Cyclone Dana: কোথায় কিরকম প্রভাব পড়ছে ঘূর্ণিঝড় ‘ডানা’র । দেখে নিন শেষ খবর

Cyclone Dana: এই ঘূর্ণিঝড় ডানার প্রভাবে বাংলা ও উড়িষ্যা উপকূলের কাছাকাছি আজ অর্থাৎ বুধবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত সমুদ্র প্রবলভাবে উত্তাল থাকবে এবং বইবে ...

Cyclone Dana : কোথায় কিরকম প্রভাব পড়ছে ঘূর্ণিঝড় 'ডানা'র । দেখে নিন শেষ খবর
Published On:

Cyclone Dana: এই ঘূর্ণিঝড় ডানার প্রভাবে বাংলা ও উড়িষ্যা উপকূলের কাছাকাছি আজ অর্থাৎ বুধবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত সমুদ্র প্রবলভাবে উত্তাল থাকবে এবং বইবে অত্যন্ত জোরে বাতাস।

ঘূর্ণিঝড় ডানার প্রভাবে এই সমস্ত জেলায় সতর্কতা জারি করা হলো

যার ফলে ইতিমধ্যেই দুই রাজ্যের উপকূলে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাক্ষ জারি করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি আজ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হুগলি, বাঁকুড়া ও হুগলি জেলায় পড়বে প্রবল প্রভাব এই ঘূর্ণিঝড়ের এবং এই সমস্ত জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে আজকেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে, এই নিম্নচাপটি ক্রমশ পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। আরো ঘনীভূত হয়ে আজ সকলেই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে নিম্নচাপটি।

আরও পড়ুন: কলকাতা বিমান বন্দরে এবার হতে পারে হাইজ্যাক

আবহাওয়া দপ্তরের খবর ঘন্টায় সর্বোচ্চ গতি থাকতে পারে ১১০ কিমি

এই ডানা নামক ঘূর্ণিঝড়টির মোকাবিলা করার জন্য ইতিমধ্যেই দেশজুড়ে আগাম প্রস্তুতি শুরু করা হয়েছে। গত সোমবার সানফ্লিপ্ত বিভাগের আধিকারিক এর সঙ্গে বৈঠক করেন কলকাতার পুরো কমিশনার ধবল জৈন। পরে সন্ধ্যায় মুখ্য সচিব মনোজ পন্থ এর এর সাথে ঝড় সংক্রান্ত বৈঠকেও যান তিনি। আজ রাত এবং কালকে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ল্যান্ডফলও হতে পারে রাজ্যজুড়ে।
ওই সময় ওই নিম্নচাপের সর্বাধিক গতি থাকবে 100 থেকে 110 কিলোমিটার প্রতি ঘন্টায়। আর বাতাসে বাতাসের সর্বাধিক গতি থাকবে প্রায় 120 কিলোমিটার প্রতি ঘন্টায়। এই ঘূর্ণিটার মোকাবিলা করার জন্য নবান্ন রাজ্যের সমস্ত জেলা প্রশাসনিক সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছে।

cyclone dana, Weather Report, Weather Today

Leave a Comment