East West Metro: রেল কর্তৃপক্ষ জানিয়ে দিল, 2025 সালেই শুরু হতে চলেছে ইস্ট ওয়েস্ট মেট্রো

East West Metro: কলকাতা শহরের মধ্যে যাতায়াত ব্যবস্থার অন্যতম বড় একটি মাধ্যম হলো মেট্রো রেল। আর সেই মেট্রো রেল প্রেমিক যাত্রীদের জন্য বেরিয়ে এলো নতুন ...

East West Metro: রেল কর্তৃপক্ষ জানিয়ে দিল, 2025 সালেই শুরু হতে চলেছে ইস্ট ওয়েস্ট মেট্রো
Published On:

East West Metro: কলকাতা শহরের মধ্যে যাতায়াত ব্যবস্থার অন্যতম বড় একটি মাধ্যম হলো মেট্রো রেল। আর সেই মেট্রো রেল প্রেমিক যাত্রীদের জন্য বেরিয়ে এলো নতুন একটি দারুন সুখবর। এই সুখবরটা বিশেষ করে সেই সমস্ত যাত্রীদের যারা দীর্ঘদিন ধরেই ইস্ট ওয়েস্ট মেট্রোর পরিষেবা চালু হওয়ার জন্য অপেক্ষা করে রয়েছিল।

কবে থেকে চালু হবে শিয়ালদা ধর্মতলা মেট্রো পরিষেবা

সুখবরটা হচ্ছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে, আগামী বছরেই গোটা কলকাতা শহর জুড়ে ইস্ট ওয়েস্ট মেট্রো রেল পরিষেবা চালু হয়ে যাবে। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আগামী দুর্গাপূজার সময়েই সমস্ত মানুষ এসপ্ল্যানেড থেকে শিয়ালদা এবং বউবাজার হয়ে সমস্ত কলকাতা ঘুরে দেখা যাবে মেট্রোরেলে করে। শুধু কলকাতা বলে নয় কলকাতা হাওড়া শহরের বিভিন্ন জায়গায় এখন যাতায়াতের অন্যতম সহজ এবং কম ভাড়াতে যাতায়াতের মাধ্যম হল মেট্রো পরিষেবা। এখন বর্তমানে ইস্ট ওয়েস্ট মেট্রো সোজা এসপ্লানেড থেকে হাওড়া ময়দান 4.8 কিলোমিটার এর পরিষেবা দিচ্ছে। ওইদিকে আবার শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রোপরিষেবা রয়েছে প্রায় 9.4 কিলোমিটারের। আরে ইস্ট ওয়েস্ট মেট্রো কলকাতা এবং হাওড়া এর বাকি জায়গাগুলোতে চালু হওয়ার অপেক্ষায় দিন গুনছে মেট্রো প্রেমী সমস্ত যাত্রীরা।

এই সাপের এক ছোবলেই হয়ে যেতে পারেন ছবি

কি জানাচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ

এই নিয়ে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বউবাজার এলাকায় কিছু সমস্যা রয়েছে এই কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই সমস্যাটা মিটে গেলে আগামী কয়েক মাসের মধ্যেই গোটা কলকাতা ও হাওড়া শহর জুড়ে ছুটবে কলকাতার মেট্রো রেল পরিষেবা। যদিও মেট্রো রেল কর্তৃপক্ষের দাবি করার সময়ের মধ্যে এই কাজ সম্পন্ন হবে কিনা সে নিয়েও প্রশ্ন উঠেছে ইতিমধ্যেই। এই নিয়ে আবার মেট্রো রেল কর্তৃপক্ষ দাবি করেছে চলতি বছরের অক্টোবর মাসের নাগাদ এই কাজ অনেকটাই শেষ হওয়ার কথা ছিল, কিন্তু বর্তমানে সেই বউবাজার এলাকার সমস্যার কারণে মাঝখানেই আটকে গিয়েছে এই কাজ।

East West Metro, Kolkata Metro, West Bengal

Leave a Comment