Merit List: বহুদিনের অপেক্ষার অবসান ঘটলো। বুধেই প্রকাশ মেধা তালিকা, কবে হবে নিয়োগ? প্রশ্ন চাকরিপ্রার্থীদের !

সমস্ত চাকরি প্রার্থীরা সরকারের কাছে আর্জি জানিয়েছে যে, প্রকাশ করলেই চলবে না - যতটা সম্ভব দ্রুত নিয়োগ করতে হবে।

Merit List: বহুদিনের অপেক্ষার অবসান ঘটলো। বুধেই প্রকাশ মেধা তালিকা, কবে হবে নিয়োগ? প্রশ্ন চাকরিপ্রার্থীদের !
Published On:

Merit List: 2016 সালের উচ্চ মাধ্যমিকের মেধা তালিকা প্রকাশ করা যাবে বুধবার জানালো স্কুল সার্ভিস কমিশন। এর আগে 28 আগস্ট কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এর তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে, আগামী 1 মাসের মধ্যে 14 হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ করার জন্য মেধাতালিকা প্রকাশ করা হবে।

মেধা তালিকা প্রকাশের বিজ্ঞপ্তি জারি করল SSC

তারপরই গত সোমবার SSC মেধাতালিকা প্রকাশের বিজ্ঞপ্তি জারি করে দিলো। যদিও এর ভিত্তিতে বাংলার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু হাই কোর্টের নির্দেশ পাওয়ার পরই জানিয়েছিলেন যে, পুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া শুরু করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এর আগেও যেহেতু বহুবার এটি করা হয়েছে তার জন্য সমস্ত চাকরি প্রার্থীরা সরকারের কাছে আর্জি জানিয়েছে যে, প্রকাশ করলেই চলবে না – যতটা সম্ভব দ্রুত নিয়োগ করতে হবে।

যদিও সোমবার মেধা তালিকা প্রকাশের বিজ্ঞপ্তি জারি করার খবরের মধ্যেই সমস্ত চাকরিপ্রার্থীরা কলকাতা সল্টলেকের SSC এর অফিসে অভিযান করেছিল। যে মেধা তালিকাটা 25 সেপ্টেম্বর প্রকাশনী সেখানে শুধুমাত্র 10 শতাংশ সংরক্ষিত আসন রাখা হবে অস্থায়ী শিক্ষকদের জন্য।

প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে হাইকোর্টের নির্দেশে বারবার মেধা তালিকা প্রকাশ হলেও নিয়োগ প্রক্রিয়া আটকে গিয়েছিল। এখন থেকে 9 বছর অর্থাৎ 2015 থেকে এই কেস আদালতের স্থগিত রয়েছে। তারপরে করোনা আবহের মধ্যেই 2020 সালে নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করা হয়। এর পরবর্তী তিন বছর পর অর্থাৎ 2023 সালে হাইকোর্টকে প্যানেল প্রকাশের অনুমতি দিয়ে ডিভিশন বেঞ্চ এর তরফে বলা হয়েছিল যে, নিয়োগের সুপারিশ কোনো ভাবেই স্কুল সার্ভিস কমিশন করবে না। এরপরে চলতি বছর জুলাই মাস নাগাদ নতুন ডিভিশন বেঞ্চে এই শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলা উঠলে এতদিনে টানাপোড়েন শেষ হয়।

Mamata Banerjee, Merit List, SSC, Supreme Court, West Bengal

Leave a Comment