IPL হচ্ছে বিশ্বের মধ্যে সবথেকে জনপ্রিয় একটি লিগ। যেটা দেখতে এবং খেলতে পৃথিবীর বহু প্রান্ত থেকে মানুষ ভারতে আসে। আর এত বেশি পরিমাণে মানুষের ভালোবাসার কারণে এই লীগের মার্কেট ভ্যালু হয়ে গেছে প্রচুর বেশি। ঠিক তার জন্যেই, চলতি বছর IPL এ সবথেকে বেশি দামে বিক্রি হয়েছিলেন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিচেল স্টার্ক। যাকে নিলামে 24.75 কোটি টাকা দিয়ে কিনেছিল বাংলার আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স ।
কিন্তু এত বেশি দামে বিক্রি হওয়া সত্বেও গত আইপিএলে কোনো বিশেষ প্রভাব তিনি ফেলে সবার নজর কাটতে পারেননি । প্রথমদিকের ম্যাচগুলিতে তো স্টার্ক তো কোনো উইকেটই পারছিলেন না। কিন্তু কোয়ালিফাইয়ের ওয়ান এবং ফাইনালে নিজেকে কিছুটা ইমপ্লিমেন্ট করে কয়েকটা উইকেট তুলেছিলেন তিনি, দলের দরকারের সময়। আর তার সুবাদেই গত আইপিএলে চ্যাম্পিয়ন পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স (KKR) ।
আর যার ফলে আগামী আইপিএলে তিনি আর এত দামি বিক্রি হবেন না সেটা বলাই যাচ্ছে। এছাড়াও তার আর এত দাম না পাওয়ার পেছনে আর একটা কারণ হলো, তার বয়স কিন্তু এখন বেশ অনেকটাই হয়েছে। আগামী আইপিএলের মেগা অকেশন আয়োজিত হতে চলেছে সৌদি আরবে 24 এবং 25শে নভেম্বর। এই নিলামে থাকছে কয়েকটি জনপ্রিয় প্লেয়ার, যেমন ধরুন KKR কে চ্যাম্পিয়ন্স করা ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার, লখনৌ সুপার জায়েন্টস এর ক্যাপ্টেন কেএল রাহুল, দিল্লি ক্যাপিটালস এর ক্যাপ্টেন রিশভ পন্থ, গতবার নিলামের সব থেকে দামি প্লেয়ার অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক ইত্যাদি। কেননা এই সমস্ত প্লেয়ার দিকে তাদের দল রিটেইন করেনি। নিলামে দেখা যাবে এই সমস্ত দামী দামি প্লেয়ারদের।
আগামী IPL এর নিলামে সবথেকে দামি প্লেয়ার হতে পারে বাঁহাতি ব্যাটসম্যান রিশভ পন্থ :
এই আইপিএল নিলামে সব থেকে বেশি চর্চায় রয়েছেন দিল্লি ক্যাপিটালস এর প্রাক্তন অধিনায়ক রিশভ পন্থ । আর ওনাকে নিজেদের দলে নেওয়ার জন্য নিলামের ঝাপাবে, কলকাতা নাইট রাইডার্স, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং লখনৌ সুপার জায়েন্টস। কেননা এই তিনটি দলই তাদের তাদের অধিনায়ককে রিটেন করেনি।
আর রিশভ পন্থ এমন একজন খেলোয়াড় যিনি অধিনায়কত্ব এবং উইকেট কিপিং দুটোই বেশ ভালোই করতে পারেন। এছাড়াও এই তিনটি দলেরই উইকেট কিপার এবার আর খেলছে না। কলকাতা নাইট রাইডার্স আগেরবার উইকেট কিপার ফিল সল্ট এবং রহানুল্লাহ গুরবাজ এদের কাউকেই রিটেন করেনি। এদিকে আবার রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এর গতবারের উইকেট কিপার দীনেশ কার্তিক আইপিএল থেকে অবসর নিয়েছেন।
এছাড়াও লখনৌ সুপার জায়েন্টস এর ক্যাপ্টেন এবং উইকেট কিপার কে এল রাহুলও আর দলে নেই এবার, তারাও চাইবে পন্থকে নিজেদের দলে জানতে। এছাড়াও বান্দকে নিজেদের দলে টানতে চাইবে চেন্নাই সুপার কিংস, কেননা মহেন্দ্র সিং ধোনি আর বেশিদিন ওই দলের হয়ে উইকেট কিপিং করতে পারবেন না। আর ওনার পর CSK এর আর কোনো ভালো অতীত পেপার নেই। যদি পন্থ সেখানে যাই তাহলে ধোনির উত্তরসুরি হিসেবে তিনি ওখানে খেলবেন। কিন্তু হয়তো অধিনায়কত্ব বদলে গেলে পন্থ পাবেন না।
চেন্নাইয়ের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি চলতি বছরের আইপিএলে অধিনায়কত্ব থেকে সরে গিয়ে অধিনায়ক করতে বলেছেন ঋতুরাজ গায়কয়ার্ড কে । এত চাহিদা থাকার জন্য আগামী আইপিএলে পন্থ এর দাম যে আকাশ ছোঁয়া হবে সে কথা বলাই বাহুল্য। এদিকে আবার কিছুদিন আগে পাকিস্তানি ক্রিকেট প্লেয়ার বাসিত আলী নিউজ মাধ্যম সূত্রে জানিয়েছেন যে, আগামী আইপিএলে পন্থ অবশ্যই গতবারের আইপিএলের সব থেকে দামি প্লেয়ার মিচেল স্টার্ক এর থেকেও বেশি দামে বিক্রি হবে। আর সেটা হবেই না কাবা কেন ? বর্তমানে অত্যন্ত ভালো ফর্মে রয়েছে পন্থ। আর দলের প্রয়োজনে তিনি বেশ কঠিন ভাবে বিপরীত দলের বোলারদের মেরে ব্যাট করতে পারে।