Lionel Messi: নিজের বহুদিনের ক্লাব ছাড়তে চলেছেন এবার লিওনেল মেসি । কিন্তু কেন এরকম সিদ্ধান্ত ! জেনে নিন

Lionel Messi: আন্তর্জাতিক ফুটবল ইতিহাসে লিওনেল মেসি হল এমন একজন ফুটবলার, যার কোটি কোটি ফুটবলপ্রেমী ভক্ত ভারতসহ গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছে। তিনি তার দীর্ঘদিনের ফুটবল ...

Lionel Messi: নিজের বহুদিনের ক্লাব ছাড়তে চলেছেন এবার লিওনেল মেসি । কিন্তু কেন এরকম সিদ্ধান্ত ! জেনে নিন
Published On:

Lionel Messi: আন্তর্জাতিক ফুটবল ইতিহাসে লিওনেল মেসি হল এমন একজন ফুটবলার, যার কোটি কোটি ফুটবলপ্রেমী ভক্ত ভারতসহ গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছে। তিনি তার দীর্ঘদিনের ফুটবল ক্যারিয়ারে বহু আন্তর্জাতিক রেকর্ড গড়েছেন । আর যার ফলে তার জন্মভূমি আর্জেন্টিনা এর পাশাপাশি গোটা বিশ্বে নিজের দাপটে বহু ফুটবলপ্রেমী মানুষের মনে জায়গা করে নিয়েছেন।

আর এই মানুষটি বহুবার নানারকম ভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠেছেন বিভিন্ন সময়ে। সেই ধারাকে মূলত আরো এগিয়ে নিয়ে গিয়ে আবারো আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে কিংবদন্তি বিশ্ব বিখ্যাত ফুটবলার লিওনেল মেসির নাম। তিনি এতদিন যে ক্লাবের হয়ে খেলতেন, সেই ক্লাবের হয়ে আর কতদিন খেলবেন সেই নিয়ে ইতিমধ্যেই নানা রকম জল্পনা কল্পনা সামনে এসেছে। তিনি যে ক্লাবটিতে খেলতেন তার নাম হলো ইন্টার মায়ামি। তিনি আগামী বছর অর্থাৎ 2025 সাল পর্যন্ত এই ইন্টার মায়ামি ক্লাবের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন।

তৃতীয় ম্যাচের পিচ কিন্তু এবার বোলারদের পক্ষে, কি করবে ব্যাটসম্যানরা

ইন্টার মিয়ামি ক্লাবের সঙ্গে খেলবেন না লিওনেল মেসি

তিনি এই ক্লাবে আর বেশি দিন না খেলতেও পারেন, মূলত তার কারণ হলো – এই ইন্টার মায়ামি ক্লাবে মেসি খেললে নাকি ফিফার তরফ থেকে ওই ক্লাবকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ উঠেছে সংবাদ মাধ্যমে। আর এই অভিযোগ ওঠাতে মেসি যে খুব বেশিদিন আর এই ক্লাবের সঙ্গে খেলবেন না তার ইঙ্গিত ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন।

এর মধ্যে একটা কথা জানিয়ে রাখি যে, এই ইন্টার মায়ামি ক্লাব আগামী 2025 সালের ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এদিকে আবার ফিফার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, লিওনেল মেসির মতো কিংবদন্তি ফুটবলার তারকা কে এই ক্লাবের মধ্য দিয়ে খেলিয়ে তারা ব্যবসা করতে চাইছে। মূলত সেই কারণে নিয়ম ভেঙ্গে এমনটাই ঘটতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

আর এই সমস্ত কারণের জন্য মেসি জানিয়ে দিয়েছেন যে, তিনি কোনো রকম বিতর্কের মধ্যে থাকবেন না, যতটা তাড়াতাড়ি সম্ভব ক্লাব ছেড়ে দেবেন। আবার ওই দলের কোচ তাতা মার্টিনো বিষয়টির পরিপ্রেক্ষিতে সবাইকে জানিয়েছেন যে, মেসি আমাদের ক্লাবের সঙ্গে আর কতদিন যুক্ত থাকবে সেটা আমরা জানি না। কিন্তু একটা কথা আমরা জোর দিয়ে বলতে পারি যে তিনি আমাদের এই ইন্টার মায়ামি ক্লাবের সঙ্গে যুক্ত হওয়ার পর আমাদের ক্লাবের চেহারায় পাল্টে গেছে। আবার গতবার আমরা ট্রফিও জিতেছি।

এছাড়াও তিনি জানিয়েছেন যে, একটা সময় যে দল মেজর লীগ সকারে সকলের শেষে পড়ে থাকত, আর সেই দল এখন মেসির দৌলতে প্লেআপ খেলতে চলেছে। আর তার ফলে আমরা এই দুর্দান্ত ফর্মটা আগামী মরসুমের জন্যও ধরে রাখতে চাইবো। কোনো রকম ভুল ত্রুটি আমরা এখন আপাতত চাইছি না। আর মেসি না থাকলে আমরা কখনো সেটা করতে পারব না, সুতরাং তার জন্য ওনাকে আমাদের এই দলে অবশ্যই চাই। যদিও তিনি থাকবেন কিনা এটা তার ব্যক্তিগত নিজস্ব সিদ্ধান্ত।

এদিকে আবার নির্ধারিত সময় অনুযায়ী আগামী ফিফা বিশ্বকাপ 2026 সালে আমেরিকায় সম্পন্ন হবে। আর ফিফা বিশ্বকাপ হল ফুটবলের জগতের এক মহাযুদ্ধ। এমতাবস্থায় লিওনেল মেসির আমেরিকাতে ফিফা খেলাটা নিঃসন্দেহে অনেক বেশি লাভজনক বলে অনুমান করা হচ্ছে। কিন্তু আগামী বিশ্বকাপ মেসি খেলবেন কিনা কিংবা খেলতে পারবেন কিনা সেই নিয়ে এখনো পর্যন্ত কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। এছাড়াও তিনি নিজেও এই নিয়ে কোনো খোলাসে এখনো পর্যন্ত করেননি।

Football, inter miami, Lionel Messi

Leave a Comment