Dadasaheb Phalke: মহাগুরু মিঠুন চক্রবর্তী পাচ্ছেন দাদাসাহেব ফালকে পুরস্কার

Dadasaheb Phalke: বিরাট বড় খুশির খবর বেরিয়ে এলো ভারতীয় সিনেমা জগতের ইতিহাসে। কেননা এবারে দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হতে চলেছেন বাংলা তথা ভারতীয় সিনেমা ...

Dadasaheb Phalke: মহাগুরু মিঠুন চক্রবর্তী পাচ্ছেন দাদাসাহেব ফালকে পুরস্কার
Published On:

Dadasaheb Phalke: বিরাট বড় খুশির খবর বেরিয়ে এলো ভারতীয় সিনেমা জগতের ইতিহাসে। কেননা এবারে দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হতে চলেছেন বাংলা তথা ভারতীয় সিনেমা জগতের অন্যতম কিংবদন্তি অভিনেতা মহাগুরু মিঠুন চক্রবর্তী (ওরফে গৌরাঙ্গ চক্রবর্তী)।

ভারতীয় সিনেমা জগতের জন্য যে মহাগুরু এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন তথা আছেন সে কথা কোনদিনই অস্বীকার করা যাবে না। চলতি বছর আগামী 8 অক্টোবর 70 তম ভারতীয় জাতীয় চলচ্চিত্র অনুষ্ঠানে মহাগুরু মিঠুন চক্রবর্তী ভারতীয় চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মান ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’ এ ভূষিত হতে চলেছেন। এটি অফিসিয়াল ভাবে ঘোষণা করেছেন ভারতীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তার টুইটার হ্যান্ডেল এ। মহাগুরু মিঠুন চক্রবর্তীর এই অবদানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সমস্ত কেন্দ্রীয় মন্ত্রী ও বিরোধী দলের অনেকেই ওনাকে অভিনন্দন জানিয়েছেন। যিনি ভারতীয় চলচ্চিত্র সংস্কৃতিতে এক গোল্ডেন আইকন হিসেবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন।

ভারতীয় সিনেমায় মিঠুন চক্রবর্তীর অবদান :

1976 সালে বিখ্যাত চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন পরিচালিত ‘মৃগয়া’ সিনেমাতে অভিনয়ের মাধ্যমে সিনেমা জগতে অভিষেক ঘটে মহাগুরু মিঠুন চক্রবর্তীর। এই মৃগয়া সিনেমাতেই অভিনয় করার জন্য মিঠুনদা জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কৃত হন। অবশ্য তখন ওনার নাম ছিল গৌরাঙ্গ চক্রবর্তী। পরে তিনি মিঠুন চক্রবর্তী নামে সিনেমা জগতে পরিচিত লাভ করেন।

গৌরাঙ্গ চক্রবর্তী থেকে মিঠুন চক্রবর্তী নাম পরিবর্তনের পেছনেও রয়েছে এক বিরাট বড় ইতিহাস। সেটা কখনো আমরা অন্য এক প্রতিবেদন আলোচনা করব। এর পরবর্তীকালে 1992 সালে ‘তাহাদের কথা’ এবং 1998 সালে ‘স্বামী বিবেকানন্দ’ সিনেমা দুটি ধরুন আবারো মিঠুনদা জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। মিঠুন দা এখনো পর্যন্ত দীর্ঘ ৫ দশক ধরে ভারতীয় সিনেমা জগতে দাপিয়ে বেড়াচ্ছেন।

মহাগুরু মিঠুন চক্রবর্তীর এই দীর্ঘ ক্যারিয়ারে তিনি প্রায় 350টিরও বেশি সিনেমা করেছেন। মহাগুরু মিঠুন চক্রবর্তী শুধু বাংলা সিনেমা নয় হিন্দি সহ আরো বিভিন্ন ভাষায় সিনেমা করেছেন। আমাকে সিনেমা গুলির মধ্যে উল্লেখযোগ্য একটি সিনেমা হল ‘ডিস্কো ড্যান্সার’, ‘ড্যান্স ড্যান্স’, ‘আমি সুভাষ বলছি’ । এদের মধ্যে আবার ডিসকো ড্যান্সার সিনেমার মধ্যে দিয়ে মিঠুন চক্রবর্তী এক নতুন যুগের সূচনা করেছিলেন।

dadasaheb phalke, Mithun Chakraborty

Leave a Comment