশের এত বড় একটি পদে থাকার পরেও কিভাবে অভয়া বা নির্যাতিতার নাম সবার সামনে উল্লেখ করতে পারেন ? প্রাক্তন পুলিশ কমিশনার এর কাছে এই প্রশ্নের উত্তর চেয়েছেন বিচারপতি জেটমালানি।
বিপরীত দলের আইনজীবী জেটমালানির এই কথা শুনে বিনীত গোয়েলের আইনজীবী বলেন যে, বিনীত গোয়েলকে ইতিমধ্যেই অন্য পোস্টে সরিয়ে দেওয়া হয়েছে। তাছাড়াও এই মামলা এখন বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে। সুতরাং, এই নিয়ে কলকাতা হাইকোর্টে নতুন করে কোন মামলা করার বিশেষ কোনো কারণ তিনি খুঁজে পাচ্ছেন না। এই নিয়ে প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, এই মামলা আপাতত স্থগিত রাখা হচ্ছে। শীর্ষ কেউ আদালতের শুনানির পরেই হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি শোনানো হবে। তার ফলে হাইকোর্টে আপাতত একটি অস্বস্তি থেকে গেল বিনীত গোয়েলের।