Weather: একটানা বেশ ভালই বৃষ্টির দাপট চলছে দক্ষিণ বঙ্গের একাধিক জেলাতে। কিছুদিন আগেই শেষ হয়েছে বাঙ্গালীদের সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। দুর্গাপূজার মধ্যেও দেখা গিয়েছিল বিভিন্ন জায়গাতে বৃষ্টি। যার ফলে সাধারণ মানুষেরা প্রচুর বিপাকে পড়েছিল। আর সেই বৃষ্টির দাপট আছড়ে পড়ল লক্ষী পূজোতেও ।
কিন্তু তাতেও দক্ষিণবঙ্গের মানুষদের রেহাই হলো না। হালকা সামান্য বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজেছে পুরুলিয়া। টানা ঝড় বৃষ্টির তাণ্ডব ওখানে না চললেও, সকাল থেকেই মাঝারি বৃষ্টিপাত হয়েছে ওই জেলার বিভিন্ন প্রান্তে। আর এই ঝড় বৃষ্টির ফলে তাপমাত্রা ক্রমশ উঠানামা করছে, যার ফলে মানুষের শারীরিক বিভিন্ন সমস্যা হচ্ছে। এই দিন সকাল থেকেই রোদের দেখা মিলেছে জেলায়। তবে বৃষ্টি হওয়ার কারণে হালকা ঠান্ডা হয়েছে কিন্তু। পুরুলিয়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা দিয়েছে 32° C পর্যন্ত। আর সর্বনিম্ন তাপমাত্রা গেছে 22°C পর্যন্ত বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আর এত তাড়াতাড়ি আবহাওয়ার পরিবর্তনের ফলে তাপমাত্রার ও বিভিন্ন জায়গায় পরিবর্তন হয়েছে। টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও, বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে পুরুলিয়ার একাধিক জায়গা। এদিকে আবার একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে দক্ষিণে। যার ফলে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির প্রভাব পড়বে দক্ষিণের একাধিক জেলায়। টানা ঝড় বৃষ্টি হবে না কোথাও হবে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত।
আরও পড়ুন: অবশেষে চালু হচ্ছে হাওড়া থেকে সল্টলেক মেট্রো
এই বিক্ষিপ্ত বৃষ্টিতে কোন কোন জেলা গুলি ভিজবে
এই বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলা। ভারী বৃষ্টিপাত কিন্তু কোন জায়গাতেই হবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতে হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় হবে বৃষ্টিপাত। ব্রজ্যবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও নিম্নচাপের প্রভাব পড়ছে দক্ষিণে। যার ফলে ভিজবে একাধিক জায়গা। আর এই অসময়ে বৃষ্টির ফলে কৃষি ক্ষেত্রের সব থেকে বেশি সমস্যা হচ্ছে। মূলত যার ফলেই বাড়ছে শাক-সবজির দাম। আর এই দামি শাকসবজি কিনতে গিয়ে পকেটে টান পড়ছে সবার।