RG Kar: সঠিক বিচার না পাওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে – সুপ্রিম কোর্টের শুনানিতে মন্তব্য জুনিয়র  ডাক্তারদের

RG Kar: রাজ্যের জুনিয়র ডাক্তাররা তাদের জাস্টিস পাওয়ার আন্দোলন শুরু করেছিল ‘আমাদের ডাক্তার দিদির বিচার চাই’ এই বলে। এই আন্দোলন চলাকালীন সমস্ত জুনিয়র ডাক্তাররা কর্মবিরত ...

RG Kar: সঠিক বিচার না পাওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে - সুপ্রিম কোর্টের শুনানিতে মন্তব্য জুনিয়র  ডাক্তারদের
Published On:

RG Kar: রাজ্যের জুনিয়র ডাক্তাররা তাদের জাস্টিস পাওয়ার আন্দোলন শুরু করেছিল ‘আমাদের ডাক্তার দিদির বিচার চাই’ এই বলে। এই আন্দোলন চলাকালীন সমস্ত জুনিয়র ডাক্তাররা কর্মবিরত নিয়েছিল এবং বিভিন্ন জায়গায় অভয়া ক্লিনিক নামে ছোট ছোট জায়গায় জুনিয়র ডাক্তাররা জড়ো হয়ে চিকিৎসা করত।

এই আন্দোলন চলাকালীন অবশ্য সমস্ত সিনিয়র ডাক্তার তাদের ডিউটিতে ছিল, কোনো রকম কর্ম বিরোধী তারা নেননি। কিন্তু জুনিয়ার ডাক্তারদের টানা এই 37-38 দিনের কর্মবিরতি মধ্যে এবার দেখা গেল একটি নাটকীয় মোড়। জুনিয়র ডাক্তাররা যে সমস্ত দাবি করেছিল রাজ্য সরকারের তরফ থেকে তাদের আন্দোলনে প্রায় সবকটি দাবি মানতে হলো রাজ্য সরকারকে মূলত বাধ্য হয়ে।

জুনিয়র ডাক্তারদের এই দাবির ফলে মুখ্যমন্ত্রী কে সিপি, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য অধিকর্তা এবং ডিসি নর্থ কেউ পদ থেকে সরানোর বন্দোবস্ত করতে হয়। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে জুনিয়র ডাক্তাররা মূলত জয় হিসেবে মানছেন।

এই প্রসঙ্গে রাজ্য স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্ণামঞ্চ থেকে ডাক্তার কিঞ্জল নন্দ জানিয়েছেন যে, ডাক্তাররা এই যে বিভিন্ন রকম বৈঠক, আন্দোলন ইত্যাদি করেছে তার পেছনে মূল যোদ্ধা হচ্ছে আপনারাই। আপনারাই আমাদেরকে সাহস জুগিয়েছেন যেন আমরা নিজেদেরকে সোজা রেখে আমাদের আন্দোলন চালিয়ে যেতে পারি। এই অবস্থান বিপ্লব ও প্রতিবাদকে আমাদের নতমস্তক পূর্ণ প্রণাম। সত্যের জায়গা থেকেই সরকার বাধ্য হয়েছে আমাদের অর্থাৎ জুনিয়র ডাক্তারদের সহ সাধারণ জনগণের এই দাবি মানতে।

অনেক দাবি রাজ্য সরকার মেনেছে বটে কিন্তু এখনও সব দাবি মানা হয়নি। এখনো এই সমস্ত জোকার পুলিশকর্তাদের বিরুদ্ধে কোনো রকম সরকারি অর্ডার বেরোয়নি, যাতে তাদের পদত্যাগ করানো হবে। কিন্তু এসবের মধ্যে অবশ্যই ভুলে গেলে চলবে না যে আমাদের ডাক্তার দিদি অর্থাৎ অভয়ার সঙ্গে যে মর্মান্তিক ও নৃশংস ঘটনা ঘটেছে তার বিচার অবশ্যই চাই। সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত কোনো রকম সুরাহা করে দিতে পারেনি এই বিচার কে নিয়ে। কিন্তু আমরা অবশ্যই এ আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত সঠিক বিচার পাচ্ছে আমাদের ডাক্তার দিদি।

গত শনিবার কলকাতার কালীঘাটে মুখ্যমন্ত্রী যে তার বাসভবনে বৈঠক করতে চেয়েছিলেন সেখানেই জুনিয়র ডাক্তার গিয়েছিল বৈঠকের জন্য। ওই বৈঠকে একদম টানা 5 ঘণ্টার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার বর্তমান পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে পদ থেকে সরিয়ে দেওয়ার কথা বলেছিলেন। বিনীত গোয়েলের পাশাপাশি ডি সি নর্থ কেউ সরানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এই বৈঠকের পর থেকে।

কিন্তু এই সমস্ত কথার উত্তরে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে সরকারকে জানানো হয়েছে যে, আমরা কোনরকম মৌখিক যুক্তিতে আর সন্তুষ্ট হবো না। যতক্ষণ না এর সরাসরি লিখিত এবং সরকারি নির্দেশ নামা বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলছে এবং চলবে। এর আগে জুনিয়র চিকিৎসকরা বৈঠকে একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছে যে, ‘আমরা রাজ্যের স্বাস্থ্য ভবন সাফাই অভিযানে নেমেছিলাম, কিন্তু সম্পূর্ণটা এখনো সাফাই করা হয়নি। কেননা মুখ্যমন্ত্রী এখনও পর্যন্ত পুলিশ কমিশনার এবং অন্যান্য সকল অধিকর্তাদের তাদের পদ থেকে সরায়নি। এদের পদ থেকে সরানোর পরেও আমাদের সুরক্ষা নিয়ে আরো কিছু পদক্ষেপ গ্রহণ করার আছে।’

মুখ্যমন্ত্রী এদিকে আবার বলেছিলেন টাস্ক ফোর্স গঠন করবেন। সে বিষয়েও আমরা (জুনিয়র ডাক্তাররা) একমত হতে পারেনি। ওই বৈঠকে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছিলেন –

1. আজ বিকেল 4টের সময় পুলিশ কমিশনারকে বদল করা হবে।

2. স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও সরানোর সিদ্ধান্ত নিয়েছি।

3. বিনীত যেভাবে কাজ করতে চেয়েছেন সেখানেই তাকে পাঠানো হবে।

4. ডাক্তারদের চারটি দাবি আমরা মেনেছি।

5.ডিসি নর্থকেও সরানো সিদ্ধান্ত সরকারের জুনিয়র চিকিৎসকদের কাজের যোগ দেওয়ার আবেদন মুখ্যমন্ত্রীর।

Hospital, Mamata Banerjee, RG Kar, Supreme Court, West Bengal

Leave a Comment